ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১২০) ইবন উমার রা. থেকে বর্ণিত, নাকের রক্ত নির্গত হলে তিনি সালাত ছেড়ে দিয়ে ওযু করতেন এবং পূর্বের আদায়কৃত সালাতের উপর নির্ভর করে বাকি সালাত পূর্ণ করতেন। এ সময়ে তিনি কথা বলতেন না ।
كتاب الطهارة
عن ابن عمر رضي الله عنهما: إذا رغف الصرف فتوضأ ثم رجع فبنى ولم يتكلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান