ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
নাকের রক্ত, বমি, উত্তেজনা-জনিত রস, মহিলাদের অসুস্থতা-জনিত রক্তস্রাব ওযু বিনষ্ট করে
(১২১) আবু দারদা ও সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বমি করেন অতঃপর ওযু করেন।
كتاب الطهارة
عن أبي الدرداء وثوبان رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم قاء (فأفطر) فتوضأ.

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি তিরমিযি সঙ্কলিত করেছেন এবং বলেছেন, এই বিষয়ে এই হাদীসটিই সবচেয়ে বেশি বিশুদ্ধ বা সহীহ)। [সুনান তিরমিযি, হাদীস-৮৭ ও ৭২০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান