ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৮
নারীদেহ স্পর্শ করলে ওযুর বিধান
(১২৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন তখন) আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে শুয়ে থাকতাম। আমার দুই পা তাঁর কিবলায় (সামনে) থাকত । তিনি যখন সাজদা করতেন তখন আমাকে খোঁচা দিতেন। তখন আমি আমার দুই পা গুটিয়ে নিতাম। তিনি সাজদা থেকে উঠে গেলে আমি আবার আমার দুই পা লম্বা করে দিতাম। তিনি বলেন, সে সময়ে বাড়িতে কোনো বাতি বা আলোর ব্যবস্থা ছিল না। (বুখারি ও মুসলিম)।
عن عائشة رضي الله عنها أنها قالت: كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبليه فإذا سجد غمزني فقبضت رجلي فإذا قام بسطتهما قالت: والبيوت يومئذ ليس فيها مصابيح
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৯
নারীদেহ স্পর্শ করলে ওযুর বিধান
(১২৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোনো কোনো স্ত্রীকে চুমু দিতেন এবং এরপর তিনি ওযু না করেই সালাত আদায় করতেন ।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقبل بعض نسائه ثم يخرج إلى الصلاة ولا يتوضأ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৩০
নারীদেহ স্পর্শ করলে ওযুর বিধান
(১৩০) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলতেন, কোনো ব্যক্তি তার স্ত্রীকে চুমু খেলে তাকে ওযু করতে হবে।
عن عبد الله بن مسعود رضي الله عنه أنه كان يقول: من قبلة الرجل امرأته الوضوء.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৩১
নারীদেহ স্পর্শ করলে ওযুর বিধান
(১৩১) আব্দুল্লাহ ইবন উমার রা. বলতেন, যদি কেউ তার স্ত্রীকে চুমু খায় বা তাকে হাত দিয়ে স্পর্শ করে তাকে ওযু করতে হবে।
عن عبد الله بن عمر رضي الله عنه أنه كان يقول: فمن قبل امرأته أو جسها بيده فعليه الوضوء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা