মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪১৫৪

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৪। মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন (রাঃ) হইতে বর্ণিত যে, হযরত আলী ইবনে আবু তালেব (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত হাসান (রাঃ)-এর তরফ হইতে একটি বকরী দ্বারা আকীকা করিলেন এবং বলিলেনঃ হে ফাতেমা ! তাহার মাথাটি মুড়াইয়া দাও আর চুলের ওজন পরিমাণ রূপা সদকা কর। (হযরত আলী [রাঃ] বলেন, আমরা তাহার চুলগুলি ওজন করিলাম। উহার ওজন এক দিরহাম বা উহার চাইতে কিছু কম ছিল। —তিরময়ী, আর তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান এবং গরীব এবং ইহার সনদে বিচ্ছেদ রহিয়াছে। কেননা, মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন হযরত আলী ইবনে আবু তালেবের (রাঃ) সাক্ষাৎ লাভ করেন নাই।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৫৫

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) হাসান ও হুসাইনের তরফ হইতে এক একটি দুম্বা আকীকা করিয়াছেন। —আবু দাউদ, আর নাসায়ী বর্ণনা করিয়াছেন দুই দুইটি বকরী।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৫৬

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৬। আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ আল্লাহ্ তা'আলা অকুক (নাফরমানীকে) পছন্দ করেন না। যেন আকীকা শব্দটি ব্যবহার করাকে তিনি পছন্দ করেন নাই। অতঃপর তিনি বলিলেন, যাহার কোন সন্তান জন্মায়, আর সে উহার পক্ষ হইতে কোন পশু যবাহ্ করিতে চায়, তবে সে যেন অবশ্যই ছেলের পক্ষ হইতে দুইটি এবং মেয়ের পক্ষ হইতে একটি বকরী যবাহ্ করে। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৫৭

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৭। হযরত আবু রাফে' (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনে আলীকে যখন হযরত ফাতেমা (রাঃ) প্রসব করিলেন, তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাহার কানে নামাযের আযানের ন্যায় আযান দিতে দেখিয়াছি। —তিরমিযী ও আবু দাউদ, ইমাম তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও সহীহ্।

তাহকীক:
তাহকীক চলমান