মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৫২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫২। হযরত উম্মে কুরয (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ তোমরা পাখীকে তাহাদের বাসায় অবস্থান করিতে দাও। উম্মে কুরয বলেন, আমি তাঁহাকে ইহাও বলিতে শুনিয়াছি যে, ছেলের পক্ষ হইতে দুইটি বকরী এবং মেয়ের পক্ষ হইতে একটি বকরী দিতে হয় এবং সেগুলি ছাগ বা ছাগী হওয়ার মধ্যে কোন দোষ নাই। —আবু দাউদ, তিরমিযী, আর নাসায়ী “ছেলের পক্ষ হইতে দুইটি ছাগল” এই বাক্য হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি সহীহ্ ।
كتاب الصيد والذبائح
الْفَصْل الثَّانِي
عَن أُمِّ كُرْزٍ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَقِرُّوا الطَّيْرَ عَلَى مَكِنَاتِهَا» . قَالَتْ: وَسَمِعْتُهُ يَقُولُ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ وَلَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَوْ إِنَاثًا» . رَوَاهُ أَبُو دَاوُد وللترمذي وَالنَّسَائِيّ من قَوْله: يَقُول: «عَن الْغُلَام» إِلَّا آخِره وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
জাহেলী যুগের লোকদের আকীদা ও অভ্যাস ছিল, তাহারা যখন বিশেষ কাজের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইত, তখন পাখীকে উহার বাসা হইতে তাড়া করিত। যদি উহা ডান দিকে যাইত তখন উহাকে শুভ মনে করিয়া কাজে অগ্রসর হইত। আর যদি উহা বাম দিকে উড়িত, তখন উহাকে অশুভ মনে করিত এবং সেই কাজ হইতে বিরত থাকিত। বস্তুত ইহা যে একটি কুসংস্কার, এই জন্য হাদীসে ইহা হইতে নিষেধ করা হইয়াছে।