মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭১ টি
হাদীস নং: ১৬৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৩। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, এক বস্তু অপর বস্তুর মধ্যে সংক্রমিত হয় না। এরপর অনুরূপ হাদীস বর্ণনা করলেন।
(তিরমিযী। হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। তবে পূর্বের বর্ণনাসমূহ এর সমার্থক।)
(তিরমিযী। হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। তবে পূর্বের বর্ণনাসমূহ এর সমার্থক।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
عن عبد الله بن مسعود (1) قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال لا يعد شئ شيئاً فذكر مثله
তাহকীক:
হাদীস নং: ১৬৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৪। ইবন জুরায়জ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ যুবায়র (র) আমাকে সংবাদ দিয়েছেন যে, তিনি জাবির ইবন আবদিল্লাহ (রা)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সংক্রামক ব্যাধি, সফর মাসের কু-লক্ষণ, পথ ভুলানো ভূত-প্রেত বলে কিছু নেই।
বর্ণনাকারী (ইবন জুরায়জ) বলেন, আমি আবূ যুবায়র (র)-কে বলতে শুনেছি যে, জাবির (রা) লোকদের নিকট لَا صَفَرَ (সফর মাসের কু-লক্ষণ বলতে কিছু নেই)-এর ব্যাখ্যা করেছেন। আবূ জুবায়র (র) বলেছেন, الصَّفَرُ অর্থ পেট। তখন জাবির (রা)-কে বলা হল যে, তবে উপরোক্ত বক্তব্যের অর্থ কি? তিনি বললেন, এর দ্বারা পেটের প্রাণী উদ্দেশ্য। বর্ণনাকারী বলেন, কিন্তু তিনি الغول-এর ব্যাখ্যা করেন নি। তবে আবু যুবায়র (র) নিজের পক্ষ হতে বলেছেন যে, এটা হল স্ত্রী শয়তান, যেমনটি লোকেরা ধারণ করে থাকে।
(মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য)
বর্ণনাকারী (ইবন জুরায়জ) বলেন, আমি আবূ যুবায়র (র)-কে বলতে শুনেছি যে, জাবির (রা) লোকদের নিকট لَا صَفَرَ (সফর মাসের কু-লক্ষণ বলতে কিছু নেই)-এর ব্যাখ্যা করেছেন। আবূ জুবায়র (র) বলেছেন, الصَّفَرُ অর্থ পেট। তখন জাবির (রা)-কে বলা হল যে, তবে উপরোক্ত বক্তব্যের অর্থ কি? তিনি বললেন, এর দ্বারা পেটের প্রাণী উদ্দেশ্য। বর্ণনাকারী বলেন, কিন্তু তিনি الغول-এর ব্যাখ্যা করেন নি। তবে আবু যুবায়র (র) নিজের পক্ষ হতে বলেছেন যে, এটা হল স্ত্রী শয়তান, যেমনটি লোকেরা ধারণ করে থাকে।
(মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
عن ابن جريج (2) أخبرنى أبو الزبير أنه سمع جابر بن عبد الله يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا عدوى ولا صفر ولا غول (3) وسمعت أبا الزبير يذكر أن جابراً فسر لهم قوله لا صفر، فقال أبو الزبير الصفر البطن، قيل لجابر كيف هذا القول فقال دوأب البطن، قال ولم يفسر القول، قال أبو الزبير من قبله هذا الغول الشيطانة التي يقولون
তাহকীক:
হাদীস নং: ১৬৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৫। আবূ যুবায়র (রা) সূত্রে হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, অশুভ লক্ষণ এবং পথ ভুলানো ভূত-প্রেত বলে কিছু নেই।
(মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য।
(মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য।
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
عن أبى الزبير (4) عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة (5) ولا غول
তাহকীক:
হাদীস নং: ১৬৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৬। সিমাক (র) থেকে বর্ণিত। তিনি ইকরিমা (র) থেকে, তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, অশুভ লক্ষণ, সফর মাসের কু-লক্ষণ এবং (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই। এরপর সিমাক (র) বর্ণনা করলেন যে, এত হল একটি প্রাণী, যা মানুষের পেটে হয়। তখন একলোক বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। একশটি উটের মধ্যে একটি চর্মরোগবিশিষ্ট উট থাকলে সবগুলোকে চর্মরোগী বানিয়ে দেয়? নবী (ﷺ) বললেন, তা হলে প্রথম উটে চর্মরোগ কে দিল?
(হাদীসটি ইবন মাজাহ সংক্ষেপে বর্ণনা করেছেন। এর সনদ সহীহ।)
(হাদীসটি ইবন মাজাহ সংক্ষেপে বর্ণনা করেছেন। এর সনদ সহীহ।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
عن سماك عن عكرمة عن ابن عباس (6) أن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا طيرة ولا صفر ولا هام، فذكر سماك أن الصفر دابة تكون في بطن الإنسان (7) فقال رجل يا رسول الله تكون في الإبل الجربة في المائة فتجربها؟ فقال النبى صلى الله عليه وسلم فمن أعدى الأول؟
তাহকীক:
হাদীস নং: ১৬৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৭। তারই সূত্রে বর্ণিত। তিনি ইকরিমা (র) থেকে, তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন, অশুভ লক্ষণ, সংক্রামক ব্যাধি, (নিশাচর) পাখীর কু-লক্ষণ, সফর মাসের কু- লক্ষণ বলে কিছু নেই। বর্ণনাকারী বলেন, তখন একলোক বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমরা চর্মরোগবিশিষ্ট একটি বকরী নিয়ে ছাগলের পালে দেই। এরপর সকল ছাগল চর্মরোগী হয়ে যায়। তিনি বললেন, তা হলে প্রথম ছাগলে চর্মরোগ কে দিল?
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা তবারানী একাধিক সূত্রে বর্ণনা করেছেন। কতক সূত্র নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা তবারানী একাধিক সূত্রে বর্ণনা করেছেন। কতক সূত্র নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
وعنه أيضاً عن عكرمة عن ابن عباس أن النبى صلى الله عليه وسلم قال لا طيرة ولا عدوى ولا هامة ولا صفر، قال فقال رجل يا رسول الله إنا لنأخذ الشاة الجرباء فنطرحها في الغنم فتجرب، قال فمن أعدى الأول؟
তাহকীক:
হাদীস নং: ১৬৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬৮। সায়িব ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, সংক্রামক ব্যাধি, সফর মাসের কু-লক্ষণ এবং (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই।
(মুসলিম)
(মুসলিম)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
عن السائب بن يزيد (2) بن أخت نمر أن النبى صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة
তাহকীক:
হাদীস নং: ১৬৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৬৯। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অসুস্থ পশুপালের মালিক (স্বীয় পশুগুলো) সুস্থ পালের মালিকের কাছে নিয়ে যাবে না।*
*এরূপ করতে এ জন্য নিষেধ করা হয় নি যে, রোগ সংক্রমণ হবে; বরং সে সময় যদি আল্লাহর নির্দেশে সুস্থ উটগুলো অসুস্থ হয়ে পড়ে, তবে মালিকের মনে যেন এই কুমন্ত্রণা সৃষ্টি না হয় যে, রোগ সংক্রমণ হয়।
(মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ ও অন্যান্য)
*এরূপ করতে এ জন্য নিষেধ করা হয় নি যে, রোগ সংক্রমণ হবে; বরং সে সময় যদি আল্লাহর নির্দেশে সুস্থ উটগুলো অসুস্থ হয়ে পড়ে, তবে মালিকের মনে যেন এই কুমন্ত্রণা সৃষ্টি না হয় যে, রোগ সংক্রমণ হয়।
(মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن أبى هريرة (3) قال قال رسول الله صلى الله عليه وسلم لا يورد ممرض (4) على مصح
তাহকীক:
হাদীস নং: ১৭০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুষ্ঠরোগীদের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থেকো না।*
*কেননা, এতে তার প্রতি তুচ্ছতা প্রদর্শন করা হবে, তখন সে কষ্টবোধ করবে। অথবা রোগীর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে সে বিরক্তিভাব করবে। এজন্য এরূপ করতে নিষেধ করা হয়েছে।
(ইবন মাজাহ, তায়ালিসী। বুসীরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
*কেননা, এতে তার প্রতি তুচ্ছতা প্রদর্শন করা হবে, তখন সে কষ্টবোধ করবে। অথবা রোগীর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে সে বিরক্তিভাব করবে। এজন্য এরূপ করতে নিষেধ করা হয়েছে।
(ইবন মাজাহ, তায়ালিসী। বুসীরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن ابن عباس (1) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تديموا إلى المجذومين النظر
তাহকীক:
হাদীস নং: ১৭১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭১। হুসায়ন (র) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, তোমরা কুষ্ঠরোগীদের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থেকো না। যদি তাদের সঙ্গে আহার কর, তবে তোমাদের ও তাদের মধ্যে যেন এক বর্শা পরিমাণ দূরত্ব থাকে।
(হাদীসটির সূত্রে বর্ণনাকারী ফারজ ইবন ফুযালা-কে আহমাদ (র) ও অন্যান্যগণ নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু নাসাঈ (র) এবং আরো অনেকে দুর্বল বলেছেন। এ ছাড়া এর অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটির সূত্রে বর্ণনাকারী ফারজ ইবন ফুযালা-কে আহমাদ (র) ও অন্যান্যগণ নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু নাসাঈ (র) এবং আরো অনেকে দুর্বল বলেছেন। এ ছাড়া এর অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن حسين عن أبيه رضى الله عنه (3) عن النبى صلى الله عليه وسلم قال لا تديموا النظر إلى المجذَّّمين، وإذا واكلتموهم فليكن بينكم وبينهم قيد رمح
তাহকীক:
হাদীস নং: ১৭২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭২। আমর ইবন শারীদ (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, বনূ সাকীফ গোত্রের কুষ্ঠরোগী নবী (ﷺ)-এর নিকট বায়'আত গ্রহণ করার জন্য আসল। তখন আমি তার নিকট এ ব্যাপারে সংবাদ দিলাম। তিনি বললেন, তার নিকট গিয়ে সংবাদ দাও যে, আমি তাকে বায়'আত করে নিয়েছি। সে যেন ফিরে যায়।
(মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ)
(মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن عمرو بن الشريد عن أبيه (5) قال قدم على النبى صلى الله عليه وسلم رجل مجذوم من ثقيف ليبايعه، فأتيت النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم فذكرت ذلك له، فقال إئته فأخبره أنى قد بايعته فليرجع
তাহকীক:
হাদীস নং: ১৭৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হওয়া সম্পর্কিত বর্ণনা।
১৭৩। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তুমি কুষ্ঠরোগী হতে এমনভাবে পালাও, যেরূপ সিংহ হতে পালিয়ে থাক।
(বুখারী)
(বুখারী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في ثبوتها
عن أبي هريرة (1) قال سمعت رسول الله صلى الله عليه وعلى آله واصحابه وسلم يقول فر من المجذوم فرارك (2) من الأسد
তাহকীক:
হাদীস নং: ১৭৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৪। সা'ঈদ ইবন মুসাইয়িব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা)-কে অশুভ লক্ষণ গ্রহণ করা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি আমাকে ধমকালেন এবং বললেন, তোমাকে এ সম্বন্ধে কে হাদীস বর্ণনা করেছে? তখন আমি সে লোকের ব্যাপারে তাকে অবহিত করা অপসন্দ করলাম, যে আমার নিকট হাদীস বর্ণনা করেছে। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সংক্রামক ব্যাধি, অশুভ লক্ষণ এবং (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই। যদি শুভাশুভ কোন কিছুতে থেকে থাকে, তবে ঘোড়া, মহিলা এবং বাসস্থানে রয়েছে। যখন তোমরা কোন ভূ-খণ্ডে মহামারির সংবাদ শোন, তবে সেখানে অবতরণ করো না। আর যদি তোমরা সেখানে থাক, তবে পালিয়ো না।
(আবূ দাউদ। তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ। তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن سعيد بن المسيب (3) قال سالت سعد بن أبى وقاص رضى الله عنه عن الطيرة (4) فانتهرنى وقال من حدثك؟ فكرهت أن أحدثه من حدثنى، قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هام، إن تكن الطيرة في شئ ففى الفرس والمرأة والدار (5)، وإذا سمعتم بالطاعون بأرض فلا تهبطوا وإذا كان بأرض وأنتم فيها فلا تفروا منه
তাহকীক:
হাদীস নং: ১৭৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৫। আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তিকে অশুভ লক্ষণ প্রয়োজনীয় কাজ হতে বিরত রাখল, সে শিরক করল। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এর কাফফারা কী হবে? তিনি বললেন, তখন সে এ কথা বলবে,
اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرَكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرَكَ
'হে আল্লাহ! আপনার (প্রদত্ত) কল্যাণ ব্যতীত কোন কল্যাণ নেই, আপনার (প্রদত্ত( অকল্যাণ ব্যতীত কোন অকল্যাণ নেই।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ সমালোচিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرَكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرَكَ
'হে আল্লাহ! আপনার (প্রদত্ত) কল্যাণ ব্যতীত কোন কল্যাণ নেই, আপনার (প্রদত্ত( অকল্যাণ ব্যতীত কোন অকল্যাণ নেই।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ সমালোচিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن عبد الله بن عمرو (6) قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم من ردّته الطيرة من حاجة فقد أشرك (7) قالوا يا رسول الله ما كفارة ذلك (1)؟ قال أن يقول أحدهم اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك
তাহকীক:
হাদীস নং: ১৭৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৬। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রা)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি অশুভ লক্ষণ গ্রহণ এবং সংক্রামক ব্যাধি সম্বন্ধে কিছু বলেছেন, জাবির (রা) বললেন, আমি তাঁকে বলতে শুনেছি,
كُلُّ عَبْدٍ طَائِرُهُ فِي عُنُقِهِ
(প্রত্যেক মানুষের কর্ম তার গ্রীবাদেশে রয়েছে।)
(হাদীসটি ইবন জারীর স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী ইবন লাহী'আ সমালোচিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كُلُّ عَبْدٍ طَائِرُهُ فِي عُنُقِهِ
(প্রত্যেক মানুষের কর্ম তার গ্রীবাদেশে রয়েছে।)
(হাদীসটি ইবন জারীর স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী ইবন লাহী'আ সমালোচিত। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن أبى الزبير (2) قال سألت جابراً أقال النبى صلى الله عليه وسلم في الطيرة والعدوى شيئاً؟ قال جابر سمعته يقول كل عبد طائره في عنقه
তাহকীক:
হাদীস নং: ১৭৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৭। মু'আবিয়া ইবন হাকাম সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, আমরা জাহিলী যুগে কিছু কাজ করতাম। যেমন, আমরা (বিভিন্ন উপায়ে) শুভাশুভ লক্ষণ গ্রহণ করতাম। এ সম্বন্ধে আপনি কি বলেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা এমন একটি বিষয় যা কেবল তুমি তোমার মনের ভিতর অনুভব কর। (এর কোন বাস্তবতা নেই।) তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা জ্যোতিষের নিকট যেতাম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এখন হতে আর জ্যোতিষের নিকট যেয়ো না।
(হাদীসটি 'হুদুদ' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'হুদুদ' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن معاوية بن الحكم السُّلمى (4) أنه قال لرسول الله صلى الله عليه وسلم أرأيت أشياء كنا نفعلها في الجاهلية، كنا نتطير، قال رسول الله صلى الله عليه وسلم ذلك شئ تجده في نفسك فلا يصدنك، قال يا رسول الله كنا نأتى الكهان، قال فلا تأت الكهان
তাহকীক:
হাদীস নং: ১৭৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৮। উম্মু কুরয কা'বী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা পাখীদেরকে তাদের জায়গায় থাকতে দাও। (অর্থাৎ পাখী উড়িয়ে শুভাশুভ লক্ষণ গ্রহণ করো না।)
(হাদীসটি 'আকীকা' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'আকীকা' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن أم كرز الكعبية (5) قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أقروا الطير على مكناتها
তাহকীক:
হাদীস নং: ১৭৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৭৯। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলছেন, অশুভ লক্ষণ গ্রহণ করা শিরক। আমাদের সবারই এটা হয়। তবে আল্লাহ তাওয়াক্কুলের দ্বারা তা দূরও করে দেন।
(ইবন মাজাহ, তায়ালিসী)
(ইবন মাজাহ, তায়ালিসী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن عبد الله (6) قال قال رسول الله صلى الله عليه وسلم الطيرة (7) شرك وما منا إلا (8) ولكن الله يذهبه بالتوكل
তাহকীক:
হাদীস নং: ১৮০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ লক্ষণ গ্রহণ করা।
১৮০। ফযল ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বের হলাম। তখন একটি হরিণ বাম দিকে পালিয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) এক দিকে ঝুকে পড়লেন। তখন আমি তাকে আঁকড়ে ধরে বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি কি এটাকে অশুভ লক্ষণ গণ্য করেছেন? তিনি বললেন, শুভাশুভ তো এমন বিষয়, যা তোমাকে লক্ষ্যপানে অগ্রসর হতে উদ্বুদ্ধ করে অথবা তোমাকে বিরত রাখে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, বর্ণনাকারী মাসলামা জুহানী ফযল ইবন আব্বাস (রা)-এর সাক্ষাত পান নি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, বর্ণনাকারী মাসলামা জুহানী ফযল ইবন আব্বাস (রা)-এর সাক্ষাত পান নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في التشاؤم وهو المعبر عنه بالطيِّرة
عن الفضل بن عباس (1) قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم يوماً فبرح ظبى (2) فمال في شقه فاحتضنه، فقلت يا رسول الله تطيرت؟ قال إنما الطيرة ما أمضاك (3) أو ردك
তাহকীক:
হাদীস নং: ১৮১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ কোন কিছুতে থেকে থাকলে তা মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
১৮১। সা'দ ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (নিশাচর) পাখীর কু-লক্ষণ, সংক্রামক ব্যাধি এবং অশুভ লক্ষণ বলে কিছু নেই। যদি এটা কোন কিছুতে থেকে থাকে, তবে মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
(আবূ দাউদ। হাদীসটির সনদ সহীহ। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) এটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ। হাদীসটির সনদ সহীহ। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) এটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب إن يك من الشؤم شئ حق ففى المرأة والفرس والدار
عن سعد بن مالك (4) أن رسول الله صلى الله عليه وسلم قال لا هامة ولا عدوى ولا طيرة، إن يكن ففى المرأة والدابة (5) والدار
তাহকীক:
হাদীস নং: ১৮২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : অশুভ কোন কিছুতে থেকে থাকলে তা মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
১৮২। সালিম (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, অশুভ (যদি থাকে, তবে) তিনটি বস্তুর মধ্যে রয়েছে। ঘোড়া, নারী এবং বাসস্থান।
বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমরা এই অশুভ লক্ষণ গ্রহণের হাদীসটি কেবল সালিম (র) সূত্রে সংরক্ষণ করেছি।
(মুসলিম, মালিক, আবূ দাউদ)
বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমরা এই অশুভ লক্ষণ গ্রহণের হাদীসটি কেবল সালিম (র) সূত্রে সংরক্ষণ করেছি।
(মুসলিম, মালিক, আবূ দাউদ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب إن يك من الشؤم شئ حق ففى المرأة والفرس والدار
عن سالم عن أبيه (1) أن النبى صلى الله عليه وسلم قال الشؤم في ثلاث: الفرس والمرأة والدار، قال سفيان إنما نحفظه عن سالم (2) يعنى الشؤم
তাহকীক: