ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৩
মল-মূত্র ত্যাগ ও ঘুম ওযু বিনষ্ট করে
(১১৩) সাফওয়ান ইবন আসসাল রা. ওযুর সময় মোজার উপর মাসাহ করার বিষয়ে বলেন, পায়খানা, পেশাব ও ঘুমের মাধ্যমে ওযু ভঙ্গ হলে মোজা না খুলেই ওযু করে মোজার উপর মাসাহ করার নির্দেশ আমাদেরকে দিতেন রাসূলুল্লাহ (ﷺ)।
عن صفوان بن عسال رضي الله عنه مرفوعا في حديث المسح: ولكن من غائط وبول ونوم.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৪
মল-মূত্র ত্যাগ ও ঘুম ওযু বিনষ্ট করে
(১১৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সাজদারত অবস্থায় ঘুমিয়ে পড়বে তাকে ওযু করতে হবে না, যতক্ষণ না সে শয়ন করবে। কারণ শয়ন করলে দেহের পেশিসমূহে ঢিল পড়ে (ফলে বায়ু নির্গত হতে পারে)।
عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ليس على من نام ساجدا وضوء حتى يضطجع فإنه إذا اضطجع
استرخت مفاصله.
استرخت مفاصله.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৫
মল-মূত্র ত্যাগ ও ঘুম ওযু বিনষ্ট করে
(১১৫) আবু হুরাইরা রা. থেকে তার নিজের মত (মাউকুফ হাদীস) হিসাবে অনুরূপ কথা বর্ণিত হয়েছে, যে হাদীসে তিনি আরো বলেন, গুটিয়ে বসে যে ব্যক্তি ঘুমায় এবং দাঁড়িয়ে যে ব্যক্তি ঘুমায় তাকেও ওযু করতে হবে না...; যদি সে শয়ন করে তাহলে তাকে ওযু করতে হবে।
عن أبي هريرة رضي الله عنه موقوفا نحوه وزاد فيه: ليس على المحتبي النائم ولا على القائم النائم... فإذا اضطجع توضاً.

তাহকীক:
তাহকীক চলমান