ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬২০
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো নবী সশব্দে সুললিতভাবে কুরআন পাঠ করলে আল্লাহ যেভাবে তা শ্রবণ করেন সেভাবে আর কিছুই তিনি শ্রবণ করেন না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ما أذن الله لشيء كأذنه لنبي (حسن الصوت) يتغنى بالقرآن يجهر به

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬২১
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২১) বারা' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআনকে তোমাদের স্বরশব্দ দ্বারা সৌন্দর্যময় করবে। কারণ সুন্দর কণ্ঠস্বর কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে ।
عن البراء رضي الله عنه مرفوعا: زينوا القرآن بأصواتكم فإنّ الصوت الحسن يزيد القرآن حسنا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬২২
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে সুন্দর কুরআন পাঠকারী ওই ব্যক্তি যে বেদনা আপ্লুত হয়ে কুরআন পাঠ করে।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: أحسن الناس قراءة من إذا قرأ القرآن يتحزن

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬২৩
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২৩) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আরবদের সুরে ও স্বরে কুরআন পাঠ করবে। আর খবরদার! তোমরা পূর্ববর্তী দুই গ্রন্থের অনুসারীদের সুর এবং পাপীদের সুর বর্জন করবে।
عن حذيفة رضي الله عنه مرفوعا: اقرؤوا القرآن بلحون العرب وأصواتها وإياكم ولحون أهل الكتابين وأهل الفسق

তাহকীক:
তাহকীক চলমান