ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১১
অপবিত্র হলে ওযু না করা পর্যন্ত সালাত হবে না
(১১১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অপবিত্র হয়ে যাবে (ওযু বিনষ্ট হবে) সে পুনরায় ওযু না করা পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। হাদরামাউতের একব্যক্তি প্রশ্ন করেন, হে আবু হুরাইরা, ওযু বিনষ্টকারী অপবিত্রতা কী? তিনি উত্তরে বলেন, বায়ু ত্যাগ করা । (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تقبل صلاة من أحدث حتى يتوضاً. قال رجل من حضرموت: ما الحدث يا أبا هريرة؟ قال: فساء أو ضراط.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১২
অপবিত্র হলে ওযু না করা পর্যন্ত সালাত হবে না
(১১২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি পেটের মধ্যে কোনো কিছু অনুভব করে, কিন্তু বায়ু নির্গত হয়েছে কিনা তা বুঝতে না পারে তাহলে সে যেন গন্ধ অনুভব করা বা শব্দ শোনা ছাড়া মসজিদ থেকে বের না হয় (মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع
صوتا أو يجد ريحا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান