আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৮৩৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 𝔸𝕤𝕤𝕒𝕝𝕒𝕞𝕦'𝕒𝕝𝕒𝕚𝕜𝕦𝕞 𝕨𝕒𝕣𝕒𝕙𝕞𝕒𝕥𝕦𝕝𝕝𝕒𝕙𝕚 𝕨𝕒𝕓𝕒𝕣𝕒𝕜𝕒𝕥𝕦𝕙 !

প্রিয় মুহতামিম ,
আমার নাম মোহাম্মদ রাকিব হাসান । আমার মনে "তাবলিগ জামায়াত" সম্পর্কে কিছু প্রশ্ন জমা হয়েছে । আমার বয়স ১৯ বছর , এই সময়ে আমি ৫-৬ বার তাবলিগে জামায়াতের সাথে ৩ দিনের সফরে গিয়েছি । তাঁদের সাথে থাকা অবস্থায় আমি তাঁদের কাছে তাবলিগে জামায়াতে যাওয়া/থাকা নিয়ে কিছু লাভ সম্পর্কে জেনেছি ।
আমার প্রশ্ন হলো তাঁদের বলা নিম্নলিখিত কথা গুলো সঠিক কিনা ? বা কোনটি সঠিক আর কোনটি ভূল ?

• আল্লাহর রাস্তায় গিয়ে একবার "সুবহানআল্লাহ !" বলা , বাড়িতে থাকা অবস্থায় ৪৯ কোটি বার "সুবহানআল্লাহ!" বলার সামিল । অর্থাৎ আল্লাহর রাস্তায় গিয়ে কোন নেক আমল করলে ১'এ ৪৯ কোটি স‌ওয়াব পাওয়া যায় । বলা হয়ে থাকে , বাড়িতে বসে ৪৯ কোটি বার "সুবহানাল্লাহ!" বলতে ১৬ বছর ৪ মাস সময় লাগে ।

• আল্লাহর রাস্তায় গিয়ে নিজের জন্যে 'প্রয়োজনে' ১ টাকা খরচ করা , বাড়িতে থাকা অবস্থায় ৭ লক্ষ টাকা দান করার সমান স‌ওয়াব । আল্লাহর রাস্তায় গিয়ে অন্যের জন্যে 'প্রয়োজনে' ১ টাকা খরচ করা , বাড়িতে থাকা অবস্থায় ২০ লক্ষ টাকা দান করার সমান স‌ওয়াব ।

• আল্লাহর রাস্তার দাওয়াতের ধূলাবালি আর জাহান্নামের ধোঁয়া/আগুন কখনো একত্রিত হবে না ।

• আল্লাহর রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করা শবে ক্বদরের রাত্রে হাজরে আসওয়াদ পাথরের পার্শ্বে দাড়িয়ে সারারাত ইবাদত করার চেয়ে উত্তম ।

• আল্লাহর রাস্তায় কিছু সময় দাঁড়িয়ে থাকা আপন ঘরে থেকে ৭০ বছর নামায পড়ার চেয়ে উত্তম ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ ডিসেম্বর, ২০২১
হাতিয়া
#১০৭০০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমি সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহর জন্য মহব্বত করি,এবং ওয়াজে যাই ওয়াজ শুনতে ইসলামিক অনেক আন্দোলনে যাই হেফাজত ইসলাম ডাক দিলে.আর আমি দাওয়াত ও তবলীগের মেহনত করি নিজামুদ্দিন মার্কাজ অনুসরণ করে মাওলানা সাদ সাহেবের সাথে.সাদ সাহেবের সাথে মেহনত করার কারনে আমাকে গোমরাহ,বাতেল,পথভ্রষ্ট আলেম বিদ্বেষী আরো নানান কথা বলে গালি দে.
আরো বলে সাদ সাহেব গোমরাহি কথা বলছে,আমি বলছি যদি উনি গোমরাহি কথা বলে থাকে আমি ওইসব কথা মানি না,তারপর আমাদের গোমরাহ বলে,আমি জানতে চাই আমি সাদ সাহেবের সাথে নিজামুদ্দিন মার্কাজ মেনে মেহনত করলে কি আমি সমস্যা হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২১ নভেম্বর, ২০২১
মোহনগঞ্জ