প্রশ্নঃ ৮৯৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আচ্ছা কেউ যদি হেদায়েতের পথে ফিরে আসে তবে অন্য কেউ যদি তাকে পূর্বের আচরণ বা গুনাহ বা রূপের জন্যে তাকে কটাক্ষ বা কষ্ট পাবে এমন কথা বলে তাহলে যে কথা গুলো বলেছে তার পরিণাম কি?
আর যাকে বলেছে সে কি করবে এমতাবস্থায়?
جزاك اللهُ خيراً
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে আছে যে ব্যক্তি তাওবাহ করল, সে এমন হয়ে গেল যেন কোনোদিন সে গুনাহ করেনি। তাই খাটি দিলে তাওবাহ করার পর পূর্বের কৃত অন্যায়ের কথা তুলে লোকটিকে লজ্জা দেওয়া কিছুতেই জায়েজ হবে না।
তওবা করার পর কেউ যদি পেছনের কথা তুলে লজ্জা দেয় তার মারাত্মক কবিরাহ গুনাহ হবে। এমতাবস্থায় তাওবাকারী ঐ জায়গা থেকে কেটে পড়বে। অথবা নীরবতা পালন করবে। বিতর্কে লিপ্ত হবে না।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لاَ ذَنْبَ لَهُ " .
আবদুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য।
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২৫০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন