মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০৭ টি
হাদীস নং: ১০১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০১. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য তিনটি পাখী হাদীয়া হিসাবে পাঠানো হয়েছিল। তাঁর খাদিম তাকে একটি পাখি খেতে দিল। পরের দিন সে বাকীগুলো নিয়ে আসলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আমি কি তোমাকে আগামীকালের জন্য কিছু জমা রাখতে নিষেধ করিনি? নিশ্চয় আল্লাহ্ তা'আলা আগামীকালের জন্য রিযিকের ব্যবস্থা করে রেখেছেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن أنس بن مالك قال أهديث لرسول الله صلى الله عليه وسلم ثلاث طوائر فأطعم خادمه (6) طائرا فلما كان في الغد أتته به فقال لها ألم أنهك أن ترفعي شيئا فإن الله عز وجل يأتي برزق كل غد
তাহকীক:
হাদীস নং: ১০২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০২. সাল্লাম ইবন আবি শুরাহবিল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খালিদের পুত্রদ্বয় হাব্বাহ ও সাওয়া (রা) থেকে শুনেছি, তারা বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম, তখন তিনি একটি কাজ করছিলেন, অথবা কিছু তৈরী করছিলেন, আমরা তাঁকে সে কাজে সহায়তা করলাম। তিনি কাজ শেষে আমাদের ডেকে বললেন, কল্যাণ থেকে নিরাশ হবে না।
অন্য বর্ণনায় আছে, তোমরা রিযিকের ব্যাপারে নিরাশ হবে না, যতক্ষণ তোমাদের মাথা সুস্থ থাকবে, অর্থাৎ তোমরা জীবিত থাকবে। মানুষকে তার মা উলংগ ও বস্ত্রহীন অবস্থায় প্রসব করে। এরপর আল্লাহ্ তাকে সবকিছু দান করেন এবং তার রিযিকের ব্যবস্থা করেন।
অন্য বর্ণনায় আছে, তোমরা রিযিকের ব্যাপারে নিরাশ হবে না, যতক্ষণ তোমাদের মাথা সুস্থ থাকবে, অর্থাৎ তোমরা জীবিত থাকবে। মানুষকে তার মা উলংগ ও বস্ত্রহীন অবস্থায় প্রসব করে। এরপর আল্লাহ্ তাকে সবকিছু দান করেন এবং তার রিযিকের ব্যবস্থা করেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن سلام أبي شرحبيل قال سمعت حبة (8) وسواء ابني خالد رضي الله عنهما يقولان اتينا رسول الله صلى الله عليه وسلم وهو يعمل عملا أو يبني بناءا فأعناه عليه فلما فرغ دعا لنا وقال لا تيأسا من الخير (وفي رواية من الرزق) ما تهززت (1) رؤسكما ان الانسان تلده امه أحمر (2) ليس عليه قشرة ثم يعطيه الله ويرزقه
তাহকীক:
হাদীস নং: ১০৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০৩. আসমা বিনতে আবু বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমি একটি জিনিস গুণে গুণে এবং ওজন করে রাখছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আসমা। গুণে গুণে রেখ না। তাহলে আল্লাহও তোমাকে গুণে গুণে দিবেন। আসমা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একথা শুনার পর আমার কাছ থেকে কোন জিনিস চলে গেলে বা আমার কাছে কোন কিছু আসলে, আমি তা গুণে রাখতাম না। এরপর যখনই আল্লাহ প্রদত্ত কোন রিযিক শেষ হয়ে যেতো তখনই আল্লাহ্ আমাকে এর বিপরীতে রিযিক দান করতেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا أحصي شيئا وأكيله قال يا أسماء لا تحصي فيحصى الله عليك (4) قالت فما أحصيت شيئا بعد قول رسول الله صلى الله عليه وسلم خرج من عندي ولا دخل علي وما نفذ عندي من رزق الله إلا أخلفه الله عز وجل
তাহকীক:
হাদীস নং: ১০৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন তার উপরের কোন সমৃদ্ধশালী ব্যক্তি অথবা তার চেহারা অথবা মালের প্রতি না তাকায়। বরং সে যেন তার নিচের ব্যাক্তির দিকে তাকায়।
অন্য বর্ণনায়, আবু হুরায়রা (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পার্থিব ব্যাপারে তোমাদের চাইতে কম সমৃদ্ধশালী লোকদের প্রতি দৃষ্টি দেবে এবং তোমাদের চাইতে অধিক সমৃদ্ধশালী লোকদের প্রতি তাকাবে না। তা হলে তোমাদেরকে দেয়া আল্লাহর নিয়ামত তোমাদের নিকট তুচ্ছ মনে হবে না।
আবু মু'আবিয়ার বর্ণনায় ৬ শব্দটি অতিরিক্ত আছে।
অন্য বর্ণনায়, আবু হুরায়রা (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পার্থিব ব্যাপারে তোমাদের চাইতে কম সমৃদ্ধশালী লোকদের প্রতি দৃষ্টি দেবে এবং তোমাদের চাইতে অধিক সমৃদ্ধশালী লোকদের প্রতি তাকাবে না। তা হলে তোমাদেরকে দেয়া আল্লাহর নিয়ামত তোমাদের নিকট তুচ্ছ মনে হবে না।
আবু মু'আবিয়ার বর্ণনায় ৬ শব্দটি অতিরিক্ত আছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن أبي هريرة يبلغ به النبي صلى الله عليه وسلم لا ينظر أحدكم إلى من فوقه في الخلق أو الخلق أو المال ولكن ينظر إلى من هو دونه (2) (وعنه من طريق ثان) (3) قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فإنه أجدر (4) أن لا تزدروا نعمة الله قال أبو معاوية عليكم
তাহকীক:
হাদীস নং: ১০৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৫, না'ফে (রা) বলেন, আমি সিরীয়া অথব্য মিশরে ব্যবসা করতাম। এরপর একবার ইরাকে মাল সরবরাহ করলাম তখন আমি উম্মুল মুমেনিন 'আইশা (রা) নিকট প্রবেশ করলাম। আমি তাঁকে বললাম, হে উম্মুল মু'মিনিন! আমি ইরাকে ব্যবসায় পণ্য সরবরাহ করেছিলাম। তিনি বললেন, তুমি সিরিয়া অথবা মিশরে যে ব্যবসা করেছিলে তাতে তোমার জন্য বরকত ছিল। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। যদি তোমাদের কেউ কোন জিনিসে রিযিক প্রাপ্ত হয়, তবে সে যেন সে পন্থায় ব্যবসার নিয়ম পরিবর্তন না করে, তারপর আমি ইরাকে তার নিকট প্রবেশ করলাম এবং তাকে বললাম, যে উম্মুল মু'মেনিন! আল্লাহর শপথ, আমি মূল পুঁজি ফিরে পাইনি। (অর্থাৎ ইরাকের ব্যবসায় এমনভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, মূল পুজিটাও সে হারিয়ে ফেলে। কারণ সে রাসূলের হাদীস ও উম্মুল মুমেনিনের পরামর্শের বিপরীত কাজ করেছে।) 'আইশা (রা) পুনরায় তার সামনে হাদীসটি উল্লেখ করেন, অথবা হাদীসই পূর্বেই তোমাকে শুনিয়েছি।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن نافع قال كنت اتجر إلى الشام أو إلى مصر قال فتجهزت إلى العراق فدخلت على عائشة أم المؤمنين رضي الله عنها فقلت يا أم المؤمنين اني قد تجهزت إلى العراق فقالت مالك ولمتجرك (7) اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا كان لأحدكم رزق في شيء فلا يدعه حتى يتغير له أو يتنكر له (8) فأتيت العراق ثم دخلت عليها فقلت يا أم المؤمنين والله ما رددت الرأس مال (9) فأعادت عليه الحديث أو قالت الحديث كما حدثتك
তাহকীক:
হাদীস নং: ১০৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৬. ফুদালা ইবনে উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি ইসলামের দিকে হিদায়াতপ্রাপ্ত হয়েছে এবং তার জীবন যাত্রা হবে নূন্যতম প্রয়োজন পূরণ ও অল্পে তুষ্টি।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن فضالة بن عبيد أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول طوبى (11) لمن هدى إلى الاسلام وكان عيشه كفافا وقنع
তাহকীক:
হাদীস নং: ১০৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৭. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনসারীর সংসারে অভাব দেখা দিলে, তিনি তার পরিবারকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যাও এবং তাঁর কাছে দান করার আবেদন কর। তারা আসলে সে সময় রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে দাঁড়িয়ে তাঁর খুতবায় বলছিলেন, যে ব্যক্তি ভিক্ষা করা থেকে বিরত থাকে আল্লাহ্ তাকে ভিক্ষা থেকে বাঁচিয়ে রাখেন এবং যে পরমুখাপেক্ষী না হয়, আল্লাহ তাকে পরমুখাপেক্ষী করেন না। যে আমাদের শরণাপন্ন হয়, আমাদের সাধ্য থাকলে আমরা তাকে দান করি। বর্ণনাকারী বলেন, এরপর সে চলে গেল এবং কিছুই চাইলো না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن أبي سعيد الخدري أن رجلا من الانصار كانت له حاجة فقال له أهله ائت النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم فاسأله فأتاه وهو يخطب وهو يقول من استعف اعفه الله ومن استغنى اغناه الله ومن لجأ لنا فوجدنا له أعطيناه قال فذهب ولم يسأل
তাহকীক: