মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১৫ টি

হাদীস নং: ৬১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বাজার ও অন্যান্য স্থানের নিন্দা সম্পর্কে
৬১. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সামুদ জাতির এলাকা "হিজর" অতিক্রম করেন, তখন বলেন, তোমরা ক্রন্দনরত অবস্থা ব্যতিত জালিমদর ঘরসমূহে প্রবেশ করবে না, এই ভয়ে যে তারা যেভাবে আযাবে পতিত, হয়েছে তোমরাও সেভাবে আযাবে পতিত হবে। এ কথা বলে তিনি তার বাহনের উপর বসে চাদর মুড়ি দিলেন, যাতে সে স্থানটির দিকে তার দৃষ্টি না পড়ে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الأسواق وأماكن أخرى
عن ابن عمر (11) ان النبي صلى الله عليه وسلم لما مر بالحجر (12) قال لا تدخلوا مساكن الذين ظلموا الا ان تكونوا باكين (13) أن يصيبكم ما أصابهم وتقنع بردائه وهو على الرحل
হাদীস নং: ৬২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বাজার ও অন্যান্য স্থানের নিন্দা সম্পর্কে
৬২. বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মরুভূমিতে বসবাস করে, সে নির্দয় হয়।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الأسواق وأماكن أخرى
عن البراء بن عازب (2) قال قال رسول الله صلى الله عليه وسلم من بدا (3) جفا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৩
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৩. সামুরা ইব্‌ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা একে অপরের জন্য আল্লাহর অভিসম্পাত, তাঁর গজব ও জাহান্নামের জন্য বদদু'আ করবে না।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن سمرة بن جندب (4) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلاعنوا (5) بلعنة الله (6) ولا بغضبه (7) ولا بالنار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৪. জরমুয হুজায়মী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল সা), আমাকে অসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাকে অসিয়ত করছি যে, তুমি অভিসম্পাতকারী হবে না।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن جرموز الهجيمي (9) قال قلت يا رسول الله أوصني قال أوصيك أن لا تكون لعانا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৫. যায়েদ ইব্‌ন আসলাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবদুল মালিক ইবন মারওয়ান উম্মে দারদা (রা) কে ডেকে পাঠান। তিনি তার স্ত্রীদের সাথে রাত যাপন করবেন। আর মারওয়ান নবী করিম (ﷺ) সম্পর্কে তাঁকে প্রশ্ন করবেন। বর্ণনাকারী বলেন একদিন তিনি রাতে উঠলেন এবং তার খাদেমকে ডাকলেন। কিন্তু সে আসতে দেরী করলে তাকে তিনি অভিসম্পাত দেন। তখন উম্মে দারদা (রা) বলেন, আবু দারদা (রা) আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, অভিসম্পাতকারীরা কিয়ামতের দিন সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষীও হতে পারবে না।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن أبي زيد بن أسلم (10) قال كان عبد الملك بن مروان يرسل إلى أم الدرداء فتبيت عند نسائه ويسألها عن النبي صلى الله عليه وسلم قال فقام ليلة فدعا خادمه فأبطأت عليه فلعنها فقالت لا تلعن فإن أبا الدرداء حدثني انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ان اللعانين لا يكونون يوم القيامة شهداء ولا شفعاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৬. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন ব্যক্তি কখনও ঠাট্টা বিদ্রূপকারী, অভিশাপ দানকারী, অশ্লীলভাষী এবং অসদাচারী হতে পারে না।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن عبد الله (12) قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن ليس باللعان (13) ولا الطعان ولا الفاحش ولا البذيء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৭. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সত্যবাদী মুমিনের জন্য এটা শোভা পায় না যে, সে অত্যাধিক অভিসম্পাতকারী হবে।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم قال لا ينبغي للصديق (2) أن يكون لعانا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৮. 'উমর ইবন যার (রা) থেকে বর্ণিত। আইযার ইব্‌ন হাদরামী তাদের এক ব্যক্তি -যার উপাধি আবু উমায়র- তার থেকে বর্ণনা করেন এবং তিনি 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর বন্ধু ছিলেন। একবার 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) তার সাথে দেখা করার জন্য তার বাড়ী যান, কিন্তু তাকে পাননি। বর্ণনাকারী বলেন, তিনি তার পরিবারের নিকট অনুমতি চান এবং সালাম দিয়ে পানি চাইলেন, তার স্ত্রী দাসীকে তার প্রতিবেশীর বাসা থেকে পানি আনতে পাঠায়, কিন্তু সে আসতে দেরী করলে তার স্ত্রী দাসীকে অভিসম্পাত করে। তখন 'আবদুল্লাহ ইব্‌ন মাস'উদ (রা) ঘর থেকে বের হয়ে চলে যান। পরবর্তীতে আবু উমায়র আসেন। তিনি বলেন, হে আবু 'আবদুর রহমান! তোমার মত আত্মমর্যাদা বোধ সম্পন্ন আর কেউ নেই। তুমি কি তোমার ভাইয়ের পরিবারকে সালাম দিয়ে বসতে পারতে না এবং একটু পানিও পান করতে পারতে না? তিনি বললেন, আমি তা করেছি। তখন তোমার স্ত্রী খাদেমকে পানির জন্য পাঠিয়েছিল, সে আসতে দেরী করে, হয়তো বা তাদের ঘরে পানি ছিল না অথবা তাদের কাছে প্রয়োজনীয় পানি ছিল না, যে কারণে তারা দেয়নি, এ কারণে খাদেম আসতে দেরী করলে তোমার স্ত্রী তাকে অভিসম্পাত করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যার প্রতি অভিম্পাত দেওয়া হয়, সে যদি তার উপযুক্ত হয়, তাহলে তার উপর তা পতিত হয়। আর যদি সে তার উপযুক্ত না হয়, তাহলে সে বলে, হে রব! অমুকের উপর অভিসম্পাত করা হয়েছিল, কিন্তু আমি তাকে অভিসম্পাতের উপযুক্ত পাইনি। তখন তাকে বলা হয়, তুমি যেখান থেকে এসেছ, সেখানে ফিরে যাও। তাই আমি ভয় করছি যে, খাদেম ক্ষমা পেয়ে যাবে, আর অভিসম্পাত তোমার স্ত্রীর উপর ফিরে আসবে আর আমি তার কারণ হবো।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
حدثنا وكيع (3) حدثنا عمر بن ذر عن العيزار بن جرول الحضرمي عن رجل منهم يكنى أبا عمير انه كان صديقا لعبد الله بن مسعود وان عبد الله بن مسعود زاره في أهله فلم يجده قال أستأذن على أهله وسلم فاستسقى (4) قال فبعثت الجارية (5) تجيئه بشراب من الجيران فأبطأت فلعنتها (6) فخرج عبد الله فجاء أبو عمير فقال يا أبا عبد الرحمن ليس مثلك يغار عليه هلا سلمت على أهل أخيك وجلست وأصبت من الشراب؟ قال قد فعلت فأرسلت الخادم فابطأت إما لم يكن عندهم وإما رغبوا فيما عندهم (7) فابطأت الخادم فلعنتها وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اللعنة الى من وجهت اليه (8) فإن اصابت عليه سبيلا أو جدت فيه مسلكا (9) وإلا قلت يا رب وجهت إلى فلان فلم أجد عليه سبيلا ولم أجد فيه مسلكا (10) فيقال لها ارجعي من حيث جئت (11) فخشيت أن تكون الخادم معذورة فترجع اللعنة فأكون سببها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৯. ছাবিত ইব্‌ন দহহাক আনসারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিনকে অভিসম্পাত করা, তাকে হত্যা করার মতই অপরাধ।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن ثابت بن الضحاك (12) الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال لعن المؤمن كقتله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৭০. তাঁর থেকে আরো বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন ঐ জিনিস দিয়ে তাকে শাস্তি দেয়া হবে। আর যে ব্যক্তি কোন মুসলমান অথবা মুমিনের উপর মিথ্যা সাক্ষ্য দিবে, সে হত্যা করার সমতুল্য অপরাধ করবে। আর যে ব্যক্তি মুমিন ব্যক্তিকে অভিশাপ দিবে, সে হত্যা করার মত অপরাধ করবে। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য মিল্লাত বা ধর্মের উপর মিথ্যা শপথ করবে, সে ঐ রকম মিথ্যা শপথকারী হিসাবে গণ্য হবে।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
وعنه أيضا (1) رفع الحديث إلى النبي صلى الله عليه وسلم قال من قتل نفسه بشيء عذب به (2) ومن شهد على مسلم (3) أو قال مؤمن بكفر فهو كقتله ومن لعنه فهو كقتله ومن حلف على ملة غير الاسلام كاذبا فهو كما حلف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭১. আবু হাসসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) একটি কাজের আদেশ দিলে কাজটি সমাপ্ত করার পর বলা হলো, আমরা এই এই কাজ করেছি। তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন। বর্ণনাকারী বলেন, তখন আশতার (র) তাকে বললো, আপনি যে কথা বলেছেন, তা মানুষের মাঝে প্রচারিত হয়েছে। তবে কি আল্লাহর রাসূল আপনার কাছে বিশেষ কিছু রেখে গেছেন? 'আলী (রা) বলেন, মানুষকে বাদ দিয়ে আল্লাহর রাসূল আপনার কাছে বিশেষ কিছু রেখে যাননি। তবে আমি তাঁর কাছ থেকে যা শুনেছি, তা আমার তরবারীর খাপের মধ্যে একটি সহীফায় (পুস্তিকা) আছে। তিনি বলেন, লোকেরা তাকে পীড়াপীড়ি করলে তিনি সহীফাটি বের করেন, দেখা গেল তাতে লেখা আছে যে, যে ব্যক্তি কুরআন-সুন্নাহের বিরোধী নতুন কিছু সৃষ্টি করবে, কিংবা বিদ'আত সৃষ্টিকারীকে আশ্রয় দেবে, তার প্রতি আল্লাহ্, ফেরেশতা ও মানবকুলের অভিশাপ বর্ষিত হবে, তার কোন ফরয বা নফল ইবাদত আল্লাহ্ কবুল করবেন না। তিনি বলেন, তাতে আরো লেখা ছিল- ইবরাহীম (আ) মক্কা-শরীফকে হরম ঘোষণা করেছেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي حسان (4) ان عليا رضي الله عنه كان يأمر بالأمر فيؤتي فيقال قد فعلنا كذا وكذا فيقول صدق الله ورسوله قال فقال له الأشتر ان هذا الذي تقول قد تفشغ (5) في الناس فشيء عهده اليك رسول الله صلى الله عليه وسلم؟ قال علي رضي الله عنه ما عهد الى رسول الله صلى الله عليه وسلم شيئا خاصة دون الناس إلا شيء سمعته منه فهو في صحيفة في قراب (6) سيفى قال فلم يزالوا به حتى أخرج الصحيفة قال فإذا فيها من أحدث حدثا أو آوى محدثا (7) فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل (8) قال واذا فيها ان ابراهيم حرم مكة الحديث
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭২. আবু তুফায়ল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'আলী (রা)-কে বললাম, আপনি আমাদেরকে এমন একটি বিষয়ের সংবাদ দিন যা গোপনে আল্লাহর রাসূল (ﷺ) আপনাকে বলেছেন। তিনি বললেন, মানুষের কাছে লুকিয়ে রেখে কোন জিনিস তিনি আমাকে বলেননি। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যবেহ করে, যে ব্যক্তি কোন বিদ'আতী কাজে লিপ্ত ব্যক্তিকে আশ্রয় দেয়, যে ব্যক্তি পিতা-মাতাকে কষ্ট দেয় এবং যে ব্যক্তি যমীর সীমানা অবৈধভাবে পরিবর্তন করে, এদের সবার উপর আল্লাহর লা'নত।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي الطفيل (10) قال قلنا لعلي أخبرنا بشيء أسره اليك رسول الله صلى الله عليه وسلم فقال ما أسر الي شيئا كتمه الناس ولكن سمعته يقول لعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من لعن والديه ولعن الله من غير تخوم الأرض (11) يعني المنار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তিকে আল্লাহর রাসূল আল্লাহর পথে হত্যা করেন, (উবাই ইব্‌ন খালফ), তার জন্য আল্লাহ্ গযব ভয়াবহ।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم قال اشتد غضب الله على رجل يقتله رسول الله صلى الله عليه وسلم (2) في سبيل الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৪. 'আলী (রা) থেকে বর্ণিত। একদা অলিদ ইবন 'উকবার স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! অলিদ তাকে প্রহার করে। বর্ণনাকারী নাসের ইব্‌ন আলী বলেন, সে বলেছে, অভিযোগ পেশ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি তাকে গিয়ে বল যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আশ্রয় দিয়েছেন। 'আলী (রা) বলেন, অল্প সময় না যেতেই মহিলা পুনরায় ফিরে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সে আমাকে আরো প্রহার করেছে। তখন রাসূল (ﷺ) তাকে এক টুকরো কাপড়ের আচল দিয়ে বলেন, তুমি এটা দেখিয়ে তাকে বলবে: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আশ্রয় দিয়েছেন। অল্প সময় না যেতেই সে পুনরায় ফিরে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সে আমাকে আরো অধিক প্রহার করেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দু'হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ! তুমি অলিদকে শায়েস্তা কর। সে দুবার আমার অবাধ্য হয়েছে।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
قال عبد الله بن الامام احمد (4) حدثني نصر بن علي وعبيد الله بن عمر (يعني القواريري) قال ثنا عبد الله بن داود عن نعيم بن حكيم عن أبي مريم عن علي رضي الله عنه ان امرأة الوليد بن عقبة (5) أتيت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان الوليد يضربها وقال نصر بن علي في حديثه تشكوه قال قولي له قد اجارني قال علي فلم تلبث الا يسيرا حتى رجعت فقالت ما زادني الا ضربا فأخذ هدبة من ثوبه فدفعها اليها وقال قولي له إن رسول الله صلى الله عليه وسلم قد أجارني فلم تلبث الا يسيرا حتى رجعت فقالت ما زادني إلا ضربا فرفع يديه وقال اللهم عليك الوليد أثم بي مرتين وهذا لفظ حديث القواريري (6) ومعناهما واحد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৫. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পিতাকে গালি দেয়, সে অভিশপ্ত, যে ব্যক্তি তার মাতাকে গালি দেয় সে অভিশপ্ত। যে ব্যক্তি আল্লাহ্ ছাড়া অন্য কিছুর নামে যবেহ করে, সে অভিশপ্ত, যে ব্যক্তি যমীনের সীমানা পরিবর্তন করে, সে অভিশপ্ত, যে অন্ধকে পথ দেখায় না, সে অভিশপ্ত, যে ব্যক্তি পশুর সাথে ব্যভিচার করে, সে অভিশপ্ত, যে ব্যক্তি লূত (আ)-এর জাতির ন্যায় কাজ (পুরুষ মৈথুন করে), সেও অভিশপ্ত।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن ابن عباس (7) قال قال النبي صلى الله عليه وسلم ملعون من سب أباه ملعون من سب أمه ملعون من ذبح لغير الله ملعون من غير تخوم الأرض ملعون من كمه أعمى عن طريق ملعون من وقع على بهيمة ملعون من عمل بعمل قوم لوط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৬. আবূ বারযা (রা) বলেন, একদা আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তখন রাসূল (ﷺ) দু'জন লোককে গান গাইতে শোনেন। তাদের একজন আরেকজনের প্রতি উত্তর দিচ্ছিল। একজন বলছিল: আমার বা হস্তের হাড় দেখা দেওয়ার অবস্থা হয়েছে এবং যুদ্ধ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা আমাকে পাগল বানিয়ে কবরে পৌঁছে দেবে। তখন রাসূল (ﷺ) বললেন, দেখ তো তারা কারা? তখন বলা হলো, তারা অমুক এবং অমুক। তখন রাসূলুল্লাহ (ﷺ) বদদু'আ করে বলেন, হে আল্লাহ্! তাদেরকে পশ্চাতে ফিরিয়ে দিন এবং জাহান্নামে প্রবেশ করান। (কারণ তারা ছিল মুনাফিক।)
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي برزة (1) قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فسمع رجلين يتغنيان (2) وأحدهما يجيب الآخر وهو يقول (لا يزال حوارى تلوح عظامه زوى الحرب عنه أن يجن فيقبرا) (3) فقال النبي صلى الله عليه وسلم انظروا من هما؟ قال فقالوا فلان وفلان فقال النبي صلى الله عليه وسلم اللهم أركسهما (4) ركسا ودعهما الى النار (5) دعا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৭. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসা ছিলাম। সে সময় 'আমর ইবনুল 'আস (রা) আমাদের সাথে মিলিত হওয়ার জন্য তার পোশাক পরিধান করার জন্য গেলেন, তখনও আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, এখনই তোমাদের নিকট একজন অভিশপ্ত ব্যক্তি প্রবেশ করবে। এ কথা শুনে আমি ভীত- শংকিত হয়ে পড়লাম এবং ভীতরে ও বাহিরে তাকাচ্ছিলাম। অবশেষে হাকাম ইব্‌ন আবুল আস সেখানে প্রবেশ করলেন। (তিনি 'উছমান (রা)-এর চাচা ছিলেন এবং নবী করিম (ﷺ) তাকে অভিশাপ দিয়েছিলেন)
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن عبد الله بن عمرو (1) قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم وقد ذهب عمرو بن العاص يلبس ثيابه ليلحقني فقال ونحن عنده ليدخلن عليكم رجل لعين فوالله ما زلت وجلا (2) اتشوف داخلا وخارجا حتى دخل فلان يعني الحكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারীদের এবং পুরুষদের মধ্যে বৈরাগ্য ধারণকারী, যারা বলে- বিবাহ করবো না এবং নারীদের মধ্যে বৈরাগ্য ধারণ কারিণী, যারা অনুরূপ কথা বলে, আর যে মরুভূমিতে একাকী সফর করে, তার প্রতি লা'নত করেছেন। সাহাবাদের প্রতি এ লা'নত অত্যন্ত কঠোর হয়ে দেখা দিল। এমনকি তা তাদের চেহারায় প্রকাশ পাচ্ছিল। অন্য বর্ণনায় এসেছে, যে নির্জনে বসবাস করে, তিনি তাকেও লা'নত করেছেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي هريرة (4) قال لعن رسول الله صلى الله عليه وسلم مخنثي الرجال الذين يتشبهون بالنساء والمترجلات من النساء المتشبهين بالرجال والمتبتلين من الرجال الذي يقول لا يتزوج والمتبتلات من النساء اللاتي يقلن ذلك وراكب الفلاة وجده (5) فاشتد على أصحاب رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم حتى استبان ذلك في وجوههم وقال البائت وحده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৯. উম্মে সালামা (রা)-এর আযাদকৃত দাস আবদুল্লাহ ইব্‌ন্ন রাফে' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: অচিরেই এমন একটি সময় আসবে, অথবা অদূর ভবিষ্যতে তোমরা এমন একটি সম্প্রদায়কে পাবে যারা সকাল-যাপন করবে আল্লাহর ক্রোধে আর সন্ধ্যা যাপন করবে আল্লাহর অভিশাপে, যাদের হাতে গরুর লেজের মত চাবুক থাকবে। আর তা দিয়ে তারা লোকদেরকে মারবে।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن عبد الله بن رافع (7) مولى أم سلمة قال سمعت ابا هريرة يقول سمعت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول ان طال بك مدة أوشكت أن ترى قوما يغدون في سخط الله عز وجل ويروحون في لعنته في أيديهم مثل أذناب البقر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৮০. আবু উমামা (রা) উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এ উম্মতের শেষ ভাগে একদল লোক, অথবা এ উম্মতের শেষ যুগে এমন একদল লোক বের হবে, যাদের হাতে গরুর লেজের মত চাবুক থাকবে, (তারা তা দিয়ে মানুষকে মারবে)। ফলে তারা সকাল-যাপন করবে আল্লাহর ক্রোধে আর সন্ধ্যা যাপন করবে আল্লাহর অভিশাপে।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
حدثنا أبو سعيد (1) ثنا عبد الله بن بجير ثنا سيار أن ابا امامه رضي الله عنه ذكر أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال يكون في هذه الأمة في آخر الزمان رجال أو قال يخرج رجال من هذه الأمة في آخر الزمان معهم أسياط كأنها أذناب البقر يغدون في سخط الله ويروحو في غضبه
tahqiq

তাহকীক: