আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪১৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তাবলীগে কিছু সময় দিয়েছি।নিজেকে চেষ্টা করি তাবলীগের কাজের সাথে জুড়ে রাখার জন্য।আমাকে প্রায় এই প্রশ্ন করে যে তাবলীগে কেন "ফাযায়েলে আমল" পড়া হয়।কেন কোরআনের তাফসির বা হাদীসের গ্রন্থগুলো পড়া হয়না ?

১১ জানুয়ারী, ২০২১
JJC৯+RG৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ক্লাস ওয়ানে ক্লাস এইট এর কঠিন অংকগুলো কেন করানো হয় না?

প্রাথমিক গণশিক্ষায় সাইন্সের জটিল সূত্রগুলো কেন পড়ানো হয় না?

ফার্স্ট এইড তথা প্রাথমিক চিকিৎসায় কেন অপারেশন করানো হয় না?

মক্তবের শিশুদেরকে কেন বোখারী শরীফ পড়ানো হয় না?

এইসব প্রশ্নের যে উত্তর, আপনাকে করা প্রশ্নগুলোর একই উত্তর। বর্তমান প্রচলিত দাওয়াত ও তাবলীগের এই পদ্ধতি সাধারণ মানুষের জন্য ব্যাপকতর একটি মিশন। এখানে ততটুকুই প্রয়োগ করা হবে যতটুকু সকলের জন্য প্রযোজ্য হয়। তাফসীর, ফিক্বহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদির জন্য ওলামায়ে কেরামের মজলিসগুলো রয়েছে। সেখানে তাদেরকে অংশগ্রহণ করার জন্য বলুন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর