আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৫১২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু আলাইকুম হুজুর ,
কেও যদি এইভাবে ওসিলা দিয়ে দোয়া করে সেটা যাবে কি না একটু জানাবেন নিচে সেটার বিবরন দেওয়া হলো।
হে আল্লাহ তুমি মুহাম্মদ (সা) ,সকল নবী রসূল গণ ,সাহাবা আজমাঈন , তাবেইন , তাবে তাবেইন , মুজতাহিদিন ,ওলী আউলিয়া কেরামগণ , হক্কানি পীর-মাশায়েখ ,হক্কানী ওলামায়ে কেরামগণ,তোমার প্রিয় বান্দাগণ এবং তোমার সিফাতি নাম ও কুরআনে কারীমের ওসিলা করে আমার গুনাহ মাফ করে দাও এবং আমার অমুক কাজটি সম্পন্ন করে দাও ।
দয়া করে জানাবেন যে এর মধ্যে সব গুলোর ওসিলা দিয়েই চাওয়া যাবে কি? না কিছু ভুল আছে ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১০ মার্চ, ২০২১
রাজশাহী