বিবাহের ক্ষেত্রে কুফু কি জিনিস?
প্রশ্নঃ ৬৬৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গৃহস্তের মেয়ে আর কারিগরের ছেলের যদি বিয়ে হয় তাহলে সে বিয়ে কি হবে? নাকি গায়রে কুফু হবে? কেননা সামাজিকভাবে স্বজাত ছাড়া ভিন্ন জাতে বিয়ে নিষিদ্ধ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে কুফু দেখার বিষয় রয়েছে। অর্থাৎ পাত্রীর সামাজিক ও পারিবারিক অবস্থান এর তুলনায় নিম্নমানের ছেলের কাছে বিবাহ দেওয়া উচিত নয়।
ছেলেরা বিবাহ করার ক্ষেত্রে কুফু দেখা জরুরি নয়। ছেলেরা নিজেদের অবস্থানের চেয়ে উঁচু পর্যায়ের মেয়েদের বিবাহ করতে পারবে।
তার প্রকৃষ্ট প্রমাণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সমপর্যায়ের কোন নারী পৃথিবীতে ছিল না। কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবের পাড়া গ্রামে বিবাহ করেছেন। হযরত সফিয়্যাহ বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তা'আলা আনহা-কে বিবাহ করেছেন।
প্রশ্নোক্ত সুরতে গৃহস্থের কন্যাকে কারিগরের ছেলের কাছে বিবাহ দিতে অসুবিধা নেই।
حُكْمُ الْكَفَاءَةِ فِي النِّكَاحِ:
2 - اخْتَلَفَ الْفُقَهَاءُ فِي الْحُكْمِ التَّكْلِيفِيِّ لاِعْتِبَارِ الْكَفَاءَةِ فِي النِّكَاحِ: فَذَهَبَ الْحَنَفِيَّةُ وَالْحَنَابِلَةُ إِلَى أَنَّهُ يَجِبُ اعْتِبَارُهَا فَيَجِبُ تَزْوِيجُ الْمَرْأَةِ مِنَ الأَْكْفَاءِ، وَيَحْرُمُ عَلَى وَلِيِّ الْمَرْأَةِ تَزْوِيجُهَا بِغَيْرِ كُفْءٍ.
وَذَهَبُوا إِلَى أَنَّ الْكَفَاءَةَ تُعْتَبَرُ فِي جَانِبِ الرِّجَال لِلنِّسَاءِ، وَلاَ تُعْتَبَرُ فِي جَانِبِ النِّسَاءِ لِلرِّجَال؛ لأَِنَّ النُّصُوصَ وَرَدَتْ بِاعْتِبَارِهَا فِي جَانِبِ الرِّجَال خَاصَّةً، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ مُكَافِئَ لَهُ، وَقَدْ تَزَوَّجَ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، وَتَزَوَّجَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا،
—আল মাওসূআ আল ফিকহিয়্যাহ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন