মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই যদি ইমাম রুকু সেজদা থেকে উঠে যায়
প্রশ্নঃ ১৬৪৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রুকু-সেজদার তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আলা/সুবহানা রাব্বিয়াল আজীম) ২ বার পড়ার পর ইমাম সাহেব যদি উঠে যান তাহলে আমি কি ইমাম সাহেবের সাথে উঠে যাব? নাকি ৩য় তাসবিহ শেষ করে উঠব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এসব বিষয়ে ইমামের অনুসরণ করা জরুরী। কেননা রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «إنما جُعِلَ الإمام ليِؤُتَمَّ به، فلا تختلفوا عليه، فإذا كبر فكبروا، وإذا ركع فاركعوا، وإذا قال: سمع الله لمن حمده، فقولوا: ربنا ولك الحمد. وإذا سجد فاسجدوا، وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون».
[متفق عليه.]
হজরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, ইমামকে তার অনুসরণের জন্যই নিয়োগ করা হয়েছে। অতএব, ইমাম যখন রুকু করে তখন তোমরাও রুকু কর, যখন ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ্ বলে, তখন তোমরা ‘রব্বানা ওয়া লাকাল হামদ’ বল।যখন ইমাম দাঁড়িয়ে নামাজ আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় কর, আর যখন ইমাম বসে (বৈঠক) নামাজ আদায় করে (ইমামতি করে) তখন তোমরাও সবাই বসে (বৈঠক) নামাজ আদায় কর।”(বুখারি ও মুসলিম)
কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রেগুলোতে ইমামের অনুসরণ করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা, মোহাম্মাদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন