আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৮৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের তাকবীরে তাহরীমা কি নিজ কানে শুনা না গেলে নামাজ হবে না???

২৫ ফেব্রুয়ারী, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নামাযে তিলাওয়াত-তাকবীর দুই স্বরে বলা যায়।
جهر তথা উচ্চস্বরে।
إسرار তথা নিম্নস্বরে।
নিম্নস্বরে তাকবীর বলা ও কিরাত পড়ার তিনটি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো تصحيح الحروف তথা ঠোট ও জিহবা নাড়িয়ে শব্দগুলোকে বিশুদ্ধভাবে উচ্চারণ করা।
মধ্যম স্তর হল إسماع نفسه তথা নিজেকে শুনানো।
إسماع من بقربه সর্বোচ্চ স্তর হলো আশপাশে দু-একজনকে শুনিয়ে বলা, বাকিদের না শোনানো।
অতএব নামাজে নিম্নস্বরে পড়তে চাইলে ন্যূনতম নিজেকে শুনিয়ে তাকবীরে তাহরীমা থেকে শুরু করে সালাম পর্যন্ত সবকিছু নিজেকে শুনিয়ে বলা উত্তম।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন