ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৪
জননেন্দ্রিয় স্পর্শ করলে ওযুর বিধান
(১২৪) তালক ইবন আলী রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপবিষ্ট ছিলাম, এমতাবস্থায় একব্যক্তি তাঁকে প্রশ্ন করে বলে, সালাতের মধ্যে আমি আমার লিঙ্গ স্পর্শ করলে বা কোনো ব্যক্তি তার লিঙ্গ স্পর্শ করলে তাকে কি ওযু করতে হবে? তিনি বলেন, না, তা তো তোমার শরীরেরই একটি অংশ ।
عن طلق بن علي رضي الله عنه قال: كنت جالسا عند النبي صلى الله عليه وسلم فسأله رجل فقال: مسست ذكري أو الرجل يمس ذكره في الصلاة عليه الوضوء؟ قال: لا، إنما هو بضعة منك.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১২৫
জননেন্দ্রিয় স্পর্শ করলে ওযুর বিধান
(১২৫) বুসরাহ বিনতু সাফওয়ান রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি তার জননেন্দ্রিয় স্পর্শ করবে সে পুনরায় ওযু না করে সালাত আদায় করবে না।
عن بسرة بنت صفوان رضي الله عنها مرفوعا: من مس ذكره فلا يصل حتى يتوضأ.

তাহকীক:
তাহকীক চলমান
