আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫৩৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছালামুয়ালাইকুম

দাওয়াত ও তাবলীগের মেহনত সাধারণত দুইভাবে হয়।

১।চিল্লা,তিন চিল্লা বা কম বেশি সময় নিয়ে জামাতে বের হয়ে মেহনত।

২।নিজের এলাকায় থেকে মেহনত।

জামাতে যখন বের হয় তখন মসজিদে থাকা,খাওয়া ইত্যাদি জায়েজ হওয়ার ব্যাপারে বিভিন্ন সময় ওলামায়ে কেরাম ফতওয়া দিয়েছেন।

নিজের এলাকায় থাকা অবস্থায়ও তাবলীগের ভাইয়েরা বিভিন্ন প্রোগ্রামের নামে মসজিদে খাওয়া দাওয়া করে।তখন মসজিদে প্রচুর হৈ হুল্লোড় হয় এবং মারাত্বকভাবে মসজিদের আদব নষ্ট হয়।

আমার জানার বিষয় হল,নিজের এলাকায় থাকা অবস্থায় মেহনতের নামে বিভিন্ন প্রোগ্রাম করে এইভাবে মসজিদে খাওয়া দাওয়া করার ব্যাপারে শরীয়তের কি হুকুম।দলীল সহকারে জানালে কৃতজ্ঞ হব।

জামশেদ কামাল।
কম্পিউটার ইঞ্জিনিয়ার,ডুয়েট,গাজিপুর।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৬ এপ্রিল, ২০২১
সিরাজগঞ্জ