ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩২
পবিত্র ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না
(১৩২) ইবন উমার রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, পবিত্র মানুষ ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا يمس القرآن إلا طاهر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৩৩
পবিত্র ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না
(১৩৩) আবু বাকর ইবন মুহাম্মাদ ইবন আমর ইবন হাযম বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমর ইবন হাযমকে যে চিঠি লিখেছিলেন, সে চিঠির মধ্যে লেখা ছিল, পবিত্র ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।
عن أبي بكر بن محمد بن عمرو بن حزم: أن في الكتاب الذي كتبه رسول الله صلى الله عليه وسلم لعمرو بن حزم: أن لا يمس القرآن إلا طاهر.

তাহকীক:
তাহকীক চলমান