মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

পানীয় অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৩৭ টি

হাদীস নং: ৬০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬০। সুওয়াইদ ইবন মুকাররিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) -এর নিকট এক মটকা নাবীয নিয়ে এলাম। তারপর আমি তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তা পান করতে নিষেধ করেন। ফলে আমি তা ভেঙ্গে ফেলি।
(তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, এটা আহমাদ বর্ণনা করে বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن سويد بن مقرِّن (1) قال أتيت رسول الله صلى الله عليه وسلم بنبيذ فى جره فسألته فنهانى عنها فكسرتها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬১। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মটকায় তৈরী নাবীয পান করতে নিষেধ করেছেন।
(আবূ দাউদ। বুসীরী (র) হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن عائشة رضى الله عنها (2) أن رسول الله صلى الله عليه وسلم نهى عن نبيذ الجر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬২। শায়বানী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আবি আওফা (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) সবুজ মটকায় তৈরী নাবীয খেতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, তবে সাদা বর্ণের মটকা হলে? তিনি বললেন, আমি জানি না।
(বুখারী, তায়ালিসী)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن الشيبانى (3) قال سمعت ابن أبى أوفى قال نهى رسول الله صلى الله عليه وسلم عن نبيذ الجر الأخضر (4) قال قلت فالأبيض قال لا أدرى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব নাবীয হালাল নয় এবং মটকায় তৈরী নাবীয প্রসঙ্গ
৬৩। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী সাফিয়্যা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
(আবূ ইয়া'লা। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আবু ইয়া'লা বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما لا يجوز من الأنبذة وما جاء فى نبيذ الجر
عن صفية زوج النبى صلى الله عليه وسلم (5) عن النبى صلى الله عليه وسلم بنحوه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মদ হয় এই দু'টি গাছ হতে খেজুর ও আঙ্গুর। এবং রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, তোমরা খেজুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী কর না এবং কাঁচা খেজুর ও শুকনো খেজুর একত্র করে নাবীয তৈরী কর না। এগুলো দ্বারা তোমরা পৃথক পৃথক নাবীয তৈরী করবে।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبى هريرة (7) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخمر من هاتين الشجرتين النخلة والعنبة (8) وقال رسول الله صلى الله عليه وسلم لا تنبذوا التمر والزبيب جميعًا ولا تنبذوا البسر (9) والتمر جميعًا وانتبذوا كل واحدة منهن على حدة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাঁচা খেজুর ও শুকনো খেজুর একত্রে মিশ্রিত করতে এবং কিশমিশ ও শুকনো খেজুর একত্রে মিশ্রিত করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, এবং তিনি জুরাশবাসীদের নিকট লিখেছেন যেন তারা কিশমিশ ও খেজুর একত্র করে নাবীয তৈরী না করে।
(মুসলিম, নাসাঈ)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن ابن عباس (1) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن البسر والتمر أن يخطاها جميعًا: وعن الزبيب والتمر أن يخلطا جميعًا: قال وكتب إلى أهل جرش (2) أن لا يخلطوا الزبيب والتمر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৬। আবু সা'ঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি সবুজ মটকায় নাবীয তৈরী করতে নিষেধ করেছেন, শুকনো খেজুর ও কিশমিশ একত্র করতে নিষেধ করেছেন, কাঁচা ও পাকা খেজুরও একত্র করতে নিষেধ করেছেন।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبى سعيد الخدرى (3) عن النبى صلى الله عليه وسلم أنه نهى عن الجر (4) أن يبنذ فيه، وعن التمر والزبيب أن يخلط بينهما، وعن البسر والتمر أن يخلط بينهما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৭। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কাঁচা খেজুরের নাবীয নিষেধ করেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। আহমদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن عائشة رضى الله عنها (5) أن النبى صلى الله عليه وسلم نهى عن البقيع البسر (6) وهو الزهو
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৮। আবু কাতাদা (র) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর এবং কিশমিশ একত্র করে নাবীয তৈরী কর না। এগুলো দ্বারা পৃথক পৃথক নাবীয তৈরী কর। বর্ণনাকারী ইয়াহইয়া (র) বলেন, আমি এ সম্বন্ধে আবদুল্লাহ ইবন আবি কাতাদা (র)-কে জিজ্ঞাসা করলে তিনি তার পিতা সূত্রে এ ব্যাপারে সংবাদ দেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبى قتادة (7) أن نبى الله صلى الله عليه وسلم قال لا تنبذوا الرطب والزهو والتمر والزبيب جميعًا وانتبذوا كل واحد على حد ذاته قال يحيى (8) فسالت عن ذلك عبد الله بن أبى قتادة فأخبرنى عن أبيه بذلك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৯। কাবশা বিনতে আবি মারয়াম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মু সালামা (রা)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) তার বিবিগণকে যা নিষেধ করেছেন সে সম্বন্ধে আপনি আমাকে সংবাদ দিন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে খেজুর রান্নাকালে বীচি পর্যন্ত রান্না করতে এবং কিশমিশ ও শুকনো খেজুর একত্রে মিশাতে নিষেধ করেছেন।
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সূত্র উত্তম।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن كبشة ابنة أبى مريم (9) قالت قلت لأم سلمة أخبرينى ما نهى عنه رسول الله صلى الله عليه وسلم أهله؟ قالت نهانا أن نعجم (10) النوى طبخًا وأن نخلط الزبيب والتمر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কদূর খোলস, সবুজ মটকা, আলকাতরাযুক্ত পাত্র এবং খেজুর গাছের কাণ্ড দ্বারা তৈরী পাত্র হতে এবং পাকা কাঁচা খেজুর একত্রে মিশাতে নিষেধ করেছেন।
(মুসলিম, নাসাঈ)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبن عباس (11) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الدّباء والحنتم والمزفت والنقير (12) وأن يخلط البلح (13) والزهو
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭১। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক নেশাগ্রস্থ লোককে উপস্থিত করা হল। সে বলল, আমি কিশমিশ ও শুকনো খেজুর খেয়েছি। বর্ণনাকারী বলেন, তিনি তাকে বেত্রাঘাতের শাস্তি দেন এবং এই দু'টি একত্রে মিশাতে নিষেধ করেন।
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن ابن عمر (14) قال أتى رسول الله صلى الله عليه وسلم برجل نشوان (وفي لفظ سكران) فقال قد شربت زبيبًا وتمرًا قال فجلده الحد (1) ونهى أن يخلطا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, শুনে রেখ! নিশ্চয় 'মুযযাত' হারাম। মুযযাত' হল, শুকনো খেজুর ও কাঁচা খেজুর একত্রে মিশানো নাবীয।
(বায়হাকী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী খালিদ ইবন ফাযার ব্যতীত সকলে নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أنس بن مالك (2) قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن المزّات (3) حرام والمزات خلط التمر والبسر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭৩। ইকরিমা (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তিনি কেবল কাঁচা খেজুরের নাবীয অপছন্দ করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ)' 'মুয্যা' (কাঁচা ও শুকনো খেজুর মিশ্রিত নাবীয) হতে নিষেধ করেছেন। এ জন্য আমি শুধু কাঁচা খেজুর তৈরী নাবীযকেও অপছন্দ করি।