আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী একে অপরের জন্য কী বলে দোয়া করবে?

প্রশ্নঃ ৯৮৫৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী একে অপরের জন্য কি বলে দোয়া করবে কিংবা একে অপরকে উদ্দেশ্য করে কোন দোয়াটা বলবে?

৯ এপ্রিল, ২০২৫
Chittagong, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এ বিষয়ে হাদীসে আছে,

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ " .
قَالَ أَبُو دَاوُدَ زَادَ أَبُو سَعِيدٍ " ثُمَّ لْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَدْعُ بِالْبَرَكَةِ " . فِي الْمَرْأَةِ وَالْخَادِمِ .

আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা (আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা.) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিবাহ করবে বা কোনো দাসী ক্রয় করবে সে যেন তখন বলে, 'হে আল্লাহ আমি আপনার নিকট তার কল্যাণ প্রার্থনা করছি এবং যে স্বভাব–প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি আর আমি তার অকল্যাণ থেকে এবং যে স্বভাব–প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি'।
অপর এক বর্ণনায় নারী ও দাসী সম্পর্কে বলা হয়েছে, এবং সে যেন তার (স্ত্রী বা দাসীর) চুলের সম্মুখভাগ ধরে বরকতের দোআ করে।

সুনানে আবু দাউদ, হাদীস নং: ২১৬০

হাদীসে যদিও শুধু স্বামীর কথা আছে তবে চাইলে স্ত্রীও এই দোয়া পড়তে পারবে।

নিম্নে দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে আলাদাভাবে উল্লেখ করা হলো,

۞ اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ . وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস আলুকা মিন খইরিহা ওয়া খইরি মা জুবিলাত ‘আলাইহি, ওয়া আ‘ঊযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত ‘আলাইহি।

অর্থ: 'হে আল্লাহ আমি আপনার নিকট তার কল্যাণ প্রার্থনা করছি এবং যে স্বভাব–প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি আর আমি তার অকল্যাণ থেকে এবং যে স্বভাব–প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি'।

হাদীসের শেষে বরকতের দোয়াও করতে বলা হয়েছে। বরকতের দোয়া এভাবে করা যেতে পারে,

۞ بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ

উচ্চারণ: বারকাল্লাহু লাকা ওয়া বারাকা ‘আলাইকা।

অর্থ: আল্লাহ তা‘আলা তোমাকে বরকতপূর্ণ করুন এবং তোমার উপর বরকত অবতীর্ণ করুন।

والله اعلم بالصواب

মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন