প্রশ্নঃ ৮৯৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রকৃত অর্থে ইবলিশ শয়তান কে ? আমারা যে শয়তান এর ধোঁকার কথা সব সময় বলি, এই শয়তান এর সংখ্যা বা পরিমাণ কত ? নাকি ঐ একজন ইবলিশ শয়তান পুরো পৃথিবীর মানুষ কে পথ ভ্রষ্ট করার কাজে লিপ্ত। তাহলে একজন শয়তান কিভাবে পুরো পৃথিবীর এত মানুষের ধোকা দেয়ার কাজ করতে পারে ? বিষয়টি কোরআন হাদিসের আলোকে জানালে খুশি হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইবলিস হলো শয়তানের গুরু। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আদম আলাইহিস সালামের সম্মুখে সাজদাহ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। তার অগণিত অসংখ্য বংশবিস্তার হয়েছে।
আল্লাহ তাআলা বনি আদমের প্রত্যেকের পিছনে ঐ ইবলিস বাহিনীর একেক জনকে নিয়োগ দিয়েছেন।
وَمَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ شَیۡطٰنًا فَہُوَ لَہٗ قَرِیۡنٌ
যে ব্যক্তি দয়াময় আল্লাহর যিকির থেকে অন্ধ হয়ে যাবে, তার জন্য নিয়ােজিত করি এক শয়তান, যে তার সঙ্গী হয়ে যায়।
—আয্-যুখরুফ - ৩৬
وَاِنَّہُمۡ لَیَصُدُّوۡنَہُمۡ عَنِ السَّبِیۡلِ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ مُّہۡتَدُوۡنَ
তারা ( অথাৎ শয়তানেরা ) তাদেরকে সৎপথ থেকে বিরত রাখে আর তারা মনে করে আমরা সঠিক পথেই আছি।
—আয্-যুখরুফ - ৩৭
حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیۡتَ بَیۡنِیۡ وَبَیۡنَکَ بُعۡدَ الۡمَشۡرِقَیۡنِ فَبِئۡسَ الۡقَرِیۡنُ
পরিশেষে এরূপ ব্যক্তি যখন আমার কাছে আসবে তখন (সে তার সঙ্গী শয়তানকে) বলবে, আহা! আমার ও তােমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত। কেননা তুমি বড় মন্দ সঙ্গী ছিলে।
—আয্-যুখরুফ - ৩৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন