ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১৯
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১১৯) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) 'মযি' বা যৌন উত্তেজনার কারণে নির্গত যৌনরসের বিষয়ে বলেন, তাতে ওযু আবশ্যক হবে ।
عَنْ عَلى رَضِي الله عَنْه في الْمَذي مَرَقُوْعًا: فيه الْوَضُوُ

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, নাকের রক্ত নির্গত হলে ওযু করার প্রয়োজনীয়তা বিষয়ে ইবন উমার ও ইবন আব্বাস রা.র মতামত বিষয়ক মাউকুফ হাদীস মালিক তার মুআত্তা গ্রন্থে সঙ্কলিত করেছেন। ইবন উমারের আসারটি নিম্নরূপ:
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১১৯ | মুসলিম বাংলা