ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
আগুন যা স্পর্শ করেছে তার জন্য ওযুর বিধান
(১২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছাগলের কাঁধের গোশত ভক্ষণ করেন এবং এরপরেই ওযু না করে সালাত আদায় করেন ।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم أكل كيف شاة ثم صلى ولم يتوضأ

হাদীসের ব্যাখ্যা:

আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হয় না। আর এটাই হানাফী মাযহাবের মত। (আল-মাবসূত লিসসারাখসী: ১/৭৯)
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্‌ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)