ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৮) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইস্তিহাযাগ্রস্ত নারী ফাতিমা বিনতু আবু হুবাইশকে বলেন, তুমি তোমার নিয়মিত ঋতুস্রাবের দিনগুলো ছাড়া অন্য দিনগুলোতে প্রত্যেক সালাতের জন্য ওযু করবে।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها مرفوعا: توضئي لكل صلاة
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি ইবন হিব্বান তার সহীহ গ্রন্থে সহীহ সনদে সঙ্কলিত করেছেন)। [সহীহ ইবন হিব্বান, হাদীস-১৩৫৪]