মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৫০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. প্রথম অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবজাত শিশুদিগকে আনা হইত, তিনি তাহাদের কল্যাণের জন্য দো'আ করিতেন এবং তাহাদিগকে তাহনীক করিতেন। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُبَرِّكُ عَلَيْهِمْ وَيُحَنِّكُهُمْ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কোন বুযুর্গ ব্যক্তি খোরমা চিবাইয়া কিংবা মধু বা মিষ্টি জাতীয় কোন বস্তুতে স্বীয় লালা মিশ্রিত করিয়া নবজাত শিশুর মুখে অথবা মাথার তালুতে দেওয়াকে তাহকীক বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৫০ | মুসলিম বাংলা