মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৫১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. প্রথম অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫১। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) হইতে বর্ণিত যে, তিনি মক্কাতেই আব্দুল্লাহ্ ইবনে যুবায়রকে গর্ভে ধারণ করেন। তিনি আরো বলেন, কোবা অবস্থানকালেই তিনি ভূমিষ্ঠ হন। অতঃপর আমি তাহাকে নিয়া রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলাম এবং তাহাকে (বাচ্চাটিকে) তাঁহার কোলে তুলিয়া দিলাম। তিনি খেজুর চাহিয়া নিলেন এবং উহা চিবাইয়া তাহার (বাচ্চাটির মুখে রাখিলেন এবং তাহার তালুতে লাগাইলেন। (ফলে রাসূলুল্লাহ্ [ছাঃ]-এর মুখের লালাই সর্বপ্রথম খাদ্যরূপে তাহার পেটে প্রবেশ করিল।) অতঃপর তাহার জন্য বরকতের দো'আ করিলেন, (মদীনায় মুহাজির) মুসলমানদের মধ্যে সে-ই প্রথম শিশু জন্মগ্রহণ করিয়াছিল। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ: فَوَلَدْتُ بِقُبَاءَ ثُمَّ أَتَيْتُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعْتُهُ فِي حِجْرِهِ ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا ثُمَّ تَفَلَ فِي فِيهِ ثُمَّ حَنَّكَهُ ثُمَّ دَعَا لَهُ وبرك عَلَيْهِ فَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الْإِسْلَامِ

হাদীসের ব্যাখ্যা:

হিজরতের পর কিছুদিন যাবৎ মুহাজেরীন মহিলাদের কাহারও কোন সন্তান জন্মলাভ করে নাই, ফলে মক্কার কাফেরগণ এই গুজব রটাইয়া দিয়াছিল যে, আমাদের দেবতা প্রতিমার বদ-দো'আয় দেশত্যাগী মহিলারা বন্ধ্যা হইয়া গিয়াছে। অপর দিকে মদীনার ইয়াহুদীদেরও এই দাবী ছিল যে, আমাদের জাদু টোনার প্রতিক্রিয়ায় আগন্তুক মুসলমান নারীদের কোন সন্তান জন্মিবে না। অবশেষে আবদুল্লাহ্র জন্মলাভে তাহাদের দাবীসমূহ মিথ্যা প্রতিপন্ন হইল, ফলে মুসলমানরা অত্যধিক আনন্দিত হইয়াছিলেন। হিজরতের পর মুহাজেরীনদের মধ্যে আবদুল্লাহ্ ইবনে যুবায়রই প্রথম নবজাত শিশু। এই কারণেই তাঁহাকে আউয়ালে মাউলুদ বলা হইয়াছে। অন্যথায় হিজরতের পর তাঁহার পূর্বে নো'মান ইবনে বাশীর আনসারীদের মধ্যে প্রথম শিশু জন্মলাভ করিয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান