ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২২
সালাতের মধ্যে সশব্দে হাসি ওযু নষ্ট করে
(১২২) আবুল আলিয়া রিয়াহি রুফাই ইবন মিহরান (৯০ হি.) নামক তাবিয়ি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করছিলেন, এমতাবস্থায় এক অন্ধব্যক্তি একটি কূপের মধ্যে পড়ে যায় । এতে নবী (ﷺ) এর সাথে সালাত আদায়রত কয়েকজন সশব্দে হেসে ওঠেন। তখন নবী (ﷺ) যারা হেসেছিল তাদেরকে পুনরায় ওযু করে পুনরায় সালাত আদায়ের নির্দেশ প্রদান করেন।
عن أبي العالية الرياحي أن أعمى تردى في بئر والنبي صلى الله عليه وسلم يصلي بأصحابه فضحك بعض من كان يصلي مع النبي صلى الله عليه وسلم فأمر النبي صلى الله عليه وسلم من كان ضحك منهم أن يعيد الوضوء ويعيد الصلاة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৩
সালাতের মধ্যে সশব্দে হাসি ওযু নষ্ট করে
(১২৩) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সালাতের মধ্যে সশব্দে হাসে তাহলে তাকে ওযু করতে হবে ও পুনরায় সালাত আদায় করতে হবে। আর যদি সে মুচকি হাসে তাহলে কোনো কিছুই করতে হবে না।
عن جابر رضي الله عنه مرفوعا: إذا ضحك الرجل في صلاته فعليه الوضوء والصلاة وإذا تبسم فلا شيء عليه.

তাহকীক:
তাহকীক চলমান