আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৫৮৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়বারাকাতুহ্
আমার প্রশ্নটি হচ্ছে আমি সাম্প্রতিক একটি হাদিস শুনেছি বা পড়েছি
হাদিসটি হলো. "আল্লাহ তায়ালা কেয়ামতের দিন বান্দাকে প্রশ্ন করবে
হে আমার বান্দা! দুনিয়াতে আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু তুমি আমাকে আহার করাওনি। তখন বান্দা বলবে হে আল্লাহ আপনি
কখন আমার কাছে খাবার চেয়েছেন? তখন আল্লাহ বলবেন: তোমার কাছে যখন আমার ক্ষুদার্ত বান্দা খাবার চেয়েছে তখন তুমি তাকে
আহার দান করাওনি যদি তুমি তাকে আহার দান করাতে
তাহলে সেটাই হতো আমাকে দান করানো।
হাদিসটা আরো বড় হবে তো আমার সঠিক মনে পরছেনা
এখানে আমার প্রশ্ন হলো. এরকম কি কোনো হাদিস আছে কিনা?
যদি থাকে তাহলে রেফারেন্স দিলে আমার জন্য ভালো হতো।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ মে, ২০২১
ঢাকা
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা