মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৪৪ টি
হাদীস নং: ৩০১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০১। হুদাইন ইবন মুনযির ইবন হারিস ইবন ওয়া'লা (র) থেকে বর্ণিত, ওয়ালীদ ইবন উকবা কুফার গভর্নর থাকাকালীন মদ পান করে মাতাল অবস্থায় কুফাবাসীকে নিয়ে ফজরের নামায পড়লেন চার রাক'আত। অতঃপর তাদের দিকে তাকিয়ে বললেন, আমি কি তোমাদের জন্য আরও পড়ব? বিষয়টা উসমান (রা)-এর কাছে উত্থাপন করা হল। তিনি তাকে চাবুক মারার জন্য আলী (রা)-কে নির্দেশ দিলেন। তিনি হাসান ইবন আলী (রা)-কে বললেন, হাসান ওঠো এবং তাকে চাবুক মার। তিনি বললেন, তাকে চাবুক মারার সাথে আপনার কি সম্পর্ক? আলী (রা) বললেন, আমি অক্ষম হয়ে পড়েছি। দূর্বল হয়ে গেছি। হে আব্দুল্লাহ ইবন জা'ফর (রা) তুমি ওঠো এবং তুমি তাকে চাবুক মার। আব্দুল্লাহ ইবন জা'ফর (রা) দাঁড়িয়ে তাকে চাবুক মারলেন। আর আলী (রা) তা গণনা করলেন, যখন চাবুকের সংখ্যা চল্লিশ হল তখন বললেন, এবার থাম। অতঃপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মদপানের শাস্তিতে চল্লিশটি চাবুক মেরেছেন। আবূ বকর (রা) তাতে চল্লিশটি চাবুক মেরেছেন। উমর (রা) তাঁর খেলাফতের শুরুতে তাতে চল্লিশটি চাবুক মেরেছেন। অতঃপর তিনি তা আশিটি চাবুকে পূর্ণ করেছেন। আর প্রত্যেকটি সুন্নাত।
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, কুফাবাসীদের কিছু লোক উসমান (রা)- এর কাছে এসে তাঁকে ওয়ালীদের মদ পান করা সম্পর্কে অবহিত করল। আলী (রা) উসমান (রা)-এর সাথে সে বিষয় কথা বললেন। উসমান (রা) তাকে বললেন, আপনি আপনার চাচাত ভাইর উপর মদ পান করার হদ্দ জারি করুন। তিনি বললেন, হে হাসান, তুমি ওঠো এবং তাকে চাবুক মার। তিনি বললেন, এতে আপনার কোন দায়িত্ব নেই। আপনি এটা অন্য কারও উপর অর্পণ করুন। তিনি বললেন, আমি দূর্বল হয়ে পড়েছি। বৃদ্ধ হয়ে গেছি। অবশিষ্ট হাদীস প্রথম বর্ণনা সূত্রের হাদীসের মত।
(মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী)
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, কুফাবাসীদের কিছু লোক উসমান (রা)- এর কাছে এসে তাঁকে ওয়ালীদের মদ পান করা সম্পর্কে অবহিত করল। আলী (রা) উসমান (রা)-এর সাথে সে বিষয় কথা বললেন। উসমান (রা) তাকে বললেন, আপনি আপনার চাচাত ভাইর উপর মদ পান করার হদ্দ জারি করুন। তিনি বললেন, হে হাসান, তুমি ওঠো এবং তাকে চাবুক মার। তিনি বললেন, এতে আপনার কোন দায়িত্ব নেই। আপনি এটা অন্য কারও উপর অর্পণ করুন। তিনি বললেন, আমি দূর্বল হয়ে পড়েছি। বৃদ্ধ হয়ে গেছি। অবশিষ্ট হাদীস প্রথম বর্ণনা সূত্রের হাদীসের মত।
(মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن حضين بن المنذر (1) بن الحارث بن وعلة أن الوليد بن عقبة (2) صلى بالناس (3) الصبح ثم التفت إليهم فقال أزيدكم (4) فرفع ذلك إلى عثمان رضى الله عنه فأمر به أن يجلد (5) فقال على رضى الله عنه للحسن بن على قم يا حسن فاجلده قال وفيم أنت وذاك (6)؟ فقال على بل عجزت ووهنت، قم يا عبد الله بن جعفر فاجلده، فقام عبد الله بن جعفر فجلده وعلى يعد فلما بلغ أربعين قال أمسك، ثم قال ضرب رسول الله صلى الله عليه وسلم فى الخمر أربعين وضرب أبو بكر أربعين وعمر صدرا من خلافته ثم أتمها عمر ثمانين وكلّ سنة (7) (وعنه من طريق ثان) (8) انه قدم ناس من أهل الكوفة على عثمان رضى الله عنه فأخبروه بما كان من أمر الوليد أى بشربه الخمر فكلمه علىّ فى ذلك فقال دونك ابن عمك (9) فأقم عليه الحد، فقال يا حسن قم فاجلده، قال ما أنت من هذا فى شئ، ولِّ هذا غيرك، قال بل ضعفت ووهنت، الحديث بنحو الطريق الأولى
তাহকীক:
হাদীস নং: ৩০২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) খামার-এর কাছে জনৈক ব্যক্তি উপস্থিত করা হল। যে মদ পান করেছিল। রাসূলুল্লাহ (ﷺ) এর উপস্থিত সাহাবীগণ (রা) কে বললেন, তোমরা তাকে মার। তিনি বলেন, আমাদের কেউ তাকে হাত দিয়ে মারল। কেউ জুতা দিয়ে মারল, আর কেউ কাপড় দিয়ে মারল। যখন সে চলে গেল তখন উপস্থিত সাহাবীদের মধ্যে থেকে কেউ বললেন, আল্লাহ তোমাকে লাঞ্চিত করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এরূপ বলবে না, তোমরা তার বিরুদ্ধে শয়তানকে সাহায্য করবে না, বরং তোমরা বলবে: আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করুন।
(বুখারী, আবু দাউদ, বায়হাকী)
(বুখারী, আবু দাউদ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أبى هريرة (1) ان رسول الله صلى الله عليه وسلم أتى برجل قد شرب فقال رسول الله صلى الله عليه وسلم اضربوه، قال فمنا الضارب بيده ومنا الضارب بنعله والضارب بثوبه فلما انصرف قال بعض القوم (2) أخزاك الله، قال رسول الله صلى الله عليه وسلم لا تقولوا هكذا لا تعينوا عليه الشيطان، ولكن قولوا رحمك الله
তাহকীক:
হাদীস নং: ৩০৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৩। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর কাছে জনৈক ব্যক্তিকে মদ পান করার অপরাধে উপস্থিত করা হল। নবী (ﷺ) তাকে এক জোড়া জুতা দিয়ে চল্লিশটি আঘাত করলেন।
আর তার থেকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, নবী (ﷺ)-এর যুগে মদ পান কারীকে এক জোড়া জুতা দিয়ে চল্লিশটি আঘাত করা হত। আর উমর (রা) এর খেলাফত কালে তাকে প্রত্যেক জুতার পরিবর্তে একটি চাবুক মারা হত।
(তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান হাদীস বলেছেন।)
আর তার থেকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, নবী (ﷺ)-এর যুগে মদ পান কারীকে এক জোড়া জুতা দিয়ে চল্লিশটি আঘাত করা হত। আর উমর (রা) এর খেলাফত কালে তাকে প্রত্যেক জুতার পরিবর্তে একটি চাবুক মারা হত।
(তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান হাদীস বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أبى سعيد الخدرى (4) ان النبى صلى الله عليه وسلم أتى برجل قال مسعر (5) أظنه فى شراب فضربه النبى صلى الله عليه وسلم بنعلين أربعين (وعنه من طريق ثان) (6) قال جلد على عهد النبى صلى الله عليه وسلم فى الخمر بنعلين أربعين، فلما كان زمن عمر جلد بدل كل نعل سوطا
তাহকীক:
হাদীস নং: ৩০৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৪। আনাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) মদ পানের অপরাধে খেজুর বৃক্ষের পত্রহীন ডাল এবং জুতা দিয়ে আঘাত করেছেন। আবু বকর (রা) চল্লিশ চাবুক মেরেছেন। তারপর উমর (রা) এর আমলে যখন মানুষ পানি ও পল্লীর নিকটবর্তী হল (অর্থাৎ তখন শাম ও ইরাকের সবুজ-শ্যামল এলাকা ও বড় বড় লোকালয় মুসলিমদের দখলে আসল), তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মদ পানের হদ্দ সম্পর্কে আপনাদের মতামত কি? আব্দুর রহমান ইবন আউফ (রা) বললেন, আপনি এর জন্য লঘুতর হদ্দ স্থির করুন। অতঃপর উমর (রা) মদপানে অভিযুক্ত ব্যক্তিকে আশি চাবুক মারলেন।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ)-এর কাছে মদ পান করেছে এরূপ এক ব্যক্তিকে উপস্থিত করা হল। তিনি তাকে দু'টি খেজুর বৃক্ষের পত্রহীন ডাল দিয়ে চল্লিশটির মত আঘাত করলেন। তিনি বলেন, আবু বকর (রা) ও এরূপ করেছেন। যখন উমর (রা) খলীফা হলেন তখন মদ পানের শাস্তি সম্পর্কে তার সাথীদের কাছে পরামর্শ চাইলেন। আব্দুর রহমান (রা) বললেন, শরীয়তের শাস্তি সমূহের মধ্যে অধিকতর হালকা শাস্তি হল আশিটি চাবুক মারা। তিনি বলেন, অতঃপর উমর (রা) মদপানে অভিযুক্ত ব্যক্তিকে আশিটি চাবুক মারার নির্দেশ দেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ)-এর কাছে মদ পান করেছে এরূপ এক ব্যক্তিকে উপস্থিত করা হল। তিনি তাকে দু'টি খেজুর বৃক্ষের পত্রহীন ডাল দিয়ে চল্লিশটির মত আঘাত করলেন। তিনি বলেন, আবু বকর (রা) ও এরূপ করেছেন। যখন উমর (রা) খলীফা হলেন তখন মদ পানের শাস্তি সম্পর্কে তার সাথীদের কাছে পরামর্শ চাইলেন। আব্দুর রহমান (রা) বললেন, শরীয়তের শাস্তি সমূহের মধ্যে অধিকতর হালকা শাস্তি হল আশিটি চাবুক মারা। তিনি বলেন, অতঃপর উমর (রা) মদপানে অভিযুক্ত ব্যক্তিকে আশিটি চাবুক মারার নির্দেশ দেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أنس بن مالك (8) قال جلد النبى صلى الله عليه وسلم فى الخمر بالجريد والنعال وجلد أبو بكر قال يحيى (9) فى حديثه أربعين، فلما كان عمر دنا الناس من الريف (10) والقرى قال لأصحابه ما ترون؟ قال عبد الرحمن (11) اجعلها كأخف الحدود (12) فجلد عمر ثمانين
(وعنه من طريق ثان) (13) أن النبى صلى الله عليه وسلم أتى برجل قد شرب الخمر فجلده بجريدتين نحو الأربعين قال وفعله أبو بكر، فلما كان عمر استشار الناس فقال عبد الرحمن بن عوف أخف الحدود ثمانون قال فأمر به عمر
(وعنه من طريق ثان) (13) أن النبى صلى الله عليه وسلم أتى برجل قد شرب الخمر فجلده بجريدتين نحو الأربعين قال وفعله أبو بكر، فلما كان عمر استشار الناس فقال عبد الرحمن بن عوف أخف الحدود ثمانون قال فأمر به عمر
তাহকীক:
হাদীস নং: ৩০৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৫। সাইব ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে, আবু বকর (রা)-এর খিলাফত কালে এবং উমর (রা)-এর খিলাফতের শুরুতে মদ পানকারীকে উপস্থিত করতাম, আর তাকে আমাদের হাতে, জুতা এবং চাদর দিয়ে মারতাম। আর উমর (রা)-এর খেলাফত প্রাপ্তির কিছু দিন পর মদ পানের অপরাধে চল্লিশটি চাবুক মারা হত। এমনকি যখন মদপান কারীরা মদপানে সীমালঙ্ঘন করল এবং পাপাচারী হল তখন তিনি আশিটি চাবুক মারলেন।
(বুখারী, বায়হাকী)
(বুখারী, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن السائب بن يزيد (1) قال كنا نأتى بالشارب فى عهد رسول الله صلى الله عليه وسلم وفى إمرة أبى بكر وصدر (2) من إمرة عمر فنقوم إليه فنضربه بأيدينا ونعالنا وأرديتنا حتى كان صدرا من إمرة عمر فحد فيها أربعين حتى إذا عتوا (3) فيها وفسقوا جلد ثمانين
তাহকীক:
হাদীস নং: ৩০৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৬। উকবা ইবন হারিস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর কাছে মাতাল অবস্থায় নু'আইমান (রা) বা ইবন নুআইমান (রা)-কে উপস্থিত করা হল। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাঁর বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হয়ে দাঁড়াল। তিনি ঘরে উপস্থিত সাহাবীগণ (রা)-কে তাঁকে মারার জন্য নির্দেশ দিলেন। উকবা (রা) বলেন, যাঁরা তাঁকে মারেন আমি তাঁদের দলে ছিলাম। তিনি অন্য এক বর্ণনায় আরও বলেছেন, তাঁরা তাঁকে হাত এবং খেজুর বৃক্ষের পাতাহীন ডাল দিয়ে মারেন। যাঁরা তাঁকে মারেন আমি তাঁদের দলে ছিলাম।
(বুখারী, বায়হাকী)
(বুখারী, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن عقبة بن الحارث (4) أن النبى صلى الله عليه وسلم أتى بالنعيمان أو ابن النعيمان (5) وهو سكران قال فاشتد على رسول الله صلى الله عليه وسلم (وفى لفظ فشق على رسول الله مشقة شديدة) (6) وأمر من فى البيت أن يضربوه، قال عقبة فكنت فيمن ضربه (زاد فى رواية) فضربوه بالأيدى والجريد فكنت فيمن ضربه
তাহকীক:
হাদীস নং: ৩০৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৭। আব্দুর রহমান ইবন আযহার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যুবক থাকাকালীন মক্কা বিজয়ের পরের দিন রাসূলুল্লাহ (ﷺ)র-কে দেখলাম মানুষের ফাঁকে ফাঁকে এগিয়ে যাচ্ছেন আর খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর অবস্থানস্থল সম্পর্কে জিজ্ঞেস করছেন। অতঃপর তাঁর কাছে জনৈক মদ পানকারীকে আনা হল। তিনি উপস্থিত সাহাবীগণকে তাকে মারার জন্য নির্দেশ দিলেন। তাঁরা তাদের হাতে যা ছিল তাই দিয়ে তাকে মারলেন। তাঁদের কেউ তাকে লাঠি দিয়ে মারলেন কেউ চাবুক দিয়ে মারলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) তার উপর মাটি ঢেলে দিলেন।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনাসূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি হুনায়নের দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম মানুষের ফাঁকে-ফাঁকে এগিয়ে যাচ্ছেন এবং খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর অবস্থানস্থল সম্পর্কে জিজ্ঞেস করছেন তাঁর কাছে জনৈক নেশাগ্রস্তকে আনা হল। তিনি উপস্থিত সাহাবীগণ (রা)-কে তাঁদের হাতে যা আছে তাই দিয়ে তাকে মারতে নির্দেশ দিলেন।
(শাফিয়ী, আবু দাউদ, বায়হাকী, ইবন আবু হাতিম এবং অন্যরা)
(হাদীসটির সনদে উসামা ইবন আসলাম আদাবী মাদানী আছেন। আহমদ এবং ইবন মাঈন তাঁর দূর্বল স্মরণ শক্তির কারণে তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন। তবে এটি আরও অনেক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। তাতে উসামা ইবন যায়েদ নেই। ইমাম শাফিয়ী অন্য সনদেও এটি বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনাসূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি হুনায়নের দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম মানুষের ফাঁকে-ফাঁকে এগিয়ে যাচ্ছেন এবং খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর অবস্থানস্থল সম্পর্কে জিজ্ঞেস করছেন তাঁর কাছে জনৈক নেশাগ্রস্তকে আনা হল। তিনি উপস্থিত সাহাবীগণ (রা)-কে তাঁদের হাতে যা আছে তাই দিয়ে তাকে মারতে নির্দেশ দিলেন।
(শাফিয়ী, আবু দাউদ, বায়হাকী, ইবন আবু হাতিম এবং অন্যরা)
(হাদীসটির সনদে উসামা ইবন আসলাম আদাবী মাদানী আছেন। আহমদ এবং ইবন মাঈন তাঁর দূর্বল স্মরণ শক্তির কারণে তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন। তবে এটি আরও অনেক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। তাতে উসামা ইবন যায়েদ নেই। ইমাম শাফিয়ী অন্য সনদেও এটি বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن عبد الرحمن بن أزهر (8) قال رأيت رسول الله صلى الله عليه وسلم غداة يوم الفتح (9) وأنا غلام شاب يتخلل الناس يسأل عن منزل خالد بن الوليد (10) فأتى بشارب فأمرهم فضربوه بما في أيديهم فمنهم من ضربه بعصا ومنهم من ضربه بسوط وحثى عليه رسول الله صلى الله عليه وسلم التراب (1) (وعنه من طريق ثان) (2) قال رأيت رسول الله صلى الله عليه وسلم يتخلل الناس يوم حنين يسأل عن منزل خالد بن الوليد فأتى بسكران فأمر من كان معه أن يضربوه بما كان فى أيديهم
তাহকীক:
হাদীস নং: ৩০৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৮। আবূ ওয়াদ্দাক (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদরী (রা) থেকে মদপানের শরয়ী বিধান সম্পর্কিত হাদীস শোনার পর আঙ্গুর বা খেজুর রসের তৈরী নেশাকর পানীয় পান করি না। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জনৈক ব্যক্তিকে উপস্থিত করা হল। উপস্থিত সাহাবীগণ বললেন, সে নেশাগ্রস্ত। সে বলল, আমি লাউর খোলে ভিজান কিসমিস এবং খেজুরের পানি পান করেছি। তিনি বলেন, তাকে জুতা দিয়ে মারা হল, আর হাত দিয়ে ধাক্কা দেওয়া হল। নবী (ﷺ) লাউর খোলে পানীয় প্রস্তুত করতে এবং কিসমিস ও খেজুর একত্রিত করে পানীয় প্রস্তুত করতে নিষেধ করেন।
(বায়হাকী। তাঁর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এর মূল বক্তব্য সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।)
(বায়হাকী। তাঁর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এর মূল বক্তব্য সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أبى التياح (3) عن أبى الوداك قال لا أشرب نبيذا بعد ما سمعت أبا سعيد الخدرى قال جيء برجل إلى رسول الله صلى الله عليه وسلم قال قالوا إنه نشوان (4) فقال إنما شربت زبيبا وتمرا فى دبّاءة (5) قال فخفق (6) بالنعال ونهز بالأيدى ونهى عن الدباء والزبيب والتمر أن يخلطا
তাহকীক:
হাদীস নং: ৩০৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৯। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর কাছে জনৈক নেশাগ্রস্থ ব্যক্তিকে উপস্থিত করা হল। তিনি তাকে মদ পানের শরয়ী শাস্তি দিলেন। আর তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পানীয় কী? সে বলল, কিসমিস এবং খেজুর (ভেজানো পানি) তিনি বললেন, যদি কেউ পৃথকভাবে এর একটি পান করে তাই তো তার জন্য যথেষ্ট।
(বায়হাকী, আবূ ইয়ালা। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে ইবন উমর (রা)-এর থেকে নাজরানীর বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। আমি নাজরানী সম্পর্কে অবগত নই। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
(বায়হাকী, আবূ ইয়ালা। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে ইবন উমর (রা)-এর থেকে নাজরানীর বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। আমি নাজরানী সম্পর্কে অবগত নই। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن ابن عمر (7) أن النبى صلى الله عليه وسلم أتى بسكران فضربه الحد فقال ما شرابك؟ فقال الزبيب والتمر، قال يكفى كل واحد منهما من صاحبه
তাহকীক:
হাদীস নং: ৩১০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩১০। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যদি আমি মদ পানকারী ছাড়া অন্য কারোর উপর শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করি, আর সে মারা যায় তাতে আমি চিন্তিত হই না। আর যদি কোন মদ পানকারী আমার শাস্তি প্রাপ্তির পর মারা যায় তবে আমি তার হকদারদরকে রক্তপণ দেবো, কেননা রাসূলুল্লাহ (ﷺ) তাতে চাবুকের সংখ্যা নির্দিষ্ট করেননি।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن على رضى الله عنه (9) قال ما من رجل أقمت عليه حدا فمات فأجد في نفسي (10) إلا الخمر فانه لو مات لوديته (1) لأن رسول الله صلى الله عليه وسلم لم يسنّه
তাহকীক:
হাদীস নং: ৩১১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১১। আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে। ওয়াকী (র) তাঁর হাদীসে বলেন, আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) তাঁর ছাত্রদেরকে বলেছেন, যদি তোমরা চতুর্থবার মদ পান করেছে এরূপ কোন ব্যক্তিকে আমার নিকট নিয়ে আস তাহলে তোমাদের কাছে আমার তাকে হত্যা করার প্রতিশ্রুতি রইল।
(আবূ দাউদ সুনানে হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন। হায়ছামী মাজমাউয যাওয়াইদে আব্দুল্লাহ ইবন আমর (রা) এর হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, তাবারানী হাদীসটিকে একাধিক বর্ণনাসূত্রে বর্ণনা করেছেন। যার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। মুআবিয়া (রা) থেকে বর্ণিত পরবর্তী হাদীস এ হাদীসটির শাহেদ।)
(আবূ দাউদ সুনানে হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন। হায়ছামী মাজমাউয যাওয়াইদে আব্দুল্লাহ ইবন আমর (রা) এর হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, তাবারানী হাদীসটিকে একাধিক বর্ণনাসূত্রে বর্ণনা করেছেন। যার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। মুআবিয়া (রা) থেকে বর্ণিত পরবর্তী হাদীস এ হাদীসটির শাহেদ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن عبد الله بن عمرو بن العاص (3) قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه فان عاد فاجلدوه. فان عاد فاجلدوه. فان عاد فاقتلوه (4) قال وكيع فى حديثه قال عبد الله (5) ائتونى برجل قد شرب الخمر فى الرابعة فلكم على أن أقتله
তাহকীক:
হাদীস নং: ৩১২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১২। মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। বুখারী বলেছেন, এ বিষয়ে বর্ণিত হাদীস সমূহের মধ্যে এহাদীসটি অধিকতর সঠিক। ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। বুখারী বলেছেন, এ বিষয়ে বর্ণিত হাদীস সমূহের মধ্যে এহাদীসটি অধিকতর সঠিক। ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن معاوية (6) (يعنى ابن أبى سفيان) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شرب الخمر فاجلدوه فان عاد فاجلدوه. فان عاد فاجلدوه. فان عاد الرابعة فاقتلوه
তাহকীক:
হাদীস নং: ৩১৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৩। শুরাহবীল ইবন আউস (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-এর সাহাবী ছিলেন। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তাহলে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার মদ পান করে তাহলে তোমরা তাকে হত্যা করবে।
(তাবারানী আল মু'জামুল কাবীরে, ইবন মানদাহ। হাকিম হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন। তাঁর হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদের হাদীসের সনদ দূর্বল।)
(তাবারানী আল মু'জামুল কাবীরে, ইবন মানদাহ। হাকিম হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন। তাঁর হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদের হাদীসের সনদ দূর্বল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن شرحبيل بن أوس (7) وكان من أصحاب النبى صلى الله عليه وسلم أنه قال قال النبى صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه. فان عاد فاجلدوه فان عاد فاجلدوه. فان عاد فاقتلوه
তাহকীক:
হাদীস নং: ৩১৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৪। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তাহলে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। তিনি চতুর্থবার বা পঞ্চমবারে বললেন, তোমরা তাকে হত্যা করবে।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে হুমাইদ ইবন ইয়াযীদ আবুল খাত্তাব আছেন। ইমামগণ তাঁর দ্বীনদারী সম্পর্কে অবগত নন।)
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে হুমাইদ ইবন ইয়াযীদ আবুল খাত্তাব আছেন। ইমামগণ তাঁর দ্বীনদারী সম্পর্কে অবগত নন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن ابن عمر (8) عن النبى صلى الله عليه وسلم أنه قال من شرب الخمر فاجلدوه فإن شربها فاجلدوه، فان شربها فاجلدوه فقال فى الرابعة أو الخامسة فاقتلوه
তাহকীক:
হাদীস নং: ৩১৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৫। শারীদ (র) থেকে বর্ণিত, তাঁর পিতা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যদি কোন ব্য মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চারবার পাঁচবার চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে হত্যা করবে।
(তাবারানী, আ মু'জামুল কাবীর, হাকিম, আবূ দাউদ, নাসাঈ। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন, যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(তাবারানী, আ মু'জামুল কাবীর, হাকিম, আবূ দাউদ, নাসাঈ। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন, যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن عمرو بن الشريد (1) أن أباه حدثه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا شرب الرجل فاجلدوه. ثم إذا شرب فاجلدوه أربع مرار أو (2) خمس مرار ثم إذا شرب فاقتلوه
তাহকীক:
হাদীস নং: ৩১৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৬। আবু বিশর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়ায় ইয়াযীদ ইবন আবু কাব্শা (র)- কে তাঁর ভাষণে বলতে শুনলাম, আমি নবী (ﷺ)-এর জনৈক সাহাবী (রা)-কে আব্দুল মালিক ইবন মারওয়ানের কাছে মদ পান করা সম্পর্কে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) মদ পান করা সম্পর্কে বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবহিত হইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এর বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবূ কাবশাকে নির্ভরযোগ্য বর্ণনাকারী বলেছেন। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবহিত হইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এর বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবূ কাবশাকে নির্ভরযোগ্য বর্ণনাকারী বলেছেন। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن أبى بشر (3) قال سمعت يزيد ابن أبى كبشة يخطب بالشام قال سمعت رجلا من أصحاب النبى صلى الله عليه وسلم يحدث عبد الملك بن مروان فى الخمر أن رسول الله صلى الله عليه وسلم قال فى الخمر إن شربها فاجلدوه ثم إن عاد فاجلدوه. ثم إن عاد فاجلدو ثم إن عاد الرابعة فاقتلوه
তাহকীক:
হাদীস নং: ৩১৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৭। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে। তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ নেশাগ্রস্থ হয় তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে নেশাগ্রস্থ হয় তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার নেশাগ্রস্থ হয় তোমরা তাকে হত্যা করবে।
হাদীসটির এক বর্ণনাকারী যুহরী (র) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চতুর্থবার মদ পান করে নেশাগ্রস্থ হওয়া জনৈক ব্যক্তিকে উপস্থিত করা হলে তিনি তাকে ছেড়ে দিলেন।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, তাহাবী শরহে মা'আনীল আছারে। হাদীসটির সনদ শক্তিশালী।)
হাদীসটির এক বর্ণনাকারী যুহরী (র) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চতুর্থবার মদ পান করে নেশাগ্রস্থ হওয়া জনৈক ব্যক্তিকে উপস্থিত করা হলে তিনি তাকে ছেড়ে দিলেন।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, তাহাবী শরহে মা'আনীল আছারে। হাদীসটির সনদ শক্তিশালী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن أبى هريرة (4) ان النبى صلى الله عليه وسلم قال من شرب الخمر (5) فاجلدوه ثم إذا شرب فاجلدوه، ثم إذا شرب فاجلدوه، ثم إذا شرب فى الرابعة فاقتلوه (وعنه من طريق ثان) (6) قال قال رسول الله صلى الله عليه وسلم إن سكر (7) فاجلدوه ثم إن سكر فاجلدوه فان عاد فى الرابعة فاضربوا عنقه، قال الزهرى فأتى رسول الله صلى الله عليه وسلم برجل سكران فى الرابعة فخلى سبيله
তাহকীক:
হাদীস নং: ৩১৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যদি কাউকে নেশাগ্রস্থ অবস্থায় পাওয়া যায় বা তার মুখে মদের গন্ধ পাওয়া যায়, অথচ সে মদ পান করার কথা স্বীকার না করে তবে তার উপর কি হদ্দ জারি করা হবে?
৩১৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদ পানের কোন শাস্তি নির্ধারণ করেননি। জনৈক ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্থ হল। লোকেরা রাস্তায় তাকে টলমলে অবস্থায় পেল। তাকে নবী (ﷺ)-এর অবস্থান স্থলের দিকে নিয়ে যাওয়া হল। তিনি বলেন, যখন সে আব্বাস (রা)-এর বাড়ির বরাবর হল তখন ছুটে গিয়ে আব্বাস (রা) এর কাছে প্রবেশ করল এবং তাঁকে তাঁর পিছন দিক থেকে জড়িয়ে ধরল। তারা নবী (ﷺ)র-কে তার বিষয় অবগত করলে তিনি হেসে দিয়ে বললেন, সে তাই করেছে? অতঃপর তিনি তাদেরকে তার ব্যাপারে কোন নির্দেশ দেননি।
(আবু দাউদ, নাসাঈ, বায়হাকী। হাফিয ইবন হাজার হাদীসটির সনদকে শক্তিশালী বলেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, বায়হাকী। হাফিয ইবন হাজার হাদীসটির সনদকে শক্তিশালী বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يثبت الحد على من وجد منه سكر أو ريح ولم يعترف؟
عن ابن عباس (9) أن رسول الله صلى الله عليه وسلم لم يقت (10) فى الخمر حدا، قال ابن عباس شرب رجل فسكر فلقى (1) يميل فى فج فانطلق به إلى النبى صلى الله عليه وسلم قال فلما حاذى بدار عباس انفلت فدخل على عباس فالتزمه (2) من ورائه فذكروا ذلك للنبى صلى الله عليه وسلم فضحك وقال قد فعلها، ثم لم يأمرهم فيه بشئ
তাহকীক:
হাদীস নং: ৩১৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যদি কাউকে নেশাগ্রস্থ অবস্থায় পাওয়া যায় বা তার মুখে মদের গন্ধ পাওয়া যায়, অথচ সে মদ পান করার কথা স্বীকার না করে তবে তার উপর কি হদ্দ জারি করা হবে?
৩১৯। আলকামা (রা) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) সিরিয়ার হিমস শহরে সূরা ইউসুফ পড়লেন। জনৈক ব্যক্তি বলল, সূরাটি এরূপ অবতীর্ণ হয়নি। আব্দুল্লাহ (রা) তার কাছে এগিয়ে গেলেন। অমনি তার থেকে মদের গন্ধ পেলেন। তখন তিনি বললেন, তুমি সত্যকে অস্বীকার করছ, অথচ তুমি মদ পান কর? আমি তোমাকে ছেড়ে দেব না যতক্ষণ না তোমাকে মদ পানের শাস্তিতে চাবুক মারব। সুতরাং তিনি তাকে মদ পানের শরয়ী শাস্তি দিয়ে বললেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সূরা ইউসুফ এরূপ পড়িয়েছেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يثبت الحد على من وجد منه سكر أو ريح ولم يعترف؟
عن علقمة (3) عن عبد الله بن مسعود أنه قرأ سورة يوسف بحمص فقال رجل ما هكذا أنزلت (4)، فدنا منه عبد الله فوجد منه ريح الخمر فقال أتكذّب بالحق وتشرب الرجس؟ لا أدعك حتى أجلدك حدًا، قال فضربه الحد وقال والله لهكذا أقرأنيها رسول الله صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ৩২০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: শরীয়তে নির্দিষ্ট করা হয়নি এমন শাস্তির পরিমাণ এবং অভিযোগের ভিত্তিতে বন্দী করে রাখার প্রসঙ্গ।
৩২০। আবূ বুরদা ইবন নিয়ার (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, আল্লাহ তা'আলার নির্ধারিত শাস্তি ছাড়া অন্য কোন শাস্তিতে অপরাধীকে দশ চাবুকের চেয়ে বেশি চাবুক মারা যাবে না।
তাঁর থেকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা আল্লাহ তা'আলার নির্ধারিত শাস্তি ছাড়া অন্য কোন শাস্তিতে অপরাধীকে দশ চাবুকের বেশি চাবুক মারবে না।
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, হাকিম)
তাঁর থেকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা আল্লাহ তা'আলার নির্ধারিত শাস্তি ছাড়া অন্য কোন শাস্তিতে অপরাধীকে দশ চাবুকের বেশি চাবুক মারবে না।
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, হাকিম)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قدر التعزير والحبس فى التهم
عن أبى بردة (5) بن نيار أن رسول صلى الله عليه وسلم كان يقول لا يجلد (6) فوق عشر جلدات (7) إلا فى حد من حدود الله عز وجل (8) (وعنه من طريق ثان) (9) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تجلدوا فوق عشرة أسواط إلا في حد من حدود الله عز وجل
তাহকীক: