ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬২৪
জামাআতের উৎসাহ ও নির্দেশ প্রদান এবং জামাআত বর্জন থেকে ভীতি প্রদর্শন
(৬২৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একাকী সালাতের চেয়ে জামাআতে সালাতের মর্যাদা ২৭ গুণ বেশী।
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬২৫
জামাআতের উৎসাহ ও নির্দেশ প্রদান এবং জামাআত বর্জন থেকে ভীতি প্রদর্শন
(৬২৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যাঁর হাতে আমার জীবন তাঁর কসম, আমার ইচ্ছা হয় যে, আমি জ্বালানি কাঠ সংগ্রহের নির্দেশ দেব এবং সেমতো জ্বালানি কাঠ সংগ্রহ করা হবে। অতঃপর আমি সালাতের নির্দেশ দেব এবং তদানুসারে আযান দেওয়া হবে । অতঃপর একজনকে নির্দেশ দেব যে মানুষদের ইমামতি করে সালাত শুরু করবে। অতঃপর আমি তাদেরকে রেখে সে সকল মানুষের বাড়ি পুড়িয়ে দেব, যারা তখনো সালাতের জন্য বাড়ি থেকে বের হয় নি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم. وفي لفظ: فأحرق على من لا يخرج إلى الصلاة بعد

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬২৬
জামাআতের উৎসাহ ও নির্দেশ প্রদান এবং জামাআত বর্জন থেকে ভীতি প্রদর্শন
(৬২৬) ইবন মাসউদ রা. বলেন, যার পছন্দ হয় যে, সে আগামীকাল মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে সে যেন এ সকল সালাতগুলো সদাসর্বদা নিয়মিত সেখানে আদায় করে যেখানে এগুলোর জন্য আযান দেওয়া হয়। কারণ আল্লাহ তোমাদের নবী (ﷺ) এর জন্য কিছু হিদায়াতের সুন্নতের (রীতির) বিধান প্রদান করেছেন। আর এ সকল সালাতগুলো নিয়মিত জামাআতে আদায় করা হিদায়াতের সুন্নতের অন্যতম । যদি তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় কর, যেরূপ এই পশ্চাতপদ ব্যক্তি নিজ বাড়িতে সালাত আদায় করে, তাহলে তোমরা তোমাদের নবী (ﷺ) এর সুন্নত পরিত্যাগ করবে। আর যদি তোমরা তোমাদের নবী (ﷺ) এর সুন্নত পরিত্যাগ কর তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। যখনই কোনো ব্যক্তি সুন্দররূপে ওযু বা গোসল করে পবিত্র হয় এবং এরপর সে এ সকল মসজিদের যে কোনো একটি মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন আল্লাহ তার ফেলা প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য একটি পুণ্য লিখেন, তাকে একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি পাপ ক্ষমা করে দেন। আমি আমাদেরকে দেখেছি যে, শুধুমাত্র যে মুনাফিকের মুনাফিকি সুপরিচিত সে ছাড়া কেউই জামাআত থেকে পিছে পড়ত না। অনেক মানুষকে দুই ব্যক্তির কাঁধের উপর ভর করে টেনে এনে সালাতের কাতারে দাঁড় করানো হত ।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: من سره أن يلقى الله غدا مسلما فليحافظ على هؤلاء الصلوات حيث ينادى بهن فإن الله شرع لنبيكم صلى الله عليه وسلم سنن الهدى وإنهن من سنن الهدى ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا المتخلف في بيته لتركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لضللتم وما من رجل يتطهر فيحسن الطهور ثم يعمد إلى مسجد من هذه المساجد إلا كتب الله له بكل خطوة يخطوها حسنة ويرفعه بها درجة ويحط عنه بها سيئة ولقد رأيتنا وما يتخلف عنها إلا منافق معلوم النفاق ولقد كان الرجل يؤتى به يهادى بين الرجلين حتى يقام في الصف

তাহকীক:
তাহকীক চলমান