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবূ দাউদ (র) এর সমার্থক বর্ণনা প্রকাশ করেছেন।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن عكرمة عن أبن عباس (4) أنه كره نبيذ البسر وحده (5) وقال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزّاء فأكره أن يكون البسر وحده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৪। যাযান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে বললাম রাসূলুল্লাহ (ﷺ) যে সারারাত সব পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন, সেগুলো সম্বন্ধে আমাদেরকে সংবাদ দিন এবং আমাদের ভাষায় ব্যাখ্যা করুন। কেননা, আমাদের ভাষা আপনাদের ভাষা হতে ভিন্নরকম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) 'হানতাম' নিষেধ করেছেন। হানতাম হল, মটকা এবং 'মুযাফফাত' নিষেধ করেছেন। মুযাফফাত হল, আলকাতরাযুক্ত পাত্র। এবং তিনি 'দুব্বা' নিষেধ করেছেন। সেটা হল, কদুর খোলস। এবং তিনি 'নাকীর' নিষেধ করেছেন। এটা হল, খেজুর গাছের গোড়া, যার ভেতরের অংশ ফেলে দিয়ে পাত্র তৈরী করা হয়। তিনি বললেন, তবে কোন পাত্র দ্বারা পান করতে আমাদেরকে নির্দেশ করেন? ইবন উমর (রা) বললেন, মশক (চামড়ার পাত্র)। বর্ণনাকারী মুহাম্মদ (র) বলেন, এবং তিনি আমাদেরকে মশকে নাবীয তৈরী করতে নির্দেশ দিয়েছেন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن زاذان (6) قال قلت لابن عمر أخبرنى ما نهى عنه رسول الله صلى الله عليه وسلم من الأوعية وفسره لنا بلغتنا فان لنا لغة سوى لغتكم قال نهى عن الحنتم وهو الجر (7) ونهى عن المزفت (8) وهو المقيّر ونهى عن الدّباء (9) وهو القرع ونهى عن النقير (10) وهى النخلة تنقر نقرًا وتنسج نسجًا (11) قال ففيم تأمرنا أن نشرب؟ قال الأسقية (12) قال محمد وأمر أن ننبذ في الأسقية
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৫। আমার কাছে বর্ণনা করেছেন আবূ আহমাদ, তিনি বলেন, সুফিয়ান (র) আমার কাছে 'আলী ইবন বাযীমা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার কাছে কায়স ইবন জাবতার (র) বলেন, আমি ইবন আব্বাস (রা)-কে সাদাবর্ণের মটকা, সবুজবর্ণের মটকা এবং লালবর্ণের মটকা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নিশ্চয় সর্বপ্রথম আবদুল কায়স গোত্রের প্রতিনিধিদল এ সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেছিল। তারা এসে বলল, আমরা গম, ছাতু ইত্যাদি উৎপাদন করি। সুতরাং কোন পাত্রে আমার নাবীয তৈরী করব? তিনি বললেন, তোমরা কদুর খোলস, আলকাতরাযুক্ত পাত্র, খেজুর গাছের গোড়া হতে তৈরী পাত্র এবং সবুজ মটকা দ্বারা পান করো না; বরং তোমরা মশকে পান করবে। এরপর বললেন, নিশ্চয়ই আমার ওপর হারাম করেছেন অথবা বললেন, তিনি মদপান, জুয়াখেলা, তবলা বাজানো হারাম করেছেন। আর প্রত্যেক নেশাকর বস্তু হারাম। বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমি 'আলী ইবন বাযীমা (র)-কে বললাম, কুবা' কি? তিনি বললেন, তবলা।
(আবু দাউদ। তিনি ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
حدثنا أبو أحمد (1) ثنا سفيان عن على بن بذيمة حدثنى قيس بن جبتر قال سألت ابن عباس عن الجر الأبيض والجر الأخضر والجر الأحمر، فقال ان أول من سأل النبى صلى الله عليه وسلم وفد عبد القيس فقالوا أنا نصيب من الثفل (2) فأى الأسقية؟ فقال لا تشربوا فى الدباء والمزفت والنقير والحنتم واشربوا فى الأسقية، ثم قال إن الله حرم علىّ أو حرم الخمر والميسر والكوبة (3) وكل مسكر حرام: قال سفيان قلت لعلى بن بذيمة ما الكوبة؟ قال الطبل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৬। ফুযায়ল ইবন যায়েদ রাকাশী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা হযরত আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় আমরা শরাব নিয়ে আলোচনা করলাম। তিনি বললেন, মদ হারাম। আমি তাকে বললাম, মদ হারাম হওয়ার বিধান তো আল্লাহর কিতাবেই আছে? তিনি বললেন, তবে তুমি জানতে চাও? আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে যা শুনেছি যা জানতে চাও? আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছি যে, তিনি দুব্বা, হানতাম, এবং মুযাফফাত ব্যবহার করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হানতাম কি? তিনি বললেন, প্রত্যেক আলকাতরাযুক্ত পাত্র, তা চামড়া দ্বারা তৈরী হোক বা অন্যকিছু দ্বারা।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। বর্ণনাকারী ফুযায়ল ইবন যায়দ ব্যতীত সকলে নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن الفضيل بن زيد (4) الرقاشى قال كنا عند عبد الله بن مغفل قل فتذاكرنا الشراب فقال الخمر حرام (5) قلت له الخمر حرام فى كتاب الله عز وجل؟ قال فإيش (6) تريد؟ تريد ما سمعت من رسول الله صلى الله عليه وسلم؟ سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن الدباء والحنتم والمزفت، قال قلت ما الحنتم؟ قال كل خضراء أو بيضاء (7) قال قلت ما المزفت؟ قال كل مقير (8) من زق أو غيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৭। ইবন আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সবুজ মটকা, কদুর খোলস এবং আলকাতরাযুক্ত পাত্র দ্বারা পান করা হতে দূরে থাক। তোমরা মশক দ্বারা পান কর।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن ابن عباس (10) عن النبى صلى الله عليه وسلم قال اجتنبوا أن تشربوا فى الحنتم والدباء والمزفت واشربوا فى السقاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৮। আবুল হাকাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রা)-কে মটকায় তৈরী নাবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মটকা ও কদুর খোলসে তৈরী নাবীয নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল কর্তৃক হারামকৃত বস্তু নিজের জন্য হারাম করতে আনন্দ অনুভব করে, সে যেন নাবীযকে হারাম করে। বর্ণনাকারী বলেন, এবং আমি ইবন যুবায়র (রা)-কে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি উমর (রা) সূত্রে হাদীস বর্ণনা করেন যে, নবী (ﷺ) মটকা, কদুর খোলস এবং আলকাতরাযুক্ত পাত্র ব্যবহার করতে এবং কাঁচা ও শুকনো খেজুর একত্রে মিশিয়ে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن أبى الحكم (11) قال سألت ابن عباس عن النبيذ الجر فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن نبيذ الجر فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن نبيذ الجر والدباء وقال من سره أن يحرِّم ما حرم الله ورسوله فليحرم النبيذ، قال وسألت ابن الزبير رضي الله عنه فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن الدّباء والجر، قال وسألت ابن عمر فحدث عن عمر أن النبى صلى الله عليه وسلم نهى عن الدباء والمزفت، قال وحدثنى أخى عن أبى سعيد أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الجر والدباء والمزفت والبسر والتمر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৯। আবূ হাযির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন উমর (রা)-কে সবুজ মটকায় নাবীয তৈরী করা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আল্লাহ তা'আলা ও তার রাসূলুল্লাহ (ﷺ) এটা হতে নিষেধ করেছেন। এরপর লোকটি ইবন আব্বাস (রা)-এর নিকট গিয়ে উমর (রা) প্রদত্ত বক্তব্য তার নিকট ব্যক্ত করল। তখন ইবন আব্বাস (রা)-এর নিকট গিয়ে ইবন উমর (রা) প্রদত্ত বক্তব্য তার নিকট ব্যক্ত করল। তখন ইবন আব্বাস (রা) বললেন, তিনি সত্য বলেছেন। এরপর লোকটি ইবন আব্বাস (রা)-কে বলল, কোন প্রকার মটকা ব্যবহার করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন? তিনি বললেন, যা মাটি দ্বারা তৈরী হয়।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن أبى حاضر (1) قال سئل ابن عمر رضى الله عنهما عن الجر ينبذ فيه، فقال نهى الله عز وجل عنه ورسوله، فانطلق الرجل إلى ابن عباس فذكر ما قاله ابن عمر، فقال ابن عباس صدق، فقال الرجل لابن عباس أى جرّ نهى عنه رسول الله صلى الله عليه وسلم؟ قال كل شئ يصنع من مدر
tahqiq

তাহকীক: