ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
আগুন যা স্পর্শ করেছে তার জন্য ওযুর বিধান
(১২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছাগলের কাঁধের গোশত ভক্ষণ করেন এবং এরপরেই ওযু না করে সালাত আদায় করেন ।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم أكل كيف شاة ثم صلى ولم يتوضأ
হাদীস নং: ১২৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
আগুন যা স্পর্শ করেছে তার জন্য ওযুর বিধান
(১২৭) আয়িশা ও আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আগুন যা স্পর্শ করেছে তা থেকে ওযু করবে। (মুসলিম)।
كتاب الطهارة
عن عائشة وأبي هريرة رضي الله عنهما مرفوعا: توضئوا بما مست النار.