আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৭০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমি সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহর জন্য মহব্বত করি,এবং ওয়াজে যাই ওয়াজ শুনতে ইসলামিক অনেক আন্দোলনে যাই হেফাজত ইসলাম ডাক দিলে.আর আমি দাওয়াত ও তবলীগের মেহনত করি নিজামুদ্দিন মার্কাজ অনুসরণ করে মাওলানা সাদ সাহেবের সাথে.সাদ সাহেবের সাথে মেহনত করার কারনে আমাকে গোমরাহ,বাতেল,পথভ্রষ্ট আলেম বিদ্বেষী আরো নানান কথা বলে গালি দে.আরো বলে সাদ সাহেব গোমরাহি কথা বলছে,আমি বলছি যদি উনি গোমরাহি কথা বলে থাকে আমি ওইসব কথা মানি না,তারপর আমাদের গোমরাহ বলে,আমি জানতে চাই আমি সাদ সাহেবের সাথে নিজামুদ্দিন মার্কাজ মেনে মেহনত করলে কি আমি সমস্যা হবে?

২১ নভেম্বর, ২০২১
মোহনগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর