ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৬১৬
নামাযের অধ্যায়
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠে সুদক্ষ সে পুণ্যময় সম্মানিত লেখকগণের (ফিরিশতাগণের) সঙ্গী। আর যে ব্যক্তির জন্য কুরআন পাঠ কষ্টকর হওয়া সত্ত্বেও কষ্ট করে ও অসুবিধাসহ সে তা তিলাওয়াত করে তার জন্য দুইটি পুরস্কার ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران
তাহকীক:
হাদীস নং: ৬১৭
নামাযের অধ্যায়
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৭) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআন আলোচনা ও পুনরাবৃত্তি করবে; কারণ উট যেমন তার দড়ি খুলে পালিয়ে যেতে চায়, কুরআন তার চেয়েও বেশী দ্রুত পালিয়ে যায় মানুষের হৃদয় থেকে।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: استذكروا القرآن فلهو أشد تفصيا من صدور الرجال من النعم بعقلها
তাহকীক:
হাদীস নং: ৬১৮
নামাযের অধ্যায়
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৮) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর গ্রন্থের একটি বর্ণ পাঠ করবে তার জন্য একটি পুণ্য আর পুণ্য দশগুণ দেওয়া হবে । আমি বলছি না যে, আলিফ-লাম-মীম' একটি বৰ্ণ । কিন্তু 'আলিফ' একটি বর্ণ, ‘লাম’ একটি বর্ণ এবং ‘মীম' একটি বর্ণ।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول الم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
তাহকীক:
হাদীস নং: ৬১৯
নামাযের অধ্যায়
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে তার জন্য বর্ধিত হারে একটি নেকি লেখা হবে এবং যে ব্যক্তি একটি আয়াত তিলাওয়াত করবে কিয়ামতের দিন তা তার জন্য নূর বা জ্যোতি হয়ে যাবে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من استمع إلى آية من كتاب الله تعالى كتب له حسنة مضاعفة ومن تلاها كانت له نورا يوم القيامة
তাহকীক: