মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৪৪ টি
হাদীস নং: ৩৪১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : পাখী উড়িয়ে শুভ-অশুভ লক্ষণ গ্রহণ করা, জমিনে রেখা টানা এবং কোন কিছু দিয়ে অশুভ লক্ষণ গ্রহণ প্রসঙ্গ
৩৪১। কাবীসা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, পাখী উড়িয়ে শুভ- অশুভ লক্ষণ গ্রহণ করা, জমিনে দাগ দেওয়া এবং কোন কিছু দিয়ে অশুভ লক্ষণ গ্রহণ করা শয়তানের কাজ।
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, ইবন হিব্বান। ইমাম নববী হাদীসটিকে আবূ দাউদের সাথে সম্পৃক্ত করার পর বলেছেন, হাদীসের সনদ হাসান।)
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, ইবন হিব্বান। ইমাম নববী হাদীসটিকে আবূ দাউদের সাথে সম্পৃক্ত করার পর বলেছেন, হাদীসের সনদ হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى العيافة والطرق يعنى الخط فى الأرض والطيرة
حدّثنا محمد بن جعفر ثنا عوف عن حيان حدثنى قطن ابن قبيصة عن أبيه أنه سمع رسول الله صلى الله عليه وسلم قال إن العيافة (1) والطرق والطيرة من الجبت (2) قال عوف العيافة زجر الطير، والطرق الخط يخط فى الأرض، والجبت قال الحسن إنه الشيطان
তাহকীক:
হাদীস নং: ৩৪২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যা বর্ণিত আছে।
৩৪২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে সে যাদুর একটি শাখা শিক্ষা করল। যদি সে জ্যোতিষশাস্ত্র অধিক পরিমাণ শিক্ষা করে সে অধিক পরিমাণে যাদু শিক্ষা করে।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে সে যাদুর একটি শাখা শিক্ষা করল। যদি সে জ্যোতিষশাস্ত্র অধিক পরিমাণ শিক্ষা করে সে অধিক পরিমাণ যাদু শিক্ষা করে। আর সে যত বেশী তা শিখবে ততই যাদু শিখবে।
(আবূ দাউদ, ইবন মাজাহ, বায়হাকী। যাহাবী "কাবায়ীরে” বলেছেন, আবু দাউদ হাদীসটিকে সহীহ সনদে বর্ণনা করেছেন।)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে সে যাদুর একটি শাখা শিক্ষা করল। যদি সে জ্যোতিষশাস্ত্র অধিক পরিমাণ শিক্ষা করে সে অধিক পরিমাণ যাদু শিক্ষা করে। আর সে যত বেশী তা শিখবে ততই যাদু শিখবে।
(আবূ দাউদ, ইবন মাজাহ, বায়হাকী। যাহাবী "কাবায়ীরে” বলেছেন, আবু দাউদ হাদীসটিকে সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى التنجيم
عن ابن عباس (3) عن النبى صلى الله عليه وسلم قال ما اقتبس (4) رجل علما من النجوم إلا اقتبس شعبة من السحر ما زاد زاد (1) (وعنه من طريق ثان) (2) قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتبس علما من النجوم اقتبس شعبة من سحر ما زاد زاد وما زاد زاد
তাহকীক:
হাদীস নং: ৩৪৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যা বর্ণিত আছে।
৩৪৩। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি আল্লাহ মানুষ হতে সাত বৎসর বৃষ্টি আটকে দেন। অতঃপর বৃষ্টি বর্ষন করেন, তবে একদল লোক আল্লাহর সাথে শিরক করবে। তারা বলবে আমরা মিজদাহ (পাঁচটি তারকা সম্বলিত চাঁদের একটি কক্ষ বিশেষ) দিয়ে বৃষ্টি লাভ করেছি।
(নাসাঈ। হাদীসটির সনদ শক্তিশালী।)
(নাসাঈ। হাদীসটির সনদ শক্তিশালী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى التنجيم
عن أبى سعيد الخدرى (4) قال قال رسول الله صلى الله عليه وسلم لو أمسك الله القطر (5) عن الناس سبع سنين ثم ارسله لأصبحت طائفة به كافرين (6) يقولون مطرنا بنوء (7) المجدح
তাহকীক:
হাদীস নং: ৩৪৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যা বর্ণিত আছে।
৩৪৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, একদল লোক বৃষ্টি লাভ করে রাত যাপন করে। অতঃপর তাদের অধিকাংশ লোক কাফের অবস্থায় ভোর যাপন করেন। তারা বলে, আমাদেরকে এরূপ এরূপ তারকা দিয়ে বৃষ্টি দেয়া হয়েছে।
(বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বায়হাকীর এ হাদীসের সনদ সহীহ। কেননা তাঁর সনদে মুহাম্মদ ইবন ইসহাক তাঁর উস্তাদ মুহাম্মদ ইবন ইব্রাহীম থেকে এটি শোনার কথা স্পষ্ট করে বলেছেন। বুখারী, মুসলিম এবং আহমদ কর্তৃক যায়দ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণনা করা হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে। সে হাদীস এ কিতাবের বৃষ্টি চাওয়ার পর্বে 'বৃষ্টি আল্লাহর কর্তৃত্বে' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বায়হাকীর এ হাদীসের সনদ সহীহ। কেননা তাঁর সনদে মুহাম্মদ ইবন ইসহাক তাঁর উস্তাদ মুহাম্মদ ইবন ইব্রাহীম থেকে এটি শোনার কথা স্পষ্ট করে বলেছেন। বুখারী, মুসলিম এবং আহমদ কর্তৃক যায়দ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণনা করা হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে। সে হাদীস এ কিতাবের বৃষ্টি চাওয়ার পর্বে 'বৃষ্টি আল্লাহর কর্তৃত্বে' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى التنجيم
عن سلمان (8) قال سمعت أبا هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم ليبيت (9) القوم بالنعمة ثم يصبحون وأكثرهم كافرون يقولون مطرنا بنجم كذا وكذا، قال فحدثت (10) بهذا الحديث سعيد بن المسيب فقال ونحن قد سمعنا ذلك من أبي هريرة
তাহকীক: