মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০৯ টি
হাদীস নং: ১০১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০১. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন এক রাতে নারীদের উদ্দেশ্য হাদীস বলছিলেন সে সময় তাদের মধ্যে থেকে জনৈকা মহিলা বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! এ হাদীস খুরাফার কাহিনীর মত। তখন রাসূল (ﷺ) বললেন, তুমি কি জান খুরাফার কাহিনী কি? খুরাফা হলো উজরা গোত্রের এক ব্যক্তি যাকে জাহেলী যুগে জ্বিন জাতি ধরে নিয়ে গিয়েছিল। সে জিনদের মাঝে দীর্ঘকাল অবস্থান করেছিল, এরপর জিনেরা তাকে মানুষের নিকট ফিরিয়ে দিয়েছিল তখন সে মানুষের কাছে সে সব বিস্ময়কর কথা বলতো, যেগুলো সে জিনদের মাঝে দেখেছে, সেখান থেকেই কোন আশ্চর্যজনক ঘটনাকে বলা হয় খুরাফার কাহিনী।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن عائشة (13) رضي الله عنها قالت حدث رسول الله صلى الله عليه وسلم نساءه ذات ليلة حديثا فقالت امرأة منهن يا رسول الله كان الحديث حديث خرافة فقال اتدرون ما خرافة؟ ان خرافة كان رجلا من عذرة اسرته الجن في الجاهلية فمكث فيهن طويلا ثم ردوه إلى الإنس فكان يحدث الناس بما رأى فيهم من أعاجيب فقال الناس حديث خرافة
তাহকীক:
হাদীস নং: ১০২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০২. আবু মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ প্রথম নবুয়তের যে সব প্রাজ্ঞ বাক্য গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হলো, যখন তোমার লজ্জা থাকবে না, তখন যা ইচ্ছা তাই করতে পারবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن ابي مسعود (14) قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس (1) من كلام الجاهلية الأولى إذا لم تستح (2) فاصنع ما شئت
তাহকীক:
হাদীস নং: ১০৩
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৩. হুযায়ফা ইবন ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক কল্যাণকর কাজই সাদকা। আর জাহেলী যুগের মানুষ নবুয়তের যে সব প্রাজ্ঞ বাক্য গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হলো, যখন তোমার লজ্জা থাকবে না, তখন যা ইচ্ছা তাই করতে পারবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن حذيفة بن اليمان (3) قال قال رسول الله صلى الله عليه وسلم المعروف كله صدقة وإن آخر ما تعلق به أهل الجاهلية (4) من كلام النبوة اذا لم تستح فافعل ما شئت
তাহকীক:
হাদীস নং: ১০৪
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৪. আবু দারদা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, মন্দকাজ ব্যতিত সব জিনিস হ্রাস পাবে, কিন্তু মন্দকাজ দিন দিন বেড়ে যাবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن أبي الدرداء (5) عن النبي صلى الله عليه وسلم قال كل شيء ينقص إلا الشر فإنه يزاد فيه
তাহকীক:
হাদীস নং: ১০৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৫. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল (ﷺ) এর নিকট কোন সংবাদ পৌঁছতে দেরী হলে আরব কবি তরফার কবিতার একটি পংতি আবৃত্তি করতেন; তাতে বলা হয়েছে, অচিরেই তোমার কাছে এমন সংবাদ আসবে, যার জন্য তুমি প্রয়োজনীয় উপাথ্য সংগ্রহ করনি।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن عائشة (7) قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا استراث الخبز (8) تمثل به (9) ببيت طرفة (ويأتيك بالأخبار من لم تزود)
তাহকীক:
হাদীস নং: ১০৬
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৬. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, মুমিন একই গর্তে দু'বার দংশিত হয় না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن أبي هريرة (11) عن النبي صلى الله عليه وسلم لا يلدغ المؤمن من جحر واحد مرتين
তাহকীক:
হাদীস নং: ১০৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৭. আবু দারদা (রা) থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) বলেন, কোন জিনিসের ভালবাসা যেন তোমাকে অন্ধ ও বধির করে না ফেলে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال حبك الشيء يعمي ويصم
তাহকীক:
হাদীস নং: ১০৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৮. আবূ কিলাবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ 'আবদুল্লাহ (র) আবু মাসউদ (রা)-এর উদ্দেশ্যে বললো, অথবা আবু মাসউদ (রা) আবূ 'আবদুল্লাহর অর্থাৎ হুযায়ফা (রা)কে বললেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) কে زَعَمُوْا এর বিষয়ে কী বলতে শুনেছেন, তিনি বলেন আমি তাকে বলতে শুনেছি, زَعَمُوْا মানুষের কত নিকৃষ্ট মুদ্রাদোষ।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن أبي قلابة (1) قال قال أبو عبد الله لأبي مسعود أو قال أبو مسعود لأبي عبد الله يعني حذيفة رضي الله عنهما ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في زعموا (2) قال سمعته يقول بنس مطية الرجل
তাহকীক:
হাদীস নং: ১০৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৯. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, সংবাদ পাওয়া স্বচক্ষে দর্শনের মত নয়। আল্লাহ্ তা'আলা মুসা (আ) কে তার জাতির গো-পূজা সম্পর্কে সংবাদ দিয়েছেন। তখন কিন্তু তিনি তিনি কাষ্ঠ ফলকগুলো নিক্ষেপ করেননি। যখন তিনি তাদের কাজটি স্বচক্ষে প্রত্যক্ষ করেন তখনই কাষ্ঠ ফলকগুলো নিক্ষেপ করেন। ফলে তা ভেংগে যায়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن ابن عباس (4) قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الخبر كالمعاينة ان الله عز وجل اخبر موسى بما صنع قومه في العجل فلم يلق الألواح فلما عاين ما صنعوا القى الألواح فانكسرت
তাহকীক: