আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫১০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং বিভিন্ন ওয়াজ মাহফিল যায় কিন্তু তারা গুন্নাহ করে তাদের জন্য কি কোনো দোয়া আছে

১৫ মার্চ, ২০২১
রাজশাহী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নিম্নোক্ত আয়াত বেশি বেশি পড়বে।

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ ہَدَیۡتَنَا وَہَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَہَّابُ

হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
—আল ইমরান - ৮

এছাড়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করবে। আরো পড়বে-
لا حول ولا قوة الا بالله العلي العظيم

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন