ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৭
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বমি, নাকের রক্ত বা যৌনরস দ্বারা আক্রান্ত হয় তাহলে সে সালাত ছেড়ে দিয়ে ওযু করবে এবং পূর্বের আদায়কৃত সালাতের উপর নির্ভর করে বাকি সালাত পূর্ণ করবে। এ সময়ে সে কথা বলবে না।
عن عائشة رضي الله عنها مرفوعا: من أصابه قيء أو رعاف أو قلس أو مذي فلينصرف فليتوضأ ثم ليبن على صلاته وهو في
ذلك لا يتكلم.
ذلك لا يتكلم.
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, নাক দিয়ে রক্ত বের হলে অযু ভেঙ্গে যায়। মানুষের শরীর থেকে নাপাক বের হওয়ার স্বাভাবিক স্থান হলো পায়খানা এবং পেশাবের রাস্তা। এ দু’টির বাইরে নাক থেকে রক্ত বের হলে অযু ভাঙ্গা দ্বারা আরো প্রমাণিত হয় যে, পায়খানা এবং পেশাবের রাসত্মা ব্যতীত শরীরের ভিন্ন কোন স্থান থেকে রক্ত বের হলেও অযু ভেঙ্গে যাবে। এ বিষয়ে সহীহ সনদে হযরত ইবনে উমার রা. থেকে বর্ণিত আছে যে, নামাযের মধ্যে কারো নাক দিয়ে রক্ত বের হলে বা বমি বেরিয়ে আসলে অথবা মজী দেখলে সে ব্যক্তি নামায থেকে সরে গিয়ে অযু করবে। অতঃপর ফিরে এসে ছুটে যাওয়া নামায পুরো করবে যতক্ষণ কথা না বলে। (আব্দুর রাযযাক: ৩৬০৯) হযরত আলী রা. থেকে হাসান সনদে বর্ণিত আছে যে, তোমাদের কেউ যখন তার পেটে (বায়ুজনিত) পীড়া অথবা নাক দিয়ে রক্ত বের হওয়া বা বমি লক্ষ্য করে, সে যেন নাকে হাত দিয়ে বের হয়ে গিয়ে অযু করে নেয়। (আব্দুর রাযযাক: ৩৬০৭)
