মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১০৯ টি

হাদীস নং: ২১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২১. ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, বিবাহের ওলীমার দাওয়াত কবুল করবে, হাদীয়া ফেরৎ দেবে না এবং মুসলমানদেরকে মারধর করবে না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن عبد الله بن مسعود (9) قال قال رسول الله صلى الله عليه وسلم اجيبوا الداعي (10) ولا تردوا الهدية ولا تضربوا المسلمين
হাদীস নং: ২২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে, সে আল্লাহর সাথে কোন শরীক করেনি, তার মালের যাকাত আদায় করেছে সওয়াবের নিয়তে আন্তরিকভাবে এবং শ্রবণ করেছে ও আনুগত্য করেছে, তার জন্য জান্নাত অথবা সে জান্নাতে প্রবেশ করবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي هريرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم من لقى الله لا يشرك به شيئا وادى زكاة ماله طيبا بها نفسه محتسبا وسمع واطاع فله الجنة أو دخل الجنة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দানে সম্পদ কমে না, আল্লাহ যাকে ক্ষমা গুণে সমৃদ্ধ করেন, তাকে অবশ্যই সম্মান দ্বারা ধন্য করেন। আর যে লোক শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে বিনয়-নম্রতার নীতি অবলম্বন করে, মহান আল্লাহ্ তার মর্যাদা উন্নত করে দেন।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
وعنه أيضا (3) عن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو الا عزا وما تواضع احد لله إلا رفعه الله عز وجل
হাদীস নং: ২৪
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৪. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ)-এর নিকট থেকে বর্ণনা করেন, যে কোন মু'মিন অন্য কোন পিপাসার্ত মুমিনকে পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে সুমধুর সীলমোহরকৃত পানি থেকে পান করাবেন। যে কোন মু'মিন অন্য কোন ক্ষুধার্ত মুমিনের খাওয়ার ব্যবস্থা করবে, অল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন, যে কোন মু'মিন বস্ত্রহীন মু'মিনের পরিধানের ব্যবস্থা করবে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي سعيد الخدري (4) فعه إلى النبي صلى الله عليه وسلم قال أيما مؤمن سقى مؤمنا شربة على ظمأ سقاه الله يوم القيامة من الرحيق المختوم وأيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله من ثمار الجنة وأيما مؤمن كسا مؤمنا ثوبا على عرى كساه الله من خضر (5) الجنة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৫. নাফে' ইবন আবদুল হারিছ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তির জন্য সৌভাগ্য হলো উত্তম প্রতিবেশী আরামদায়ক যানবাহন ও প্রশস্ত বাসস্থান।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن نافع بن عبد الحارث (6) قال قال رسول الله صلى الله عليه وسلم من سعادة المرء الجار الصالح والمركب الهنئ والسكن الواسع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৬. সাহাল ইবন মু'য়ায (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন, সবচেয়ে বড় মর্যাদা হলো, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক গড়, যে ব্যক্তি তোমাকে দান করতে অস্বীকার করে তুমি তাকে দান কর, যে ব্যক্তি তোমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা কর।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن سهل بن معاذ بن أنس عن أبيه (7) عن رسول الله صلى الله عليه وسلم انه قال أفضل الفضائل أن تصل من قطعك وتعطي من منعك وتصفح عمن شتمك
হাদীস নং: ২৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৭. সাহল ইবন মু'য়ায (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রোযা রাখে, রোগীর সেবা করে ও জানাযায় অংশগ্রহণ করে, তার গুনাহের আংশিক ক্ষমা করে দেওয়া হয়, যদি এরপর সে গুনাহের কাজ না করে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
وعنه أيضا (8) عن رسول الله صلى الله عليه وسلم انه قال من كان صائما وعاد مريضا وشهد جنازة غفر له من بأس إلا أن يحدث من بعد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৮. সাহাল ইবন হুনাইফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন মুজাহিদকে সাহায্য করবে, অথবা দরিদ্রকে ঋণ দেবে, অথবা কোন গোলামকে মুক্তি দেবে, কিয়ামতের দিন আল্লাহ তার 'আরশের ছায়ার নীচে তাকে স্থান দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن سهل بن حنيف (1) قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان مجاهدا في سبيل الله أو غارما في عسرته أو مكاتبا في رقبته (2) أظله الله في ظله يوم لا ظل إلا ظله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৯. আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করবে, বন্দীদেরকে মুক্তি দেবে, এবং রোগীর সেবা করবে। আবদুর রহমান 'মারিদের' স্থানে 'মারদা' বলেছেন। (অর্থাৎ রোগীর স্থানে রোগ বলেছেন)
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي موسى (3) قال قال رسول الله اطعموا الجائع وفكوا العانى (4) وعودوا المريض قال قال عبد الرحمن المرضى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩০. 'উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আলিমদের মর্যাদা প্রদান ও তাদের আনুগত্য করে না, সে আমার সুন্নতের অনুসরণ করে না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن عبادة بن الصامت (6) أن رسول الله صلى الله عليه وسلم قال ليس من أمتي (7) من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا (8) قال عبد الله (يعني ابن الامام احمد) وسمعته انا من هرون
হাদীস নং: ৩১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩১. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রাহমানের ইবাদাত কর, সালামের প্রচলন কর, দরিদ্রের খাওয়ার ব্যবস্থা কর। তাহলে বহু জান্নাতে প্রবেশ করতে পারবে। আবদুস সামাদ বলেন, জান্নাতে প্রবেশ করতে পারবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن عبد الله بن عمرو (9) قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن وافشوا السلام واطعموا الطعام تدخلون الجنان قال عبد الصمد (10) تدخلون الجنة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩২. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, কোন ব্যক্তির মর্যাদা তার দীনদারী, আভিজাত্যে, জ্ঞানে বংশে ও উত্তম চরিত্রের মধ্যে বিদ্যমান।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي هريرة (11) عن النبي صلى الله عليه وسلم انه قال كرم الرجل دينه ومروءته عقله وحسبه خلقه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৩
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বলের তুলনায় আল্লাহর কাছে উত্তম ও অতীব প্রিয়। অবশ্য প্রত্যেকের মাঝেই কল্যাণ রয়েছে, যাতে তোমার উপকার হবে তাতে আগ্রহী হও এবং অক্ষম হয়ে বসে থেকো না। যদি কোন বিষয় তোমার আকাঙ্ক্ষার বিপরীত ঘটে, তাহলে বল : আল্লাহর নির্ধারণ, তিনি যা ইচ্ছা করেছেন, তাই করেছেন। তোমরা "لو" অর্থাৎ 'যদি' কথাটি বলা থেকে সাবধান থাক; কেননা এ শব্দটি শয়তানের আমলের দুয়ার খুলে দেয়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي (1) خير وأفضل وأحب إلى الله عز وجل من المؤمن الضعيف (2) وفي كل خير أحرص على ما ينفعك ولا تعجز (3) فإن غلبك أمر فقل قدر الله وما شاء صنع واياك واللو فإن اللو يفتح عمل الشيطان
হাদীস নং: ৩৪
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩৪. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, কোন বান্দার অন্তর যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান সঠিক হবে না। এবং যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত তার অন্তর সঠিক হবে না। আর যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أنس بن مالك (4) قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم ايمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه ولا يدخل رجل الجنة لا يأمن جاره بوائقه
হাদীস নং: ৩৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩৫. 'উকবা ইবন 'আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করি এবং প্রথমে আমি সূচনা করি; তারপর তাঁর হাত ধরে জিজ্ঞেস করি: হে আল্লাহর রাসূল (ﷺ)! মুমিনের মুক্তি কিসে? রাসূল (ﷺ) বললেন, হে 'উকবা ! তোমার জবান সংযত রাখবে, তোমার বাসস্থানে অবস্থান করবে, এবং তোমার গুনাহের জন্য ক্রন্দন করবে। 'উকবা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে মিলিত হলেন এবং আমার হাত ধরে বললেন, হে 'উকবা ইব্‌ন আমর! তাওরাত, ইঞ্জিল, যাবুর ও ফুরকানের উত্তম তিনটি সুরা অবতীর্ণ করা হয়েছে আমি কি তোমাকে তা শিক্ষা দিব? 'উকবা বলেন, তখন আমি বললাম, হ্যাঁ, আপনার জন্য আল্লাহ আমাকে কুরবান করুন। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ালেন, এরপর বললেন, হে 'উকবা ! সুরাগুলো ভুলে যাবে না। এগুলো না পড়ে রাত যাপন করবে না। 'উকবা (রা) বলেন, এরপর থেকে আমি সুরাগুলো ভুলিনি এবং সুরাগুলো পড়া ব্যতিত একটি রাতও যাপন করিনি, 'উকবা (রা) বলেন, এরপর আমি রাসূলের (ﷺ) সাথে সাক্ষাৎ করি, প্রথমে সূচনা করি এবং তাঁর হাত ধরি। তারপর বলি: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে উত্তম আমলসমূহের সংবাদ দিন। তখন রাসূল (ﷺ) বললেন, হে 'উকবা ! যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক গড়বে; যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করবে, আর যে তোমার উপর জুলুম করে, তুমি তাকে ক্ষমা করবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن عقبة بن عامر (6) قال لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فأخذت بيده فقلت يا رسول الله ما نجاة المؤمن؟ قال يا عقبة املك لسانك (7) وليسعك بيتك (8) وابك على خطيئتك (9) قال ثم لقيني رسول الله صلى الله عليه وسلم فابتدأني فأخذ بيدي فقال يا عقبة بن عامر الا أعلمك خير ثلاث سور أنزلت في التوراة والانجيل والزبور والفرقان العظيم؟ قال قلت بلى جعلني الله فداك قال فأقرأني قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم قال يا عقبة لا تنساهن ولا تبيتن ليلة حتى تقرأهن قال فما نسيتهن من منذ قال لا تنساهن وما بت ليلة قط حتى أقراهن (10) قال عقبة ثم لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فأخذت بيده فقلت يا رسول الله اخبرني بفواضل الأعمال فقال يا عقبة صل من قطعك واعط من حرمك واعف عمن ظلمك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩৬. মু'য়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বললেন, হে আল্লাহ্ রাসূল (ﷺ)! আমাকে উপদেশ দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি যেখানেই থাক, আল্লাহকে ভয় কর। অথবা তুমি যে কোন ভাবেই থাক। তিনি বলেন, আরো অধিক বলুন। তখন রাসূল (ﷺ) বললেন, কোন অসৎ কাজ করলে, পরে সৎ কাজ করবে; তাহলে ভাল কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আরো অধিক বলুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মানুষের সাথে ভাল ব্যবহার করবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن معاذ (1) انه قال يا رسول الله اوصني قال اتق الله حيثمان كنت أو أينما كنت قال زدني قال اتبع السيئة الحسنة تمحها قال زدني قال خالق الناس بخلق حسن
হাদীস নং: ৩৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩৭. আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল (ﷺ)-এর নিকট এসে বললো, আমাকে উপদেশ দিন এবং সংক্ষেপে বর্ণনা করুন। তখন রাসূল (ﷺ) বলেন, যখন তুমি নামাযে দাঁড়াবে, তখন বিদায়ী নামায পড়বে, (অর্থাৎ একাগ্রচিত্তে আল্লাহর উদ্দেশ্যে নামায পড়বে।) কাউকে এমন কথা বলবে না, যাতে আগামী দিন তিরস্কৃত হয়ে তার থেকে ক্ষমা চাইতে হয় এবং অন্যের নিকট কিছু প্রত্যাশা করা থেকে সুদৃঢ়ভাবে বিরত থাকবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي أيوب الأنصاري (2) قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال عظني وأوجز فقال إذا قمت في صلاتك فصل صلاة المودع (3) ولا تكلم بكلام تعتذر منه غدا (4) واجمع الإيا مما في أيدي الناس
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৩৮. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তি কিয়ামতের দিন মেশকের টিলায় অবস্থান করবে, যে ব্যক্তি কোন জাতির ইমাম ছিল এবং জাতির লোকেরা তার উপর সন্তুষ্ট ছিল; যে ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযের আযান দিয়েছে, আর যে গোলাম আল্লাহর ও মনিবের হক আদায় করেছে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن ابن عمر (6) قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة على كثبان (5) المسك يوم القيامة رجل أم قوما وهم به راضون ورجل يؤذن في كل يوم وليلة خمس صلوات وعبد أدى حق الله تعالى وحق مواليه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৩৯. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, তিন ব্যক্তির প্রত্যেককে সাহায্য করা আল্লাহর কর্তব্য: আল্লাহর পথে জিহাদকারী, বিবাহ বন্ধনের মাধ্যমে পবিত্র জীবন যাপনকারী এবং নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের ভিত্তিতে মুক্তিলাভের চুক্তিতে আবদ্ধ দাস যে সেই টাকা পরিশোধের ইচ্ছা রাখে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم ثلاث كلهم حق على الله عونهم المجاهد في سبيل الله والناكح المستعفف والمكاتب يريد الأداء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ (ﷺ) আমাকে তিনটি কাজের উপদেশ দেন, আমি কখনও সে আমল ছেড়ে দেব না। (অন্য বর্ণনায় মৃত্যু পর্যন্ত আমি সে আমল ছেড়ে দেব না:) রাতে ঘুমানোর পূর্বে বিতরের নামায পড়া, প্রতি মাসে তিনটি রোযা রাখা এবং জুমার দিন গোসল করা।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
وعنه أيضا (2) قال ثلاث أوصاني بهن خليلي صلى الله عليه وسلم لا أدعهن أبدا (وفي رواية لا أدعهن حتى أموت) الوتر قبل أن انام وصيام ثلاثة أيام من كل شهر والغسل يوم الجمعة
tahqiq

তাহকীক: