আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৩২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1 তাবলীগ জামায়াতের সাদ সাহেবের অনুসারী দের মজলিসে বসা যাবে কী নাহ,2 আযান এলার্ম এ পুরো না শুনে শুধু আল্লাহু আকবার শুনলে কী গুনাহ হবে।

১১ অক্টোবর, ২০২১
F৯৪W+J৬P

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, সাদ সাহেবের ভুলগুলো সম্পর্কে সকল ওলামা একরাম একমত! অপরদিকে সাদ সাহেবের অনুসারীরা হটকারিতা করে সমস্ত আলেম-ওলামাদের কথা অমান্য করে, তাদের বিরোধিতা করে সাদ সাহেবের ভুল গুলোর উপর আমল করছে এবং মিথ্যা, বানোয়াট এবং কোরানের অপব্যাখ্যা করে অন্যদেরকেও গোমরাহীর পথে টেনে আনার চেষ্টা করছে, সুতরাং তাদের মজলিশে বসলে সেই সব মিথ্যা, বানোয়াট এবং হটকারী কথার অবশ্যই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যা কোন ব্যক্তির জন্য আলেম বিদ্বেষের সাথে সাথে ঈমান ধ্বংসেরও কারণ হতে পারে! তাই তাদের বয়ানের মজলিসে বসা কোনোভাবেই জায়েয হবে না!

আপনার দ্বিতীয় প্রশ্নটি উত্তর জানতে ভিন্নভাবে প্রশ্ন করুন!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর