ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৭
আগুন যা স্পর্শ করেছে তার জন্য ওযুর বিধান
(১২৭) আয়িশা ও আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আগুন যা স্পর্শ করেছে তা থেকে ওযু করবে। (মুসলিম)।
عن عائشة وأبي هريرة رضي الله عنهما مرفوعا: توضئوا بما مست النار.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সম্ভবত এই নির্দেশটি রহিত হয়ে গিয়েছে। নাসায়ি সহীহ সনদে জাবির রা. থেকে এ বিষয়ে যে হাদীস সঙ্কলন করেছেন তা থেকে রহিত হওয়ার বিষয়টি বোঝা যায়। অথবা রান্না করা কোনো দ্রব্য ভক্ষণ করলে ওযু করা মুসতাহাব অর্থে এই নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহই ভালো জানেন। [সুনান নাসায়ি, হাদীস-১৮৫]
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১২৭ | মুসলিম বাংলা