আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬২৩০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রশ্ন করার জন্য নয় জানার জন্য এবং মানার জন্য জানতে ইচ্ছুক যে, কোনে একদিন সময় মতো কোনে ওয়াক্তের নামায পড়তে পাড়লাম না সেটা ফজর হোক কিংবা জোহর, আসর, মাগরীব যেটাই হোক না কেন সময়মত পড়তে না পারলে সে ওয়াক্তের নামায এশার নামায শেষে অথবা বিতরের নামায পড়ার পড়েও কাযা আদায় করতে পারব কিনা....??
উদাহরণঃ ধরেন আমি আজকে ফজরের নামায পড়তে পারলাম না এক্ষেত্রে পরবর্তীতে জোহরের ওয়াক্তে যোহর আসর ওয়াক্তে আসর মাগরীব ও এশার নামায ও পড়ে নিয়ে সেই ছুট যাওয়া ফজরের সালাত কাজা পড়তে পারব কি না...??
কাজা নামায কি সুন্নত ফরজ উভয়টা আদায় করতে হয় না কি.....??
কাজা নামায কি মাসজিদে পড়া যাবেনা..?? কাজা নামায কোথায় পড়া ভাল মসজীদে না কি বাড়িতে...?? উত্ত্বম কোনটা....??
আরেকটা জরুরী প্রশ্ন হলোঃ আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কি না..?? শরিয়ত কি বলে রেফারেন্স সহকারে জানতে চাই এটা....??
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৩ মে, ২০২১
চৌহালি
#৫২৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর। আগের প্রশ্নের উত্তর পেয়েছি।শুকরিয়া।

আমি আমার এক আত্মীয়ার হয়ে প্রশ্ন করছি।তার কাছে বর্তমানে ফোন নেই। রীতিমতো কি করবে বুঝতে না পেরে আমাকে বিষয়টি বলার পর আমি তার সম্মতি নিয়েই জিজ্ঞেস করছি। সে এখন কলেজ পড়ুয়া। স্কুলে পড়াকালীন এক ছেলের সাথে সম্পর্ক ছিলো। এমনকি শারীরিক সম্পর্কও করেছে (নাউজুবিল্লাহ)।তখন তার আল্লাহর ভয় ছিলো না। কিন্তু বর্তমানে সে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। শরয়ী পর্দা পালন করে,নামাজ আদায় করে,আল্লাহর ইবাদত করে যতটুকু সম্ভব হয়। সে তার ওই পাপ কাজের জন্য তওবা করেছে, এখনো আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চায়।আমার সামনেও সে খুব কান্নাকাটি করলো।সে যেদিন বুঝতে পেরেছিলো তাদের সম্পর্ক হারাম সেইদিন থেকেই সম্পর্ক রাখেনি। মেয়েটির বিয়ে ঠিক হয়েছে এক দ্বীনদার ছেলের সাথে। সে বিয়ে করতে চাচ্ছে সঠিকভাবে দ্বীন পালনের জন্য।

কিন্তু এখন প্রশ্ন হলো মেয়েটির সেই পাপ কাজের কথা মেয়েটির পরিবারও জানে না। এখন কি মেয়েটির উচিত হবু স্বামীকে, তার পরিবারকে সব বলা?

কিন্তু মেয়েটি চাচ্ছে না যে তাদের সবটা বলবে, যদি বিয়ে ভেঙ্গে যায়। মেয়েটির পরিবার জেনে ফেলে তার ওই পাপ কাজের কথা তখন মেয়েটির জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়বে পরিবারে থাকা।

সে আমাকে বলেছে কাউকেই কিছুই বলবে না।সবটা আল্লাহর উপর ছেড়ে দিবে!! আপনার মতামত কি হুজুর? তার এখন কি করা উচিত?

জাযাকুমুল্লাহ🤲
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী কাজী মিজানুর রহমান
১ এপ্রিল, ২০২১
টাঙ্গাইল