ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৬
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৬) ইবন উমার রা. বলেন, যদি সালাতের মধ্যে কারো নাকের রক্ত নির্গত হয় বা বমি বের হয়ে যায় অথবা সে উত্তেজনা-জনিত যৌনরস অনুভব করে, তাহলে সে সালাত ত্যাগ করে গিয়ে ওযু করবে। এরপর ফিরে এসে বাকি সালাত পূর্ণ করবে। সে যদি কারো সাথে কোনো কথা না বলে থাকে তাহলে ওযু ভঙ্গের পূর্বে যতটুকু সালাত আদায় করেছিল তার উপর নির্ভর করে বাকি সালাত পূর্ণ করবে।
عن ابن عمر رضي الله عنهما قال: إذا رعف الرجل في الصلاة أو ذرعه القيء أو وجد مذيا فإنه ينصرف ويتوضأ ثم يرجع فيتم ما بقي على
ما مضى ما لم يتكلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৭
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বমি, নাকের রক্ত বা যৌনরস দ্বারা আক্রান্ত হয় তাহলে সে সালাত ছেড়ে দিয়ে ওযু করবে এবং পূর্বের আদায়কৃত সালাতের উপর নির্ভর করে বাকি সালাত পূর্ণ করবে। এ সময়ে সে কথা বলবে না।
عن عائشة رضي الله عنها مرفوعا: من أصابه قيء أو رعاف أو قلس أو مذي فلينصرف فليتوضأ ثم ليبن على صلاته وهو في
ذلك لا يتكلم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৮
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৮) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইস্তিহাযাগ্রস্ত নারী ফাতিমা বিনতু আবু হুবাইশকে বলেন, তুমি তোমার নিয়মিত ঋতুস্রাবের দিনগুলো ছাড়া অন্য দিনগুলোতে প্রত্যেক সালাতের জন্য ওযু করবে।
عن عائشة رضي الله عنها مرفوعا: توضئي لكل صلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৯
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৯) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) 'মযি' বা যৌন উত্তেজনার কারণে নির্গত যৌনরসের বিষয়ে বলেন, তাতে ওযু আবশ্যক হবে ।
عَنْ عَلى رَضِي الله عَنْه في الْمَذي مَرَقُوْعًا: فيه الْوَضُوُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২০
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১২০) ইবন উমার রা. থেকে বর্ণিত, নাকের রক্ত নির্গত হলে তিনি সালাত ছেড়ে দিয়ে ওযু করতেন এবং পূর্বের আদায়কৃত সালাতের উপর নির্ভর করে বাকি সালাত পূর্ণ করতেন। এ সময়ে তিনি কথা বলতেন না ।
عن ابن عمر رضي الله عنهما: إذا رغف الصرف فتوضأ ثم رجع فبنى ولم يتكلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২১
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১২১) আবু দারদা ও সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বমি করেন অতঃপর ওযু করেন।
عن أبي الدرداء وثوبان رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم قاء (فأفطر) فتوضأ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান