মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০৭ টি
হাদীস নং: ৪১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪১. 'আলী ইবনে আবু তালিব (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن علي بن أبي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله
তাহকীক:
হাদীস নং: ৪২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪২. জারীর ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়, সে প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত হয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن جرير بن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير
তাহকীক:
হাদীস নং: ৪৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪৩. মিকদাম ইবনে শুরাইহ আল-হারেছী (র) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি 'আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম, রাসুলুল্লাহ (ﷺ) কি মরুবাসী জীবন অবলম্বন করেছেন? 'আয়েশা (রা) বলেন, হ্যাঁ। তিনি মরুভূমির পাহাড়ী এলাকা অতিক্রম করেছেন। (অর্থাৎ তিনি মরুভূমির উঁচু এলাকা থেকে নীচের দিকে অতিক্রম করেছেন)। পরে একবার তিনি যাযাবর জীবন গ্রহণ করতে ইচ্ছে করেন, তখন সদকার উট থেকে কিছু উট তাঁর নিকট পাঠানো হলো। তিনি সেখান থেকে আমাকে একটি উট দান করেন, যা ছিল আরোহণের অনুপযোগী। এরপর তিনি আমাকে বলেন, হে 'আয়েশা। তোমার উচিৎ আল্লাহকে ভয় করা এবং নম্র ব্যবহার করা। নিশ্চয়ই নম্রতা যে কোন বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে। আর যে কোন বিষয় থেকে নম্রতা বিদূরিত হলে, তা তাকে কলুষিত করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن المقدام بن شريح الحارثي عن أبيه قال قلت لعائشة رضي الله عنها هل كان النبي صلى الله عليه وسلم يبدو؟ (8) قالت نعم كان يبدو إلى هذه التلاع (9) فأراد البداوة مرة فأرسل الى نعم من ابل الصدقة فأعطاني منها ناقة محرمة (10) ثم قال لي يا عائشة عليك بتقوى الله عز وجل والرفق فإن الرفق لم يك شيء قط إلا زانه ولم ينزع من شيء إلا شأنه
তাহকীক:
হাদীস নং: ৪৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪৪. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ যদি কোন পরিবারের কল্যাণ চান, তাহলে সে পরিবারে নম্রতা প্রবেশ করান।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله عز وجل بأهل بيت خيرا أدخل عليهم الرفق
তাহকীক:
হাদীস নং: ৪৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: নম্র ব্যবহার ও এর ফযিলত সম্পর্কে
৪৫. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ্। যে আমার উম্মতের প্রতি কোমল ও নরম আচরণ করে, তুমিও তার প্রতি কোমল আচরণ কর। আর যে তাদের প্রতি কঠোর নীতি অবলম্বন করে, তুমিও তার প্রতি কঠোর নীতি গ্রহণ কর।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق وما جاء في فضله
وعنها أيضا قالت قال رسول الله صلى الله عليه وسلم اللهم من رفق بأمتي فارفق به ومن شق عليهم فشق عليه
তাহকীক:
হাদীস নং: ৪৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৬. সাহল ইবনে মু'আয (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, একদা তিনি একটি কাওমের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তখন তারা তাদের গৃহপালিত পশু ও তাদের বাহনের উপর বসা ছিল। তিনি তাদের বললেন, তোমরা তোমাদের পশুগুলোতে তারা সুস্থ থাকা অবস্থায় আরোহণ করবে (অর্থাৎ পরিশ্রান্ত ও ক্লান্ত অবস্থায় তাদের পিঠে আরোহণ করবে না) এবং আরোহণের প্রয়োজন না থাকলে তাদেরকে মুক্তভাবে ছেড়ে দাও। আর বাজারে ও রাস্তায় তাদের পিঠের উপর বসে পরস্পর গাল-গল্প করবে না। কারণ, কোন কোন জীবজন্তু আল্লাহর নিকট তার আরোহীর চেয়ে উত্তম হয়ে থাকে এবাং সে অধিকাংশ সময় আল্লাহর যিকির করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن سهل بن معاذ عن ابيه عن رسول الله صلى الله عليه وسلم أنه مر على قوم وهم وقوف على دواب ورواحل فقال لهم اركبوها سالمة (3) ودعوها سالمة (4) ولا تتخذوها كراسي لأحاديثكم في الطرق والأسواق (5) فرب مركوبة خير من راكبها وأكثر ذكر الله تبارك وتعالى منه
তাহকীক:
হাদীস নং: ৪৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৭. সাওয়াদা ইবনে রবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম এবং তাঁর কাছে কিছু চাইলাম। তখন তিনি আমাকে পাঁচ ও নয় বছরের মাঝামাঝি বয়সের একটি উট দান করার নির্দেশ দিলেন। এরপর বললেন, তুমি যখন বাড়ী ফিরে যাবে, তখন তাদের কাছে গিয়ে বসন্তকালে জন্মগ্রহণকারী উটগুলোর দুধের যত্ন নেবে; (অর্থাৎ তাদের মায়ের স্তনে রক্ষিত দুধের অনুসন্ধান করবে না) তারপর তাদের ক্ষুরগুলো কাটার ব্যবস্থা করবে। আর তোমরা তোমাদের জন্তুগুলোর দুধ এমনভাবে দোহন করবে না, যাতে দুধের পরে রক্ত বের হয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن سوادة بن الربيع قال أتيت النبي صلى الله عليه وسلم فسألته فأمر لي بذود (7) ثم قال إذا رجعت إلى بيتك فمرهم فليحسنوا غذاء رباعهم (8) ومرهم فليقلموا أظفارهم ولا يعبطوا (9) بها ضروع مواشيهم إذا حلبوا
তাহকীক:
হাদীস নং: ৪৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৮. দিরার ইবনে আযওয়ার (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য দুধ ওয়ালা একটি উটনি হাদীয়া হিসাবে পাঠিয়ে ছিলাম, (অন্য বর্ণনায়, আমার পরিবার রাসূলের জন্য দুধ ওয়ালা একটি উট পাঠিয়ে ছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সেটি দোহন করার আদেশ দেন। তিনি বলেন, আমি যখন দোহন করলাম, এরপর যখন আমি চাপ প্রয়োগ করে উহাকে দোহন করার চেষ্টা করলাম। তখন তিনি বললেন, অমন করে দোহন করো না, বরং স্তনের উপরিভাগে যে দুধ রয়েছে, তা রেখে দাও।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, নবী করিম (ﷺ) তার পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, তখন তিনি দুধ দোহন করেছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্তনের উপরিভাগে যে দুধ রয়েছে, তা রেখে দাও।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, নবী করিম (ﷺ) তার পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, তখন তিনি দুধ দোহন করেছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্তনের উপরিভাগে যে দুধ রয়েছে, তা রেখে দাও।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن ضرار بن الأزور قال اهدينا لرسول الله لقحة (11) (وفي رواية بعثني أهلي بلقوح إلى النبي صلى الله عليه وسلم فأمرني أن أحلها) قال فحلبها قال فلما أخذت لأجهدها قال لا تفعل دع داعى اللبن (1) (وعنه من طريق ثان) (2) أن النبي صلى الله عليه وسلم مر به وهو يحلب فقال دع داعى اللبن
তাহকীক:
হাদীস নং: ৪৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৯. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা) মরুভূমিতে অবস্থানরত সদকার উটের দিকে বের হলেন, তখন তিনি আমাকে ছাড়া অন্য সব স্ত্রীকে একটি করে উট দান করলেন। আমি বললাম, যে আল্লাহর রাসুল (ﷺ)। আপনি আমাকে ছাড়া অন্যদেরকে একটি করে উট দান করলেন? তখন তিনি আমাকেও শক্তিশালী একটি উট দিলেন, যার উপর আরোহণ করা ছিল কঠিন। অন্য বর্ণনায়। আমি তাকে প্রহার করতে থাকলাম, তখন রাসূল (ﷺ) বললেন, হে 'আয়েশা। তুমি তার সাথে নরম ব্যবহার কর। যাতে কোমলতা থাকে, সেটাই সৌন্দর্যমণ্ডিত হয়। আর যে জিনিসে কোমলতা থাকে না, সেটা কলুষিত হয়।।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن عائشة رضي الله عنها قالت خرج رسول الله صلى الله عليه وسلم إلى البادية إلى ابل الصدقة فأعطى نساءه بعيرا غيرى فقلت يا رسول الله اعطيتهن بعيرا بعيرا غيرى فأعطاني بعيرا آدد (4) صعبا لم يركب عليه (وفي رواية أخرى فجعلت اضر به) فقال يا عائشة ارفقي به فإن الرفق لا يخالط شيئا إلا زانه ولا يفارق شيئا إلا شانه
