ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৬
আগুন যা স্পর্শ করেছে তার জন্য ওযুর বিধান
(১২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছাগলের কাঁধের গোশত ভক্ষণ করেন এবং এরপরেই ওযু না করে সালাত আদায় করেন ।
عن ابن عباس رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم أكل كيف شاة ثم صلى ولم يتوضأ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৭
আগুন যা স্পর্শ করেছে তার জন্য ওযুর বিধান
(১২৭) আয়িশা ও আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আগুন যা স্পর্শ করেছে তা থেকে ওযু করবে। (মুসলিম)।
عن عائشة وأبي هريرة رضي الله عنهما مرفوعا: توضئوا بما مست النار.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা