মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৫০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. প্রথম অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবজাত শিশুদিগকে আনা হইত, তিনি তাহাদের কল্যাণের জন্য দো'আ করিতেন এবং তাহাদিগকে তাহনীক করিতেন। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُبَرِّكُ عَلَيْهِمْ وَيُحَنِّكُهُمْ. رَوَاهُ مُسلم
হাদীস নং: ৪১৫১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. প্রথম অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫১। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) হইতে বর্ণিত যে, তিনি মক্কাতেই আব্দুল্লাহ্ ইবনে যুবায়রকে গর্ভে ধারণ করেন। তিনি আরো বলেন, কোবা অবস্থানকালেই তিনি ভূমিষ্ঠ হন। অতঃপর আমি তাহাকে নিয়া রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলাম এবং তাহাকে (বাচ্চাটিকে) তাঁহার কোলে তুলিয়া দিলাম। তিনি খেজুর চাহিয়া নিলেন এবং উহা চিবাইয়া তাহার (বাচ্চাটির মুখে রাখিলেন এবং তাহার তালুতে লাগাইলেন। (ফলে রাসূলুল্লাহ্ [ছাঃ]-এর মুখের লালাই সর্বপ্রথম খাদ্যরূপে তাহার পেটে প্রবেশ করিল।) অতঃপর তাহার জন্য বরকতের দো'আ করিলেন, (মদীনায় মুহাজির) মুসলমানদের মধ্যে সে-ই প্রথম শিশু জন্মগ্রহণ করিয়াছিল। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ: فَوَلَدْتُ بِقُبَاءَ ثُمَّ أَتَيْتُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعْتُهُ فِي حِجْرِهِ ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا ثُمَّ تَفَلَ فِي فِيهِ ثُمَّ حَنَّكَهُ ثُمَّ دَعَا لَهُ وبرك عَلَيْهِ فَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الْإِسْلَامِ
হাদীস নং: ৪১৫২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫২। হযরত উম্মে কুরয (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ তোমরা পাখীকে তাহাদের বাসায় অবস্থান করিতে দাও। উম্মে কুরয বলেন, আমি তাঁহাকে ইহাও বলিতে শুনিয়াছি যে, ছেলের পক্ষ হইতে দুইটি বকরী এবং মেয়ের পক্ষ হইতে একটি বকরী দিতে হয় এবং সেগুলি ছাগ বা ছাগী হওয়ার মধ্যে কোন দোষ নাই। —আবু দাউদ, তিরমিযী, আর নাসায়ী “ছেলের পক্ষ হইতে দুইটি ছাগল” এই বাক্য হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি সহীহ্ ।
كتاب الصيد والذبائح
الْفَصْل الثَّانِي
عَن أُمِّ كُرْزٍ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَقِرُّوا الطَّيْرَ عَلَى مَكِنَاتِهَا» . قَالَتْ: وَسَمِعْتُهُ يَقُولُ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ وَلَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَوْ إِنَاثًا» . رَوَاهُ أَبُو دَاوُد وللترمذي وَالنَّسَائِيّ من قَوْله: يَقُول: «عَن الْغُلَام» إِلَّا آخِره وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا صَحِيح