তাহকীক:
হাদীস নং: ৫০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫০. উবায়দুল্লাহ ইবনে যিয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি বুশর সোলায়মান দুই ছেলে এর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি তাদের নিকট প্রবেশ করলাম এবং তাদেরকে বললাম, আল্লাহ তোমাদেরকে দয়া করুন। আমাদের মধ্যে এক ব্যক্তি তার পশুর উপর আরোহণ করে তাকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে এবং তাকে থামাবার জন্য লাগাম দ্বারা মাথা টেনে ধরে। আমি বললাম, তোমরা কি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন কথা শুনেছ? তারা বললো, এ ব্যাপারে আমরা রাসুলুল্লাহ (ﷺ)- এর পক্ষ থেকে কোন কিছু শুনিনি। সে সময় জনৈক মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললো, হে প্রশ্নকারী। আল্লাহ্ তা'আলা বলেছেন,
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ.
"ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী উড়ে না, যা তোমাদের মত একটি উম্মত নয়; কিতাবে কোন কিছুই আমি বাদ দেইনি।" (সূরা আন'আম, ৩৮) সে বললো, সেতো আমাদের বোন, সে বয়সে আমার চেয়ে বড়। সে নবী করিম (ﷺ)-কে পেয়েছিল।
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ.
"ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী উড়ে না, যা তোমাদের মত একটি উম্মত নয়; কিতাবে কোন কিছুই আমি বাদ দেইনি।" (সূরা আন'আম, ৩৮) সে বললো, সেতো আমাদের বোন, সে বয়সে আমার চেয়ে বড়। সে নবী করিম (ﷺ)-কে পেয়েছিল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن عبد الله بن زياد عن ابني بسر السلميين قال دخلت عليهما فقلت يرحكما الله الرجل منا يركب دابته فيضربها بالسوط ويكفحها باللجام هل سمعتما من رسول الله صلى الله عليه وسلم في ذلك؟ قال ما سمعنا في ذلك شيئا فإذا امرأة قد نادت من جوف البيت أيها السائل إن الله عز وجل يقول (وما من دابة في الأرض ولا طائر يطير بجناحه الا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء) فقال هذه اختنا وهي اكبر منا وقد ادركت رسول الله صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ৫১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫১. জাবির ইবনে 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) একটি গাধার চেহারায় দাগ বা চিহ্ন দেওয়া অবস্থায় দেখে বললেন, যে ব্যক্তি এ কাজ করেছে, আল্লাহ্ তাকে অভিসম্পাত করুন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن جابر بن عبد الله قال رأى رسول الله صلى الله عليه وسلم حمارا قد وسم (7) في وجهه فقال لعن الله من فعل هذا
তাহকীক:
হাদীস নং: ৫২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫২. সুরাকা ইবনে মালিক ইবনে জু'সুম (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর যন্ত্রণার সময় তার কাছে প্রবেশ করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করতে আরম্ভ করলাম, শেষ পর্যন্ত আমার মনে আসছিল না, কি প্রশ্ন করব? তিনি বললেন, স্মরণ কর। তখন আমি তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল(ﷺ)। পথ ভুলে আসা উট, অন্য বর্ণনায়: আমি আমার উটের জন্য পানির যে চৌবাচ্ছা তৈরী করে ভর্তি করে রেখেছি, পথ ভুলে আধা উটও তার পানি পান করে, অর্থাৎ আমি সেটিকে পানি পান করতে দিলাম, তাতে কি আমার ছাওয়াব হবে? তিনি বললেন, হাঁ। প্রতিটি কলিজাধারী অর্থাৎ সকল প্রাণধারীর বেলায় আল্লাহর নিকট থেকে ছাওয়াব রয়েছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن سراقة بن مالك بن جعشم أنه دخل على رسول الله صلى الله عليه وسلم في وجعه الذي توفي فيه قال فطفقت اسأل رسول الله صلى الله عليه وسلم حتى ما أذكر ما اسأله عنه فقال اذكره قال وكان مما سألته عنه أن قلت يا رسول الله الضالة (وفي رواية الضالة من الإبل) تغشى حياضى (9) وقد ملأتها ماء لإبلي فهل لي من أجر أن اسقيها؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم في سقي كل كبد حرًا أجر الله عز وجل
তাহকীক:
হাদীস নং: ৫৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৩. 'আবদুর রহমান ইবনে 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ (ﷺ) একটি স্থানে অবতরণ করলেন তখন একজন লোক বৃক্ষ আচ্ছাদিত একটি বাগান অতিক্রম করছিল। সে সময় সে একটি ছোট পাখির বাচ্চা নিয়ে আসলো। তখন পাখিটি রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের মধ্যে কে তাকে বিপদগ্রস্ত করেছে? তখন কাওমের এক ব্যক্তি বললো, আমি তার বাচ্চা নিয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা ফেরৎ দিয়ে এসো। অন্য বর্ণনায় এসেছে। তিনি তার প্রতি দয়া পরবশ হয়ে তা ফেরৎ দিলেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن عبد الرحمن بن عبد الله قال نزل رسول الله صلى الله عليه وسلم منزلا فانطلق انسان إلى غيضة (2) فأخرج بيض حمرة فجاءت الحمرة (3) ترف على رأس رسول الله صلى الله عليه وسلم ورءوس أصحابه فقال أيكم فجع هذه؟ فقال رجل من القوم أنا اصبت لها بيضا قال رسول الله صلى الله عليه وسلم أردده (وعنه في أخرى) رده رحمة لها
তাহকীক:
হাদীস নং: ৫৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদা জনৈক ব্যক্তি পথ চলছিল। পথে চলার সময় তার ভীষণ পিপাসা লাগলো। সে একটি কূপ পেয়ে তাতে নামলো এবং পানি পান করে বেরিয়ে আসলো। হঠাৎ দেখলো, একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে কাঁদা চাটছে। লোকটি ভাবলো, পিপাসার কারণে এ কুকুরটিরও ঠিক আমার মতই কষ্ট পাচ্ছে। একথা ভেবে লোকটি কূপে নামলো, তার মোজায় পানি ভরলো, এরপর তা মুখ দিয়ে কামড়িয়ে ধরলো এবং কূপ থেকে ওপরে উঠে কুকুরটিকে পান করালো। আল্লাহ তার এ কাজের সম্মান করলেন এবং তাকে মাফ করে দিলেন। লোকজন জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। জীব জন্তুর প্রতি উপকারের বিনিময়ে কি আমাদের জন্য প্রতিদান আছে? তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক তাজা চিত্তের অধিকারীর জন্যই রয়েছে পুরষ্কার।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي وهو بطريق اشتد عليه العطش فوجد بئرا فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى من العطش فقال لقد بلغ هذا الكلب من العطش مثل الذي بلغني فنزل البئر فملأ خفيه ماء ثم أمسكه بفيه حتى رقى به فسقى الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله وان لنا في البهائم لأجرا؟ فقال رسول الله صلى الله عليه وسلم في كل ذات كبد رطبة أجر
তাহকীক:
হাদীস নং: ৫৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, জনৈক জ্বিনাকারিনী মহিলা গরমের দিনে একটি কুকুরকে দেখতে পায় সে কুপের কাছে ঘুরে বেড়াচ্ছে এবং পিপাসায় তার জিহবা বের করে রাখছে। তখন সে নারী তার মোজা খুলে কুকুরের পানি পানের ব্যবস্থা করে, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم أن امرأة بغيا (6) رأت كلبا في يوم حار يطيف (7) ببئر قد أدلع لسانه (8) من العطش فنزعت موقها (9) فغفر لها
তাহকীক:
হাদীস নং: ৫৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৬. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন স্ত্রীলোক একটি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য জাহান্নামে প্রবেশ করে। সে বিড়ালটিকে শক্ত করে বেঁধে রাখে এ অবস্থায় যে, সে তাকে খাবার দেয়নি, পানীয় দেয়নি এবং বন্ধনমুক্ত করে ছেড়েও দেয়নি যাতে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة (11) النار في هرة ربطتها فلم تطعمها ولم تسقها ولم ترسلها فتأكل من خشاش (1) الأرض
তাহকীক:
হাদীস নং: ৫৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৭. 'আলকামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'আয়েশা (রা)-এর কাছে ছিলাম। সে সময় আবূ হুরায়রা (রা) সেখানে প্রবেশ করেন। তখন 'আয়েশা (রা) তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা। তুমি কি এ হাদীস বর্ণনা করেছো যে, একজন মহিলাকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার দরুণ শাস্তি দেওয়া হয়েছে? সে এটিকে শক্ত করে বেঁধে রাখে, সে অবস্থায় এটিকে খাবার দেয়নি পানীয়ও দেয়নি? আবু হুরায়রা (বা) বলেন, আমি তাঁর নিকট থেকে শুনেছি, অর্থাৎ নবী করিম (ﷺ) এর নিকট থেকে, ইমাম আহমদ বলেন, এভাবে আমার পিতা বলেছেন, 'আয়শা (রা) বললেন, তুমি কি এ মহিলা সম্পর্কে জান? এ মহিলা যে কাজ করেছে, সেটি কাফিরের কাজ। আর একজন মুমিন আল্লাহর নিকট মর্যাদাবান ঐ ব্যক্তি থেকে, যে বিড়ালকে শাস্তি দেয়। তুমি যখন রাসূলের হাদীস বর্ণনা করবে, তখন লক্ষ্য রাখবে হাদীসটি কিভাবে বর্ণনা কর।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
حدثنا عبد الله حدثني ابي ثنا سليمان بن داود يعني الطيالسي (3) ثنا أبو عامر الخزاعي عن سيار عن الشعبي عن علقمة قال كنا عند عائشة فدخل أبو هريرة فقالت أنت الذي تحدث ان امرأة عذبت في هرة أنها ربطتها فلم تطعمها ولم تسقها؟ فقال سمعته منه يعني النبي صلى الله عليه وسلم قال عبد الله (4) كذا قال أبي فقالت هل تدري ما كانت المرأة؟ ان المرأة مع ما فعلت كانت كافرة وان المؤمن أكرم على الله عز وجل من أن يعذبه في هرة فإذا حدثت عن رسول الله صلى الله عليه وسلم فانظر كيف تحدث
তাহকীক:
হাদীস নং: ৫৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৫৮. মু'য়াবিয়া ইবনে কুররা (রা) তার পিতা থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। আমি বকরী যবেহ করার সময় তার প্রতি দয়া করি। অথবা আমি বকরীর প্রতি দয়া করি, যখন যবেহ করি। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি বকরর প্রতি দয়া করলে আল্লাহও তোমার প্রতি দয়া করবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن معاوية بن قرة عن أبيه ان رجلا قال يا رسول الله اني لأذبح الشاة واني ارحمها أو قال اني لأرحم الشاة أن أذبحها فقال والشاة ان رحمتها رحمك الله
তাহকীক:
হাদীস নং: ৫৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৫৯. জারীর ইবনে 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, তার প্রতিও আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না। আর যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না। তার প্রতিও ক্ষমা করা হয় না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن جرير قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم ومن لا يغفر لا يغفر له
তাহকীক:
হাদীস নং: ৬০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬০. 'আমর ইবনে শু'আয়ব (রা) থেকে, পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি (দাদা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের মর্যাদা ও সম্মানের প্রতি লক্ষ্য রাখে না, সে আমাদের দলভুক্ত নয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا (9) من لم يرحم صغيرنا (10) ويعرف حق كبيرنا
তাহকীক: