প্রশ্নঃ ১৩২৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বর্তমানে যে সব ভাই রা তাবলীগ জামাতের সঙ্গে
4 মাস, 40 দিন সময় লাগায় সেটা কি জায়েজ??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তাবলীগ জামাতে চার মাস বা 40 দিন সময় লাগানো, এটাতে নাজায়েজ এর কিছুই নেই, বরং দ্বীনি পরিবেশে থেকে মানুষ দ্বীন শিক্ষা করা অনেক জরুরি বিষয়। তাই জনসাধারণ দের মধ্য থেকে যারা মাদ্রাসায় পড়ালেখা করে দ্বীন শিক্ষার সুযোগ হয়নি, তাদের জন্য এ কাজে সম্পৃক্ত হয়ে যতদূর সম্ভব (বিশেষ করে চার মাস) সময় লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত। তাবলীগ জামাতের কর্মকাণ্ড গুলোর বিষয়ে ওলামায়েকেরাম কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল প্রমান সহ আলোচনা করেছেন, যা বর্তমানে সর্বস্বীকৃত। এ নিয়ে নতুন করে আলোচনা নিষ্প্রয়োজন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন