ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬২৭
অন্ধের জন্য জামাআতে উপস্থিতি
(৬২৭) আবু হুরাইরা রা. বলেন, এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার কোনো পরিচালক নেই যে আমাকে হাত ধরে মসজিদে নিয়ে আসবে। লোকটি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আবেদন করে, যেন তিনি তাকে নিজ বাড়িতে সালাত আদায়ের অনুমতি প্রদান করেন । রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি প্রদান করেন যখন সে ফিরে যেতে থাকে তখন তিনি তাকে ডাকেন। তিনি বলেন, তুমি কি সালাতের আহ্বান (আযান) শুনতে পাও? লোকটি বলে, হ্যাঁ। তিনি বলেন, তাহলে আযানের জবাব দিবে (আযানের ডাকে সাড়া দিয়ে জামাআতে উপস্থিত হবে) ।
عن أبي هريرة رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فقال يا رسول الله إنه ليس لي قائد يقودني إلى المسجد فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته فرخص له فلما ولّى دعاه فقال هل تسمع النداء بالصلاة؟ قال نعم قال فأجب. أخرجه مسلم ولفظ أبي داود والحاكم: لا أجد لك رخصة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৬২৮
অন্ধের জন্য জামাআতে উপস্থিতি
(৬২৮) ইতবান ইবন মালিক রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমার দৃষ্টি হারিয়ে ফেলেছি। আমি আমার সম্প্রদায়ের ইমামতি করি। বৃষ্টি হলে আমার ও আমার সম্প্রদায়ের মধ্যকার নিম্নভূমি প্লাবিত হয়ে যায়, ফলে আমি তাদের মসজিদে উপস্থিত হয়ে ইমামতি করতে পারি না। হে আল্লাহর রাসূল, আমি ইচ্ছা করি যে, আপনি আমার বাড়িতে এসে সালাত আদায় করবেন, তাহলে আমি সেই স্থানকে আমার সালাতের স্থান হিসাবে গ্রহণ করব। রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি প্রদান করেন এবং তার বাড়িতে সালাত আদায় করেন...।
عن عتبان بن مالك رضي الله عنه أنه أتى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله قد أنكرت بصري وأنا أصلي لقومي فإذا كانت الأمطار سال الوادي الذي بيني وبينهم لم أستطع أن آتي مسجدهم فأصلي بهم ووددت يا رسول الله أنك تأتيني فتصلي في بيتي فاتخذه مصلى فرخص له صلى الله عليه وسلم فجعل في بيته مسجدا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা