প্রশ্নঃ ৮৪৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমি ইলহান।আমার প্রথম প্রশ্নটি হলোঃ অনেকে বলে,নামাজের মধ্যে দাত দেখিয়ে হাসলে নাকি ওযু ভঙ্গ হয়। ইসলামের দৃষ্টিতে কি এটি সত্য?
আমার দ্বিতীয় প্রশ্নটি হলোঃ ওযু করার সময় কথা বললে কি ওযু হবে?
আমার তৃতীয় প্রশ্নটি হলোঃ নামাজি ( নামাজ পরার কাপড় ) ছাড়া কি পাক বিছানা বা পাকায় নামাজ হবে?
আমার চতুর্থ প্রশ্নটি হলোঃ খাওয়ার সময় টিভি দেখলে কি হয় তা ইসলামের দৃষ্টিতে বর্ণনা করবেন।
দয়া করে খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام و رحمة الله
১- দাত দেখিয়ে হাসার সাথে ওযু ভঙ্গের সম্পর্ক নয়, ওযু ভঙ্গের সম্পর্ক শব্দ করে হাসার সাথে।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার হাসির আওয়াজ যদি পাশের লোক ছাড়াও অন্যরা শুনে থাকে তবে আপনার অযু নষ্ট হয়ে গেছে। নাফে রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেছেন, যে ব্যক্তি নামাযে শব্দ করে হাসবে সে নতুন করে অযু করবে এবং পুনরায় নামায আদায় করবে। -কিতাবুল হুজ্জাহ ১/১৪০
আর যদি হাসির শব্দ শুধু ডান-বামের লোক শুনে, অন্যরা না শুনে তাহলে আপনার অযু ভাঙ্গেনি। তবে এতটুকু আওয়াজে হাসার কারণে নামায ভেঙ্গে গেছে। তা আবার পড়ে নিতে হবে।
-কিতাবুল আছল ১/৪৫-৪৬; কিতাবুল হুজ্জাহ ১/১৩৯; মাজমাউয যাওয়াইদ ২/৩৩৬; রদ্দুল মুহতার ১/১৪৪; বাদায়েউস সানায়ে ১/১৩৬; শরহু মুখতাসারিত তহাবী ২/৮২; হালবাতুল মুজাল্লী ১/৩৯৭ ইলাউস সুনান ১/১৫
২- ওযু করার সময় কথা বলার দ্বারা ওযু নষ্ট হয়ে যায় না। এটা ওযু ভঙ্গের কোন কারণ নয়।
আপনার অন্য প্রশ্নগুলো আলাদাভাবে করুন। ধন্যবাদ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন